Olympics 2020 Highlights, Day 12: মনপ্রীতদের পর রানিরা, আবার সেমিফাইনালে হার ভারতীয় হকির

| Edited By: | Updated on: Aug 04, 2021 | 6:17 PM

Tokyo Olympics Live Updates: আজ টোকিও থেকে ভারতীয় অ্যাথলিটদের একাধিক পদকের সম্ভবনা রয়েছে।

Olympics 2020 Highlights, Day 12: মনপ্রীতদের পর রানিরা, আবার সেমিফাইনালে হার ভারতীয় হকির
মনপ্রীতদের পর রানিরা, আবার সেমিফাইনালে হার ভারতীয় হকির (সৌজন্যে-হকি ইন্ডিয়া টুইটার)

টোকিও থেকে ভারতের আরও এক পদক নিশ্চিত হল। কুস্তিতে রবি কুমার দাহিয়া ফাইনালে পৌঁছে গেলেন। ভারতের অপর এক কুস্তিগীর দীপক পুনিয়া সেমিফাইনালে মার্কিন যুক্তরাষ্ট্রের ডেভিস মরিস ট্রেলরের কাছে হেরে গেলেন। তবে তিনি বৃহস্পতিবার খেলবেন ব্রোঞ্জ পদকের ম্যাচে। জ্যাভলিন ফাইনালে নীরজ চোপড়া। সেমিফাইনালে তুরস্কের বুসেনাজ সুরমেনেলির কাছে হেরে ব্রোঞ্জেই সন্তুষ্ট লভলিনা বোরগোহিন। হকিতে আর্জেন্টিনার বিরুদ্ধে সেমিফাইনালে ভারতীয় মহিলা হকি দল হেরে গিয়েছে। তবে তাঁরা ৬ অগস্ট ব্রোঞ্জ ম্যাচে খেলার সুযোগ পাবেন।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 04 Aug 2021 06:16 PM (IST)

    হকি- ৬ অগস্ট রানিদের ব্রোঞ্জ ম্যাচ

    ৬ অগস্ট সকাল ৭ টায় গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে ব্রোঞ্জ ম্যাচ খেলবে ভারতীয় মহিলা হকি দল

  • 04 Aug 2021 05:10 PM (IST)

    ফের হতাশা হকিতে

    মহিলাদের হকির সেমিফাইনালে ১-২ গোলে হার ভারতের।

  • 04 Aug 2021 04:44 PM (IST)

    তৃতীয় কোয়ার্টার শেষ

    ১-২ গোলে পিছিয়ে ভারত

  • 04 Aug 2021 04:35 PM (IST)

    এগিয়ে গেল আর্জেন্তিনা

    অধিনায়ক ব্যারিয়নইউভোর গোলেই ফের এগিয়ে গেল আর্জেন্তিনা। খেলার ফল ২-১

  • 04 Aug 2021 04:24 PM (IST)

    হকির তৃতীয় কোয়ার্টার শুরু

    খেলার ফল ১-১। শুরু তৃতীয় কোয়ার্টার

  • 04 Aug 2021 04:05 PM (IST)

    চতুর্থ পদক ভারতের

    কুস্তির ৫৭ কেজি বিভাগে ফাইনালে উঠে আরও একটি পদক নিশ্চিত করলেন রবি কুমার। টানা চতুর্থ অলিম্পিকে কুস্তিতে পদক আসছে ভারতের।

  • 04 Aug 2021 03:57 PM (IST)

    সমতায় ফিরল আর্জেন্তিনা

    ব্যারিয়নইউভোর গোলে সমতায় ফিরল আর্জেন্তিনা। খেলার ফল ১-১

  • 04 Aug 2021 03:49 PM (IST)

    হকি – প্রথম কোয়ার্টার শেষ

    প্রথম কোয়ার্টারের শেষে ১-০ ব্যবধানে এগিয়ে ভারত

  • 04 Aug 2021 03:37 PM (IST)

    হকি – প্রথম গোল ভারতের

    পেনাল্টি কর্নার থেকে ম্যাচের ২ মিনিটেই প্রথম গোল করলেন ভারতের গুরজিৎ কৌর।

  • 04 Aug 2021 03:29 PM (IST)

