Olympics 2020 Highlights, DAY 7: ভারতের দ্বিতীয় পদক নিশ্চিত লভলিনার, সেমিফাইনালে সিন্ধু, হকিতে মনপ্রীতদের জয়

| Edited By: | Updated on: Jul 31, 2021 | 11:52 AM

Tokyo Olympics Live Updates: আজ দিনভর নজর থাকবে কাদের দিকে? প্রতিমুহূর্তের লাইভ আপডেট পেতে নজর রাখুন আমাদের লাইভ আপডেটে।

Olympics 2020 Highlights, DAY 7: ভারতের দ্বিতীয় পদক নিশ্চিত লভলিনার, সেমিফাইনালে সিন্ধু, হকিতে মনপ্রীতদের জয়
ভারতের দ্বিতীয় পদক নিশ্চিত লভলিনার, সেমিফাইনালে সিন্ধু, হকিতে মনপ্রীতদের জয়

আজ ভারতের সামনে বেশ কয়েকটি পদক জয়ের সম্ভাবণা রয়েছে। দীপিকা কুমারি থেকে লভলীনা-আজই নিশ্চিত করে ফেলতে পারেন পদক। পদকের দিকে আরও একধাপ এগিয়ে যাওয়ার সম্ভাবণা রয়েছে পিভি সিন্ধুর। আজ দিনভর নজর থাকবে কাদের দিকে? প্রতিমুহূর্তের লাইভ আপডেট পেতে নজর রাখুন আমাদের লাইভ আপডেটে।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 30 Jul 2021 08:56 PM (IST)

    ইকুয়েস্ট্রিয়ান – প্রথম দিনের শেষে ৭ নম্বরে ফৌয়াদ

    প্রথম দিনের শেষে ভারতের ফৌয়াদ মির্জা রয়েছেন ৭ নম্বরে।

  • 30 Jul 2021 06:09 PM (IST)

    ব্যাডমিন্টন – সেমিফাইনালে কঠিন প্রতিপক্ষের মুখে সিন্ধু

    ৩১ জুলাই ব্যাডমিন্টন সিঙ্গলসে মেয়েদের সেমিফাইনালে চিনের তাই জু ইয়াংয়ের মুখে নামবেন পিভি সিন্ধু।

  • 30 Jul 2021 05:52 PM (IST)

    ৪০০ মিটার মিক্সড রিলের ফাইনালে উঠতে ব্যর্থ ভারত

    ৪০০ মিটার মিক্সড রিলে হিটে ৮ নম্বরে শেষ করলেন ভারতের অ্যালেক্স অ্যান্থনি, সার্থক ভামব্রি, রেবতী বীরামণি ও শুভ বেঙ্কটেশনরা। রেস শেষ করতে মিক্সড রিলে দল সময় নেয় ৩:১৯:৯৩ মিনিট।

  • 30 Jul 2021 04:38 PM (IST)

    হকি - গ্রুপের শেষ ম্যাচে জিতলেন মনপ্রীতরা

    পুরুষদের হকিতে জাপানের বিরুদ্ধে  ৫-৩ ব্যবধানে ম্যাচ জিতল ভারত।  ভারতের হয়ে ৫টি গোল করেন হরমনপ্রীত সিং (১৩'), গুরজন্ত সিং (১৭',৫৭'), শমশের সিং (৩৫') ও নীলকান্ত শর্মা(৫১')।

  • 30 Jul 2021 04:33 PM (IST)

    হকি - জাপানের তৃতীয় গোল

    কাজুমা মুরাতা ৫৯ মিনিটে জাপানের হয়ে তৃতীয় গোলটি করেন।

  • 30 Jul 2021 04:29 PM (IST)

    হকি - গুরজন্তের দ্বিতীয় গোল

    ৫৭ মিনিটে গুরজন্ত সিং স্কোরলাইন ৫-৩ করেন।

  • 30 Jul 2021 04:19 PM (IST)

    হকি - চতুর্থ গোল ভারতের

    ৫১ মিনিটে নীলকান্ত শর্মা ভারতের হয়ে চতুর্থ গোলটি করলেন। ৪-২ ব্যবধানে এগিয়ে ভারত

  • 30 Jul 2021 03:58 PM (IST)

    হকি - ব্যবধান বাড়াল ভারত

    ৩৫ মিনিটে ভারতের হয়ে তৃতীয় গোল করেন শমশের সিং। ৩-২ ব্যবধানে এগিয়ে ভারত।

  • 30 Jul 2021 03:55 PM (IST)

    হকি - সমতা ফেরালো জাপান

    ৩৩ মিনিটে গোল করে কোটা ওয়াটানাবে সমতায় ফেরালেন জাপানকে। স্কোরলাইন এখন ২-২।

  • 30 Jul 2021 03:43 PM (IST)

    হকি - হাফটাইমে স্কোরলাইন ২-১

    হাফটাইমে ২-১ ব্যবধানে এগিয়ে মনপ্রীতরা।

  • 30 Jul 2021 03:34 PM (IST)

    বিদায় জকোভিচ

    গ্লোডেন স্লামের স্বপ্ন ভেঙে গেল নোভাক জকোভিচের। আলেকজান্ডার জেরেভের কাছে ৬-১, ৩-৬, ১-৬ ব্যবধানে হেরে সেমিফাইনাল থেকে বিদায় নিলেন জোকার

  • 30 Jul 2021 03:29 PM (IST)

    হকি - ১ গোল শোধ করল জাপান

    ১৯ মিনিটে জাপানের হয়ে ব্যাবধান কমান সেরেন তানাকা।

  • 30 Jul 2021 03:26 PM (IST)

    হকি - দ্বিতীয় গোল ভারতের

    ১৭ মিনিটে ভারতরে হয়ে দ্বিতীয় গোল করেন গুরজন্ত সিং। ২-০ গোলে এগিয়ে ভারত

  • 30 Jul 2021 03:19 PM (IST)

    হকি - ১-০ গোলে এগিয়ে ভারত

    জাপানের বিরুদ্ধে পুরুষদের হকিতে ১-০ গোলে এগিয়ে রয়েছে ভারত। ম্যাচের ১৩ মিনিটে পেনাল্টি কর্ণার থেকে প্রথম গোলটি করেন হরমনপ্রীত সিং।

  • 30 Jul 2021 02:52 PM (IST)

    সেমিফাইনালে সিন্ধু

    জাপানের ইয়ামাগুচিকে ২১-১৩, ২২-২০ ফলে হারিয়ে সেমিফাইনালে পিভি সিন্ধু। পদকের থেকে আর ১ ধাপ দূরে সিন্ধু

  • 30 Jul 2021 02:30 PM (IST)

    সেলিং - ১০ নম্বর লেজার রেসের শেষে বিষ্ণু সর্বাননের ফলাফল

    ছেলেদের ডিঙ্গি লেজার রেসের ১০ নম্বর রেসের শেষে ভারতের বিষ্ণু সর্বানন রয়েছেন সার্বিকভাবে ২০ নম্বরে। উল্লেখ্য, ৯ নম্বর লেজার রেসে বিষ্ণু শেষ করেন ৩ নম্বরে থেকে। কোনও ভারতীয় সেলার হিসেবে বিষ্ণুর ফলাফল সব থেকে সেরা। ১০ নম্বর রেস বিষ্ণু শেষ করেন ১৫ নম্বরে থেকে।

  • 30 Jul 2021 02:19 PM (IST)

    প্রথম সেট জিতলেন সিন্ধু

    কোয়ার্টার ফাইনালের প্রথম রাউন্ডে ২১-১৩ ফলে জিতলেন সিন্ধু। প্রতিপক্ষে জাপানের ইয়মাগুচি। মাত্র ২৩ মিনিটে লড়াই জিতলেন সিন্ধু

  • 30 Jul 2021 11:43 AM (IST)

    দীপিকা বিদায়

    মহিলাদের তিরন্্দাজিতে দঃ কোরিয়ার কাছে কোয়ার্টার ফাইনালে ৬-০ ফলে হেরে অলিম্পিক থেকে বিদায় দীপিকা কুমারির

  • 30 Jul 2021 10:54 AM (IST)

    জিতল ভারত

    মহিলা হকিতে আয়ারল্যান্ডকে ১-০ গোলে হারাল ভারত। একমাত্র গোলদাতা নভনীত কৌর

  • 30 Jul 2021 10:45 AM (IST)

    এগিয়ে গেল ভারত

    মহিলা হকিতে নভনীত কৌরের গোলে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ১-০ গোলে এগিয়ে ভারত

  • 30 Jul 2021 10:42 AM (IST)

    তিনটি কোয়ার্টার গোলশূন্য়

    মহিলাদের হকিতে ভারত বনাম আয়ারল্যান্ড ম্যাচে প্রথম তিনটি কোয়ার্টার গোলশূন্য। চতুর্থ কোয়ার্টারের ম্যাচ শুরু

  • 30 Jul 2021 09:56 AM (IST)

    লাভলীনাকে শুভেচ্ছা বিজেন্দরের

    লাভলীনার পদক নিশ্চিতের পর আরও এক অলিম্পিক পদকজয়ী বিজেন্দর সিংয়ের শুভেচ্ছা

  • 30 Jul 2021 09:55 AM (IST)

    মহিলা হকিতে প্রথম রাউন্ড গোলশূন্য

    ভারত বনাম আয়ারল্যান্ডের প্রথম কোয়ার্টার গোলশূন্য। দ্বিতীয় কোয়ার্টারের খেলা শুরু

  • 30 Jul 2021 09:21 AM (IST)

    ৭ নম্বরে দ্যুতি

    মহিলাদের ১০০মিটার রাউন্ড ১য়ের হিট ৫য়ে ৭ নম্বরে শেষ করলেন ভারতের দ্যুতি চাঁদ। সেমিফাইনালের যোগ্যতা অর্জনে ব্যর্থ

  • 30 Jul 2021 09:16 AM (IST)

    মেরির পর লাভলীনা

    ভারতের দ্বিতীয় মহিলা বক্সার হিসেবে পদক লাভলীনার। ব্রোঞ্জ নিশ্চিত। পদকের রং কি বদলাবে?

  • 30 Jul 2021 09:07 AM (IST)

    ভারতের দ্বিতীয় পদক নিশ্চিত

    মহিলাদের ওয়ল্টারওয়েট বক্সিংয়ের কোয়ার্টার ফাইনালে ৪-১ ফলে জিতলেন লভলীনা। সেমিফাইনালে ওঠার সঙ্গে স ঙ্গে ভারতের দ্বিতীয় পদক নিশ্চিত

  • 30 Jul 2021 09:01 AM (IST)

    দ্বিতীয় রাউন্ডেও এগিয়ে লভলীনা

    দ্বিতীয় রাউন্ড শেষে ৬ পয়েন্টে এগিয়ে লভলীনা

  • 30 Jul 2021 08:59 AM (IST)

    এগিয়ে লভলীনা

    মহিলাদের ওয়েল্টার বক্সিংয়ের কোয়ার্টার ফাইনালে প্রথম রাউন্ডে এগিয়ে লভলীনা। ১ পয়েন্টে এগিয়ে লভলীনা

  • 30 Jul 2021 08:48 AM (IST)

    পঞ্চম স্থানে এমপি জাবির

    পুরুষদের ৪০০ মিটার হার্ডলসের প্রথম রাউন্ডের হিট ৫য়ে পাঁচ নম্বরে শেষ করলেন এমপি জাবির। সময় নিয়েছে ৫০.৭৭ সেকেন্ড।

  • 30 Jul 2021 08:36 AM (IST)

    প্রি কোয়ার্টার ফাইনালে হার সিমরনজিতের

    মহিলাদের লাইটওয়েট বক্সিংয়ে প্রি কোয়ার্টার ফাইনালে হার সিমরনজিত কৌরের। ইন্দোনেশিয়ার বক্সার সিসোন্দের কাছে ৫-০ ফলে হার সিমরনজিত।

  • 30 Jul 2021 08:28 AM (IST)

    দুই রাউন্ডে পিছিয়ে সিমরনজিত

    মহিলাদের লাইটওয়েট বক্সিংয়ে প্রিকোয়ার্টার ফাইনালে  প্রথম  দুই রাউন্ডে পিছিয়ে রয়েছেন সিমরনজিত কৌর।

  • 30 Jul 2021 08:09 AM (IST)

    হতাশ করলেন মনু ও রাহি

    মহিলাদের ২৫ মিটার পিস্তলে ফাইনাল রাউন্ডে যেতে ব্যর্থ ভারতের দুই মহিলা শ্যুটার মনু ভাকর ও রাহি স্বর্নবত। কোয়ালিফাইং রাউন্ডে ১৫ নম্বরে শেষ করলেন মনু। ৩২ নম্বরে রাহি

  • 30 Jul 2021 07:25 AM (IST)

    জাতীয় রেকর্ড গড়েও সাত নম্বরে অবিনাশ

    পুরুষদের ৩০০০ মিটার স্টিপলচেজে জাতীয় রেকর্ড গড়লেন ভারতের অবিনাশ সাবেল। হিট নম্বর ২ য়ে  ৮ দশমিক১৮ দশমিক ১২ মিনিটে দৌড় শেষ করেন আবেশ। এটি জাতীয় রেকর্ড। তবে শেষ করলেন ৭ নম্বরে

  • 30 Jul 2021 07:12 AM (IST)

    কোয়ার্টার ফাইনালে দীপিকা কুমারি

    তিরন্দাজিতে  মহিলাদের প্রি কোয়ার্টার ফাইনালে রুশ অলিম্পিক কমিটির পেরোভাকে ৬-৫ ফলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে দীপিকা কুমারি। এবার ভারতের প্রতিপক্ষ কোরিয়ার আন সান।

Published On - Jul 30,2021 7:02 AM

Follow Us: