99 টাকার Airtel প্ল্যানে এখন 30GB-র পরিবর্তে 40GB হাই-স্পিড ডেটা

Airtel 99 টাকার ডেটা প্যাকে আপনি এখন দুই দিনের ভ্যালিডিটি পেয়ে যাবেন এক দিনের পরিবর্তে। আর এই দুই দিনের প্রতিটি দিনই আপনি পেয়ে যাবেন 2GB করে হাই-স্পিড ডেটা। এর অর্থ হল, 99 টাকার ডেটা প্ল্যানে এয়ারটেল ব্যবহারকারীরা 20GB করে মোট 40GB হাই-স্পিড ডেটা ব্যবহার করতে পারবেন।

99 টাকার Airtel প্ল্যানে এখন 30GB-র পরিবর্তে 40GB হাই-স্পিড ডেটা
এয়ারটেলের সস্তার ডেটা প্যাকে বড় পরিবর্তন।
Follow Us:
| Edited By: | Updated on: Sep 24, 2023 | 12:41 PM

Airtel 99 Pack Revised: গত অগস্টে Airtel তাদের 99 টাকার আনলিমিটেড ডেটা প্যাকটি লঞ্চ করেছিল। এবার সেই প্ল্যান সামান্য বদলে দিল টেলিকম সংস্থাটি। প্রতিযোগিতার বাজারে ইউজ়ার প্রতি গড় আয় বাড়াতে প্রায়শই বিভিন্ন প্ল্যানের অফারে কাটছাঁট করে থাকে এয়ারটেল। এবার 99 টাকার ডেটা প্যাকের বেনিফিটস বেশ কিছু পরিবর্তন করল বেসরকারি টেলকোটি।

Airtel ডেটা প্যাক

এয়ারটেলের ঝুলিতে রয়েছে বেশ কিছু ডেটা প্যাক। গ্রাহকের চাহিদা অনুযায়ী, বিভিন্ন অফারের ফিরিস্তিতে সাজানো হয় ডেটা প্যাকগুলি। একটা সাধারণ প্ল্যানে যখন ডেইলি ডেটার কোটা ফুরিয়ে যায়, তখন ব্যাপক ভাবে কাজে আসে এই প্ল্যানগুলি। গ্রাহকদের এই অসুবিধার কথা মাথায় রেখেই 99 টাকার প্ল্যানটি নিয়ে এসেছিল Airtel। সেই ডেটা প্যাকের অফার এবার আরও একটু বাড়িয়ে দিল সংস্থাটি।

Airtel 99 টাকার ডেটা প্যাক: আগে কী অফার করা হত

এয়ারটেলের 99 টাকার ডেটা প্যাকে কাস্টমারদের একদিনের ভ্যালিডিটি অফার করা হয়। আনলিমিটেড ডেটা অফার করা হয়, যাতে থাকে 30GB ফেয়ার ইউসেজ পলিসি। অর্থাৎ এক দিনে আপনি 30GB ইন্টারনেট ব্যবহার করতে পারেন। আর সেই পরিমাণ হাই-স্পিড ডেটা শেষ হয়ে গেলে ডেটা স্পিড নেমে যাবে 64Kbps-এ। এই সবই অফার আগে মিলত, তাহলে এখন কী পাওয়া যাবে?

Airtel 99 টাকার ডেটা প্যাক: এখন কী অফার পাওয়া যাবে

প্ল্যানের ভ্যালিডিটি এবং সেই সঙ্গে ডেটার অফারও বাড়িয়ে দিল Airtel। 99 টাকার ডেটা প্যাকে আপনি এখন দুই দিনের ভ্যালিডিটি পেয়ে যাবেন এক দিনের পরিবর্তে। আর এই দুই দিনের প্রতিটি দিনই আপনি পেয়ে যাবেন 2GB করে হাই-স্পিড ডেটা। এর অর্থ হল, 99 টাকার ডেটা প্ল্যানে এয়ারটেল ব্যবহারকারীরা 20GB করে মোট 40GB হাই-স্পিড ডেটা ব্যবহার করতে পারবেন।

বুঝতে পারছেন তো, প্রতিযোগিতার বাজারে টেলিকম সংস্থাগুলিকে কী অফার করতে হয়। একেতেই প্ল্যানের খরচ কম। তার উপরে আবার তার ভ্যালিডিটি আরও 1 দিন বাড়িয়ে ডেটার অফারও 10GB বাড়াতে হল। তবে, এক্ষেত্রে মনে রাখতে হবে যে, এই প্ল্যানের সুবিধা আপনি তখনই পাবেন, যখন আপনার মোবাইল নম্বরে আর একটি সক্রিয় রিচার্জ প্ল্যান থাকবে।