    কুস্তি – ফাইনালে উঠতে পারলেন না দীপক

    ছেলেদের কুস্তিতে ফ্রিস্টাইলে ৮৬ কেজি বিভাগের সেমিফাইনালে মার্কিন যুক্তরাষ্ট্রের ডেভিস মরিস ট্রেলরের বিরুদ্ধে ১০-০ ব্যবধানে হেরে গেলেন দীপক পুনিয়া। বৃহস্পতিবার ব্রোঞ্জ ম্যাচ নামবেন দীপক।

  • 04 Aug 2021 03:20 PM (IST)

    কুস্তি – বৃহস্পতিবার ফাইনালে নামবেন রবি কুমার দাহিয়া

    ছেলেদের কুস্তিতে ফ্রিস্টাইলে ৫৭ কেজি বিভাগের ফাইনালে রবি কুমারের প্রতিপক্ষ রাশিয়ার জাউর উগুয়েভ। বিকেল ৪.২০ নাগাদ হবে ফাইনাল বাউট।

  • 04 Aug 2021 02:57 PM (IST)

    কুস্তি – ফাইনালে রবি কুমার দাহিয়া

    ছেলেদের কুস্তিতে ফ্রিস্টাইলে ৫৭ কেজি বিভাগে সেমিফাইনালে রবি কুমার দাহিয়া হারালেন কাজাখাস্তানের নুরিস্লাম সানায়েভেকে।

  • 04 Aug 2021 12:49 PM (IST)

    গল্ফ – প্রথম রাউন্ডের পর ২ নম্বরে অদিতি

    আজ গল্ফের প্রথম রাউন্ডের পর ২ নম্বরে রয়েছেন অদিতি অশোক। এখনও ৩টি রাউন্ড বাকি রয়েছে।

  • 04 Aug 2021 12:20 PM (IST)

    লভলিনাকে শুভেচ্ছা রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের

    ব্রোঞ্জ পদক অর্জনকারী লভলিনা বোরগোহিনকে শুভেচ্ছা জানালেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

  • 04 Aug 2021 11:50 AM (IST)

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছা লভলিনাকে

    টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ পদক অর্জনকারী লভলিনা বোরগোহিনকে শুভেচ্ছা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

  • 04 Aug 2021 11:41 AM (IST)

    লভলিনাকে শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী

  • 04 Aug 2021 11:24 AM (IST)

    বক্সিং – বোঞ্জ নিয়েই সন্তুষ্ট লভলিনা

    বক্সিংয়ে মেয়েদের ওয়েল্টারওয়েট ৬৯ কেজি বিভাগের সেমিফাইনালে তুরস্কের বুসেনাজ সুরমেনেলির বিপক্ষে ৫-০ ব্যবধানে হেরে বোঞ্জ নিয়ে দেশে ফিরবেন লভলিনা বোরগোহিন।

  • 04 Aug 2021 11:05 AM (IST)

    বক্সিং – সেমিফাইনালে নামলেন লভলিনা

    বক্সিংয়ে মেয়েদের ওয়েল্টারওয়েট ৬৯ কেজি বিভাগের সেমিফাইনালে তুরস্কের বুসেনাজ সুরমেনেলির বিপক্ষে নামলেন লভলিনা বোরগোহিন।

  • 04 Aug 2021 10:25 AM (IST)

    কুস্তি – দেখুন কোয়ার্টার ফাইনালে রবি দাহিয়ার পারফরম্যান্স

  • 04 Aug 2021 10:22 AM (IST)

    কুস্তি- সেমিফাইনালে রবি লড়বেন কাজাখাস্তান প্রতিপক্ষের বিরুদ্ধে

    ছেলেদের কুস্তিতে ফ্রিস্টাইলে ৫৭ কেজি বিভাগে সেমিফাইনালে রবি কুমার দাহিয়া লড়বেন কাজাখাস্তানের নুরিস্লাম সানায়েভের বিরুদ্ধে।

  • 04 Aug 2021 10:21 AM (IST)

    কুস্তি- সেমিফাইনালে দীপক লড়বেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষের বিরুদ্ধে

    ছেলেদের কুস্তিতে ফ্রিস্টাইলে ৮৬ কেজি বিভাগের সেমিফাইনালে মার্কিন যুক্তরাষ্ট্রের ডেভিস মরিসের মুখোমুখি হবেন দীপক পুনিয়া।

  • 04 Aug 2021 09:42 AM (IST)

    কুস্তি – সেমিফাইনালে দীপক পুনিয়া

    ছেলেদের কুস্তিতে ফ্রিস্টাইলে ৮৬ কেজি বিভাগে চিনা প্রতিপক্ষ জুশেন লিনের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে ৬-৩ ব্যবধানে জিতলেন দীপক পুনিয়া।

  • 04 Aug 2021 09:39 AM (IST)

    কুস্তি – সেমিফাইনালে রবি দাহিয়া

    ছেলেদের কুস্তিতে ফ্রিস্টাইলে ৫৭ কেজি বিভাগে বুলগেরিয়ার জর্জি ভ্যালেন্টিনভ ভ্যাঞ্জেলভের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে ১৪-৪ ব্যবধানে জিতলেন রবি কুমার দাহিয়া।

  • 04 Aug 2021 09:31 AM (IST)

    কুস্তি- কোয়ার্টার ফাইনালে রবি লড়বেন বুলগেরিয়ান প্রতিপক্ষের বিরুদ্ধে

    ছেলেদের কুস্তিতে ফ্রিস্টাইলে ৫৭ কেজি বিভাগে বুলগেরিয়ার জর্জি ভ্যালেন্টিনভ ভ্যাঞ্জেলভের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে নামবেন রবি কুমার দাহিয়া।

  • 04 Aug 2021 09:26 AM (IST)

    কুস্তি – দেখুন প্রিকোয়ার্টারে রবি দাহিয়ার পারফরম্যান্স

  • 04 Aug 2021 09:25 AM (IST)

    কুস্তি- কোয়ার্টার ফাইনালে দীপক লড়বেন চিনা প্রতিপক্ষের বিরুদ্ধে

    ছেলেদের কুস্তিতে ফ্রিস্টাইলে ৮৬ কেজি বিভাগে চিনা প্রতিপক্ষ জুশেন লিনের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে নামবেন দীপক পুনিয়া।

  • 04 Aug 2021 09:20 AM (IST)

    কুস্তি- আজই পদক নিশ্চিতের সম্ভবনা রবি-দীপকের

    আজই টোকিও অলিম্পিকে কুস্তি থেকে পদক নিশ্চিত করতে পারেন রবি কুমার দাহিয়া ও দীপক পুনিয়া। দু’জনই পৌঁছে গিয়েছেন কোয়ার্টার ফাইনালে।

  • 04 Aug 2021 09:10 AM (IST)

    কুস্তি – কোয়ার্টার ফাইনালে দীপক পুনিয়া

    ছেলেদের ফ্রিস্টাইলে ৮৬কেজি বিভাগে নাইজেরিয়ার একেরেকেমে আজিয়োমোরেকে ১২-১ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠলেন দীপক পুনিয়া।

  • 04 Aug 2021 08:49 AM (IST)

    কুস্তি – রেপেচেজে সুযোগ রয়েছে অংশুর

    প্রিকোয়ার্টারে বেলারুশের ইরিনা কুরাচকিনার কাছে হারলেও, রেপেচেজে এখনও সুযোগ রয়েছে অংশু মালিকের।

  • 04 Aug 2021 08:43 AM (IST)

    কুস্তি – প্রিকোয়ার্টারের লড়াইয়ে হার অংশু মালিকের

    মেয়েদের ৫৭কেজি ফ্রিস্টাইল বিভাগে বেলারুশের ইরিনা কুরাচকিনার কাছে ৮-২ ব্যবধানে হেরে গেলেন।

  • 04 Aug 2021 08:30 AM (IST)

    কুস্তি – কোয়ার্টার ফাইনালে রবি দাহিয়া

    ছেলেদের ৫৭ কেজি বিভাগে কলম্বিয়ান প্রতিপক্ষ অস্কার টিগ্রেরসকে ১৩-২ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠলেন রবি দাহিয়া।

  • 04 Aug 2021 08:20 AM (IST)

    জ্যাভলিন – দুই গ্রুপ মিলিয়েও এক নম্বরে নীরজ

    জ্যাভলিনে গ্রুপ-এ তে ছিলেন ভারতের নীরজ চোপড়া। বি গ্রুপে ছিলেন শিবপাল সিং। দুই গ্রুপ মিলিয়ে সবথেকে বেশি দূরে জ্যাভলিন ছুড়েছেন নীরজ চোপড়া। ফাইনালে ওঠা ১২ জন যোগ্যতা অর্জনকারীর মধ্যে শীর্ষে রয়েছেন নীরজ। প্রথম প্রচেষ্টায় তিনি ছোড়েন ৮৬.৬৫ মিটার।

