TOKYO OLYMPICS 2020 : ‘এটা নতুন ভারত, আত্মবিশ্বাসে ভরপুর ভারত’, হকি দলকে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ শুভেচ্ছাবার্তায় লিখেছেন, এখান থেকে তৈরি হবে ভারতীয় হকির নতুন এক দিগন্ত। নতুন এক অধ্যায়।

TOKYO OLYMPICS 2020 : 'এটা নতুন ভারত, আত্মবিশ্বাসে ভরপুর ভারত', হকি দলকে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর
শুভেচ্ছায় ভাসছে হকি দল
Follow Us:
| Edited By: | Updated on: Aug 05, 2021 | 10:02 AM

টোকিওঃ জার্মানিকে ৫-৪ গোলে হারিয়ে ব্রোঞ্জ জিতল ভারতীয় পুরুষ হকি দল। ৪১ বছর পর। ইতিহাস গড়ার পর শুভেচ্ছার বন্যা মনপ্রীতদের জন্য। টোকিওর মাটিতে একেবারে চক দে ইন্ডিয়া। জোড়া গোল সিমরনজিতের।প্রধানমন্ত্রী থেকে রাষ্ট্রপতি। শুভেচ্ছায় ভাসিয়ে দিলেন ভারতীয় পুরুষ হকি দলকে।

প্রধানমন্ত্রী তাঁর ট্যুইট বার্তায় লিখেছেন, এটা নতুন ভারত, আত্মবিশ্বাসে ভরপুর ভারত।

রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ শুভেচ্ছাবার্তায় লিখেছেন, এখান থেকে তৈরি হবে ভারতীয় হকির নতুন এক দিগন্ত। নতুন এক অধ্যায়।

কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের ট্যুইট, ছেলেরা তোমরা করে দেখিয়েছো। আমরা আর শান্ত থাকতে পারব না।

হকি দলকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। লিখলেন, তোমাদের লড়াই আগামি প্রজন্ম মনে রাখবে।

হকি দলকে শুভেচ্ছা ‘চক দে ইন্ডিয়া’-র কবীর খানের। ট্যুইটে বলিউড বাদশা শাহরুখ লিখেছেন, অত্যন্ত উপভোগ্য ম্যাচ দেখলাম।

শুভেচ্ছার বন্যায় ভেসে যাচ্ছেন মনপ্রীতরা। হেবন নাই বা কেন। ৪১ বছরের অপেক্ষা তো আর কম সময় নয়!

অলিম্পিকে আরও খবর দেখতে ক্লিক করুনঃ টোকিও অলিম্পিক ২০২০