Paris Olympics 2024: ভ্যানিশ হয়ে যাচ্ছে পদকের রং! অ্যাথলিটের ভিডিয়োতে মাথায় হাত অলিম্পিক কমিটির…
Watch Video: একবার ভাবুন কোনও অ্যাথলিটের স্বপ্নের অলিম্পিক (Olympics) পদকের রং যদি হঠাৎ করেই বদলে যায়? তা হলে তো শোরগোল হওয়ারই কথা। হচ্ছেও তাই। মাত্র ১০ দিনের মধ্যে ভ্যানিশের পথে অলিম্পিক পদকের রং।
কলকাতা: অলিম্পিকে পদক প্রাপ্তি… যে কোনও অ্যাথলিট সেই স্বপ্ন দেখেন। একবার অলিম্পিকে পদক পেলে, তা যে কোনও অ্যাথলিটের কাছে হয় বেশ গর্বের। অনেক কষ্টে অ্যাথলিটরা গ্রেটেস্ট শো অন দ্য আর্থ থেকে পদক জেতেন। একবার ভাবুন সেই স্বপ্নের অলিম্পিক (Olympics) পদকের রং যদি হঠাৎ করেই বদলে যায়? তা হলে তো শোরগোল হওয়ারই কথা। হচ্ছেও তাই। মাত্র ১০ দিনের মধ্যে ভ্যানিশের পথে অলিম্পিক পদকের রং। এমন অভিযোগ তুলেছেন মার্কিন স্কেটবোর্ডার নিজা হিউস্টন। প্যারিস অলিম্পিকে (Paris Olympics 2024) তিনি ব্রোঞ্জ পদক পেয়েছেন। ইন্সটাগ্রাম স্টোরিতে তিনি এক ভিডিয়ো শেয়ার করে জানিয়েছেন, তাঁর অলিম্পিক পদকের অবস্থা খারাপ হয়ে গিয়েছে। বিষয়টি প্যারিস গেমসের আয়োজকদের কানে উঠেছে।
বলাই যায় মার্কিন অ্যাথলিটের পদক নিয়ে অভিযোগের ভিডিয়োতে মাথায় হাত পড়েছে অলিম্পিক কমিটির। আমেরিকার স্কেটবোর্ডার নিজা হিউস্টন ২৯ জুলাই ব্রোঞ্জ পদক পেয়েছিলেন। এক ভিডিয়ো বার্তায় তিনি জানিয়েছেন, ১০ দিন পর সেই পদকের অবস্থা খুব খারাপ। রং যেন এক্কেবারে চটে গিয়েছে।
প্যারিসে ব্রোঞ্জ পদক পাওয়া নিজা হিউস্টনকে ভিডিয়োতে বলতে শোনা যায়, ‘অলিম্পিক পদক একেবারে নতুন দেখতে লাগে ঠিকই। কিন্তু কয়েকদিন ধরে তা আমার শরীরে থাকায়, অল্পবিস্তর ঘামের সংস্পর্শে আশায় এবং সপ্তাহের শেষে আমার বন্ধুরা সেটি পরার পর যেন একেবারে বদলে গিয়েছে। অলিম্পিকের পদক যতটা উচ্চমানের মনে হয়, ততটা নয়। দেখতে পারে একবার কেমন খসখসে হয়ে গিয়েছে। পদকের সামনের দিকের অবস্থাও খারাপ। আমার মনে হয় অলিম্পিক পদকের মান আর একটু ভালো করা প্রয়োজন।’
How Olympic medals look after one week
📹 Nyjah Huston pic.twitter.com/mTMxb9AI77
— Science girl (@gunsnrosesgirl3) August 10, 2024
টাইম ডট কমের রিপোর্ট অনুযায়ী, প্যারিস অলিম্পিকের এক মুখপাত্র ইমেলে লিখেছেন, ‘এক অ্যাথলিটের পদকের অবস্থা কয়েকদিনের মধ্যে খারাপ হয়েছে। সোশ্যাল মিডিয়ায় যে রিপোর্ট ছড়িয়ে পড়েছে তা জানে প্যারিস ২০২৪। Monnaie de Paris প্রতিষ্ঠান এর সঙ্গে প্যারিস অলিম্পিক আয়োজকদের এই বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে। পদক তৈরি ও তার মান নিয়ন্ত্রণ করার দায়িত্ব যে প্রতিষ্ঠানের তাদের সঙ্গেও কথা বলছে প্যারিস গেমসের আয়োজকরা। অলিম্পিক কমিটি পদকের মান মূল্যায়ন করার এবং ক্ষতির কারণ বোঝার চেষ্টা করছে। অলিম্পিক পদক অত্যন্ত আকর্ষণীয় বস্তু। ক্রীড়াবিদদের কাছে তা মূল্যবানও। খারাপ হয়ে যাওয়া পদকগুলি প্রক্রিয়া মেনে মোনাই ডি প্যারিস দ্বারা প্রতিস্থাপিত করা হবে।’
degraded quality of Paris Olympics bronze medal after a week.
Nyjah Huston, member of the USA skateboard team, raised concerns over the quality of the Olympic medals: “these Olympic medals look good when they’re brand new, but after letting it sit on my skin with some sweat for… pic.twitter.com/7tDD9ZNhEL
— SAINT (@saint) August 9, 2024