  • 04 Aug 2021 08:00 AM (IST)

    জ্যাভলিন- ফাইনালে উঠতে ব্যর্থ শিবপাল

    তিন রাউন্ডের শেষে ১২ নম্বরে থেকে শেষ করলেন শিবপাল সিং। নীরজ চোপড়া পারলেও শিবপাল ফাইনালে উঠতে পারলেন না। তাঁর সেরা পারফরম্যান্স ৭৬.৪০ মিটার। যা তিনি ছোড়েন প্রথম থ্রো-তে।

  • 04 Aug 2021 07:52 AM (IST)

    জ্যাভলিন – তৃতীয় প্রচেষ্টায় শিবপাল ছুড়লেন ৭৪.৮১ মিটার

    যোগ্যতা অর্জন পর্বে তিন রাউন্ডের শেষে শিবপাল সিংয়ের সেরা পারফরম্যান্স ৭৬.৪০। যার ফলে তিনি ফাইনালে পৌঁছনোর যোগ্যতা অর্জন করতে পারলেন না।

  • 04 Aug 2021 07:45 AM (IST)

    জ্যাভলিন – দ্বিতীয় রাউন্ডের শেষে ১১ নম্বরে শিবপাল

    দ্বিতীয় প্রচেষ্টায় শিবপাল সিং জ্যাভলিন ছোড়েন ৭৪.৮০ মিটার

  • 04 Aug 2021 07:34 AM (IST)

    জ্যাভলিন – দ্বিতীয় প্রচেষ্টায় শিবপাল ছুড়লেন ৭৪.৮০ মিটার

    নীরজ চোপড়ার মত সরাসরি যোগ্যতা অর্জন করতে পারেননি শিবপাল সিং। দ্বিতীয় প্রচেষ্টায় শিবপাল জ্যাভলিন ছোড়েন ৭৪.৮০ মিটার।

  • 04 Aug 2021 07:29 AM (IST)

    জ্যাভলিন – প্রথম রাউন্ডের শেষে ৯ নম্বরে শিবপাল

    প্রথম প্রচেষ্টায় শিবপাল সিং জ্যাভলিন ছোড়েন ৭৬.৪০ মিটার

  • 04 Aug 2021 07:12 AM (IST)

    জ্যাভলিন – প্রথম প্রচেষ্টায় শিবপাল ছুড়লেন ৭৬.৪০ মিটার

    প্রথম প্রচেষ্টায় টোকিও অলিম্পিকের বি-গ্রুপে থাকা ভারতের জ্যাভলিন থ্রোয়ার শিবপাল সিং ছুড়েছেন ৭৬.৪০ মিটার

  • 04 Aug 2021 07:10 AM (IST)

    জ্যাভলিন – যোগ্যতা অর্জন পর্বে নামলেন শিবপাল সিং

    যোগ্যতা অর্জনের জন্য অ্যাথলিটদের ৮৩.৫ মিটার ছুড়তে হবে। কিংবা যোগ্যতা অর্জনের জন্য দুটি গ্রুপ থেকে প্রথম ১২জনের মধ্যে থাকতে হবে। নীরজ চোপড়ার পর শিবপাল সিং ফাইনালে পৌঁছতে পারবেন কিনা সেদিকেই নজর থাকবে।

  • 04 Aug 2021 06:10 AM (IST)

    জ্যাভলিন – ৭ অগস্ট ফাইনালে নামবেন নীরজ

    যোগ্যতা অর্জন পর্বের গ্রুপ-এ-র এক নম্বরে থেকে সরাসরি ফাইনালে পৌঁছে গিয়েছেন নীরজ চোপড়া। ৭ অগস্ট তিনি নামবেন ফাইনালে। আজ নজর থাকবে ভারতের অপর এক জ্যাভলিন থ্রোয়ার শিবপাল সিংয়ের দিকেও। তিনি রয়েছেন গ্রুপ-বি-তে।

  • 04 Aug 2021 06:05 AM (IST)

    জ্যাভলিন – ফাইনালে নীরজ চোপড়া

    প্রথম চেষ্টায় ৮৬.৬৫ মিটার ছুড়ে সরাসরি ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করলেন নীরজ চোপড়া

Published On - Aug 04,2021 6:02 AM

Follow Us: