Olympics 2020 Highlights,DAY 8: বিদায় সিন্ধু-অতনুর, ফাইনালে কমলপ্রীত, কোয়ার্টার ফাইনালে রানিরা

| Edited By: | Updated on: Jul 31, 2021 | 8:26 PM

Tokyo Olympics Live Updates: প্রথম মহিলা হিসেবে অলিম্পিক হকিতে হ্যাটট্রিক করলেন বন্দনা কাটারিয়া

Olympics 2020 Highlights,DAY 8: বিদায় সিন্ধু-অতনুর, ফাইনালে কমলপ্রীত, কোয়ার্টার ফাইনালে রানিরা
বিদায় সিন্ধু-অতনুর, ফাইনালে কমলপ্রীত, কোয়ার্টার ফাইনালে রানিরা

এদিন সকালে শুরুতেই বাংলার খেলার পক্ষে খারাপ খবর। অলিম্পিকে তিনজন বাঙালির মধ্যে বাকি ২ জন বিদায় নিয়েছেন আগেই। ভরসা ছিলেন অতনু। শনিবার সকালেই বিদায় নেন তিনি। তবে এদিন সবার নজর ছিল একজনের দিকেই। পিভি সিন্ধু। আজ জিতলেই সেমিফাইনাল নিশ্চিত ছিল। কিন্তু তা হল না। ১ অগস্ট ব্রোঞ্জ পদকের ম্যাচে নামবেন হায়দরাবাদী শাটলার।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 31 Jul 2021 07:10 PM (IST)

    হকি – কোয়ার্টার ফাইনালে রানিরা

    আয়ার্ল্যান্ড বনাম গ্রেট ব্রিটেনের ম্যাচে আয়ার্ল্যান্ড হারার পর কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল ভারতীয় মহিলা হকি দল। সেখানে তাঁদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।

  • 31 Jul 2021 04:40 PM (IST)

    ব্যাডমিন্টন – সোনার দৌড় থেকে বিদায় সিন্ধু

    ব্যাডমিন্টনে মেয়েদের সিঙ্গলসের সেমিফাইনালে তাই জু ইয়ংয়ের কাছে ১৮-২১, ১১-২১ ব্যবধানে হেরে গেলেন ভারতীয় তারকা শাটলার পিভি সিন্ধু।

  • 31 Jul 2021 12:04 PM (IST)

    শ্যুটিংয়ে ফের হতাশা

    মহিলাদের শ্যুটিংয়ে ৫০ মিটার ৩ পজিশনে ফাইনালে যেতে ব্যর্থ দুই ভারতীয় শ্যুটার অঞ্জুম মৌদগিল ও তেজস্বিনী সাওয়ান্ত। ১৫ নম্বরে শেষ করলেন অঞ্জুম। ৩৩ নম্বরে তেজস্বিনী

  • 31 Jul 2021 10:44 AM (IST)

    হ্যাটট্রিক বন্দনার

    মহিলাদের হকিতে ৪টি গোলের মধ্যে তিনটি গোলই বন্দনা কাতারিয়ার। অন্য গোলটি নেহার। কোয়ার্টার ফাইনাল প্রায় নিশ্চিত ভারতের

  • 31 Jul 2021 10:42 AM (IST)

    মহিলা হকিতে রূদ্ধশ্বাস জয়

    দক্ষিণ আফ্রিকাকে ৪-৩ গোলে হারাল ভারত

  • 31 Jul 2021 08:31 AM (IST)

    সোমবার কি আরও এদক?

    ২রা আগস্ট মহিলাদের ডিসকাস থ্রোয়ের ফাইনালে নামবেন কমলপ্রীত কৌর

  • 31 Jul 2021 08:16 AM (IST)

    ফাইনালে কমলপ্রীত, ছিটকে গেলেন সীমা

    মহিলাদের ডিসকাস থ্রোয়ে ৬৪ পয়েন্ট স্কোর করে ফাইনালে কমলপ্রীত কৌর। ৬ নম্বরে থেকে বিদায় সীমা পুনিয়ার

  • 31 Jul 2021 08:05 AM (IST)

    বিদায় পাঙ্ঘাল

    পদকের জোরালো সম্ভাবণা ছিলেন অমিত পাঙ্ঘাল।পুরুষদের ফ্লাইওয়েটে ১ নম্বর অমিত পাঙ্ঘাল প্রিকোয়ার্টার ফাইনালেই হেরে গেলেন। কলম্বিয়ার প্রতিপক্ষের কাছে ১-৪ ফলে হেরে বিদায় পাঙ্ঘালের।

  • 31 Jul 2021 07:58 AM (IST)

    অতনু বিদায়

    জাপানের প্রতিপক্ষের কাছে ৪-৬ ফলে হেরে প্রি কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় বাংলার তীরন্দাজ অতনু দাসের

Published On - Jul 31,2021 7:58 AM

Follow Us: