লঞ্চ হল আসুসের অত্যাধুনিক গেমিং মোবাইল, দাম শুনে চমকে উঠছেন গেমাররা

কবে কীভাবে এই ফোন কেনা যাবে সেই ব্যাপারে এখনও বিশেষ কোনও তথ্য জানা যায়নি।

লঞ্চ হল আসুসের অত্যাধুনিক গেমিং মোবাইল, দাম শুনে চমকে উঠছেন গেমাররা
রেগুলার ROG Phone 5, ROG Phone 5 প্রো এবং ROG Phone 5 আল্টিমেট (লিমিটেড)--- এই তিনটি মডেল লঞ্চ হয়েছে।
Follow Us:
| Updated on: Mar 10, 2021 | 7:54 PM

লঞ্চ হওয়ার আগে থেকেই শোরগোল শুরু হয়েছিল আসুসের নতুন গেমিং মোবাইল নিয়ে। লঞ্চের পর ফোনের দাম শুনে চমকে উঠেছেন আমজনতা। তবুও নজর কেড়েছে ফোনের অত্যাধুনিক ফিচার। বিশেষজ্ঞরাও বলছেন, এই গেমিং মোবাইল গেমারদের নিঃসন্দেহে পছন্দ হবে।

আসুস ROG Phone 5- এর তিনটি মডেল লঞ্চ হয়েছে বুধবার। রেগুলার ROG Phone 5, ROG Phone 5 প্রো এবং ROG Phone 5 আল্টিমেট (লিমিটেড)— এই তিনটি মডেলেই রয়েছে AMOLED ডিসপ্লে, রিফ্রেশ রেট 144Hz। এই ফোনে রয়েছে Qualcomm Snapdragon 888 প্রসেসর। রেগুলার মডেল পাওয়া যাবে ৮ জিবি এবং ১২ জিবি র‍্যামের সঙ্গে। আর প্রো মডেলে থাকবে ১৬ জিবি র‍্যামের সুবিধা। আল্টিমেট মডেলে থাকছে ১৮ জিবি র‍্যাম।

কোন মডেলের দাম কত?

সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরেই রয়েছে আসুস ROG Phone 5- এর তিনটি মডেল। আসুস ROG Phone 5 রেগুলার মডেলের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৪৯,৯৯৯ টাকা। ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৫৭,৯৯৯ টাকা। আসুস ROG Phone 5 প্রো মডেলের ১৬ জিবি র‍্যাম ও ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৬৯,৯৯৯ টাকা। আসুস ROG Phone 5 আল্টিমেট মডেলের ১৮ জিবি র‍্যাম ও ৫১২ জিবি স্টোরেজ কম্বিনেশনের দাম ৭৯,৯৯৯ টাকা।

আসুস ROG Phone 5- এর ফ্যান্টম ব্ল্যাক এবং স্টর্ম হোয়াইট— এই দু’টি রঙে পাওয়া যাবে এই ফোন। সেই সঙ্গে থাকবে গ্লসি ফিনিশ। প্রো মডেল পাওয়া যাবে ফ্যান্টম ব্ল্যাক শেডে। আল্টিমেট মডেল পাওয়া যাবে স্টর্ম হোয়াইট ম্যাটে ফিনিশ রঙে। তবে কবে কীভাবে এই ফোন কেনা যাবে সেই ব্যাপারে এখনও বিশেষ কোনও তথ্য জানা যায়নি।