New Car Launch: বাজারে নতুন এসইউভি; অ্যাস্টন মার্টিন ডিবিএক্স ৭০৭, জেনে নিন দাম…
Aston Martin DBX 707: গত বছরই ভারতে লঞ্চ করেছিল ডিবিএক্স এসইউভিটি। এই গাড়ি সেটিরই নয়া ভার্সান।
চকচকে নতুন এসইউভি কিনতে চাইছেন। তা হলে আপনার জন্য ভারতে লঞ্চ করেছে একটি নতুন গাড়ি। অ্যাস্টন মার্টিন ডিবিএক্স ৭০৭। শক্তিশালী মোটর সমেত ড্রাইভিংয়ের নয়া আনন্দ উপভোগ করতে কিনতেই পারেন এই গাড়ি। তবে এর জন্য বিস্তর রেস্ত প্রয়োজন। গত বছরই ভারতে লঞ্চ করেছিল ডিবিএক্স এসইউভিটি। এই গাড়ি সেটিরই নয়া ভার্সান।
গাড়ির খোঁজ খবর রাখেন যাঁরা, তাঁরা জানেন অ্যাস্টন মার্টিন একটি ব্রিটিশ গাড়ি। এর মূল্য কোটিতে। কত বলুন তো? ৪ কোটি, ৬৩ লাখ টাকা। গাড়ি বিশেষজ্ঞরা একে বিলাশবহুল গাড়ির তকমা দিয়েছেন। বলেছেন, এই গাড়িতে রয়েছে অতি উন্নতমানের প্রযুক্তি। গাড়িতে রয়েছে মার্সিডিজ়-এএমজি সোর্সড ৭০৭বিএইচপি ভি৮ ইঞ্জিন।
View this post on Instagram
সাধারণ ডিবিএক্সের তুলনায়, অ্যাস্টন মার্টিন ডিবিএক্স ৭০৭ ইঞ্জিন বে-তে বেশি মাত্রায় এয়ারফ্লো করতে পারে। এলইডি আলো, ফ্রন্ট বাম্পারওয়ালা গাড়িতে রয়েছে একই রুফ স্পয়েলার। রয়েছে নয়া কোয়াড-এগজ়স্ট সিস্টেম এবং বড়সড় ডিফিউজ়ার।
আরও সহজভাবে গাড়ি চালাতে চাইলে, এই গাড়ি আপনার জন্য। গাড়ির মধ্য়েই বসানো রয়েছে নতুন কিছু শর্টকাট বোতাম। এই গাড়ির সবচেয়ে বড় সুবিধার বিষয় হল, এতে উঠলে মানে হবে আকাশে উড়ছেন। এতটাই আরাম।
View this post on Instagram
অ্যাস্টন মার্টিন বিডিএক্স ৭০৭ গাড়িটি প্রতিযোগিতা করবে ল্যাম্বর্গিনি উরুস, পোর্সে কেইন টার্বো জিটি, বেন্টলে বেন্টায়গারের সঙ্গে। বিশালবহুল এসইউভির তালিকায় রাখা হয়েছে এই গাড়িকে।