ভারতে লঞ্চ হয়েছে ebikeGo Rugged ইলেকট্রিক স্কুটার, দাম কত?
কানাডার সংস্থা Boom Motors সঙ্গে সংযুক্ত হয়ে তামিলনাড়ুর কোয়াম্বাটোরে Rugged ইলেকট্রিক স্কুটারের উৎপাদন করেছে মুম্বইয়ের স্টার্ট আপ ebikeGo।
ওলা এবং সিম্পল ওয়ান, এই দুই ইলেকট্রিক স্কুটারের পর একই মাসে ভারতে লঞ্চ হয়েছে নতুন আর একটি ই-স্কুটার। এ বার ইলেকট্রিক স্কুটার লঞ্চ করেছে মুম্বইয়ের ইলেকট্রিক ভেহিকেল নির্মাণকারী স্টার্ট আপ সংস্থা eBikeGo। ২৫ অগস্ট ভারতে লঞ্চ হয়েছে ebikeGo Rugged ইলেকট্রিক স্কুটার। মোট দুটো ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে এই ই-স্কুটার। Rugged G1 মডেলের দাম ৭৯,৯৯৯ টাকা। অন্যদিকে, Rugged G1+ মডেলের দাম ৯৯,৯৯৯ টাকা। নভেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে Rugged ইলেকট্রিক শুটারের ডেলিভারি দেওয়া শুরু করবে ebikeGo সংস্থা। এই ই-স্কুটারের ক্ষেত্রে অনেক সরকারি রাজ্যের সাবসিডি লাