ভারতে হাজির কেটিএম-এর নতুন ‘ডিউক’ বাইক, দাম থেকে ফিচার জেনে নিন সবিস্তারে
বাইকপ্রেমীদের যেন একঝলকেই এই বাইক পছন্দ হয় সে জন্যে একাধিক নতুন ফিচার যুক্ত হয়েছে কেটিএম-এর ডিউক সিরিজের এই নতুন মডেলে।
ভারতের বাইক প্রেমীদের জন্য নতুন বাইক লঞ্চ করল কেটিএম। অস্ট্রিয়ার এই সংস্থা গতকাল সোমবার ‘ডিউক’ সিরিজের নতুন একটি বাইক লঞ্চ করেছে। ২০২১ কেটিএম ১২৫ ডিউক বাইকটির এক্স-শোরুম দাম ১.৫০ লক্ষ টাকা। ভারতের সব প্রান্তের কেটিএম ডিলারদের কাছে এখন পাওয়া যাচ্ছে এই বাইক। ২০১২ সালে প্রথম ভারতীয় বাইকের বাজারে পা রাখে কেটিএম। ২০১৮ সালে প্রথম ১২৫ ডিউক সিরিজের মডেল লঞ্চ করেছিল এই সংস্থা। আত্মপ্রকাশের পর থেকে ক্রমাগত চাহিদা এবং জনপ্রিয়তা বেড়েছে কেটিএম-এর বাইকের।
অস্ট্রিয়ার এই টু-হুইলার সংস্থার তরফে জানানো হয়েছে যে কেটিএম-এর ডিউক সিরিজের আগের বাইকগুলোর তুলনায় এই বাইকের দাম কিছুটা বেশি। তবে এতে রয়েছে অত্যাধুনিক সব ফিচার। নির্মাতাদের অনুমান, অল্প দিনের মধ্যেই বাজার দখল করবে ২০২১ কেটিএম ১২৫ ডিউক বাইকটি। তারপর থাকবে সেরার আসনে। বাইকপ্রেমীদের যেন একঝলকেই এই বাইক পছন্দ হয় সে জন্যে একাধিক নতুন ফিচার যুক্ত হয়েছে কেটিএম-এর ডিউক সিরিজের এই নতুন মডেলে।
আরও পড়ুন: হিরো পরিবারে এল নতুন সদস্য, দাম সাধ্যের মধ্যেই
কী কী বৈশিষ্ট্য রয়েছে এই বাইকে-
১। নতুন ২০২১ কেটিএম ১২৫ ডিউক বাইকে রয়েছে অতি শক্তিশালী। আগের বাইকগুলির তুলনায় এই বাইকের ইঞ্জিন আরও ভাল।
২। বদল এসেছে বাইকের ডিজাইনেও। কেটিএম ১২৯০ সুপার ডিউক আর-এর দুরন্ত পারফম্যান্সের পর অনেকটা সেই ধাঁচেই তৈরি করা হয়েছে ডিউক সিরিজের নতুন বাইক।
৩। ঝকঝকে বডি ডিজাইন, শার্প এবং অ্যাগ্রেসিভ এই বাইক তরুণ প্রজন্মের কাছে হট ফেভারিত হতে চলেছে বলেই মত বিশেষজ্ঞদের।
৪। এই বাইকের ফুয়েল ট্যাঙ্ক বেশ বড়। ১৩.৫ লিটার জ্বালানি সংগ্রহ করা যাবে এই বাইকের ফুয়েল ট্যাঙ্কে। লং জার্নির ক্ষেত্রে এই বাইক এবং তার বড় ফুয়েল ট্যাঙ্ক নিঃসন্দেহে কাজে লাগবে।
৫। নতুন ২০২১ কেটিএম ১২৫ ডিউকের শক্তিশালী ইঞ্জিন ৯২৫০ আরপিএম-এ ১৪.৫ পিএস শক্তি এবং ৮ হাজার আরপিএম-এ সর্বোচ্চ ১২ এনএম টার্ক উৎপাদন করে।
৬। এই বাইকে ব্যবহার করা হয়েছে ১২৫ সিসি লিকুইড-কুলড ফুয়েল ইনজেক্টেড ইঞ্জিন। যেটি একদিকে যেমন মুহূর্তে শক্তি উৎপাদনে সক্ষম, তেমনই দ্রুত রেসপন্স করে।
৭। দুটি আকর্ষণীয় রঙে ভারতে বাজারে এসেছে ২০২১ কেটিএম ১২৫ ডিউকের নতুন মডেল। ইলেকট্রনিক অরেঞ্জ এবং সেরামিক হোয়াইট, এই দুই রঙে পাওয়া যাবে বাইক।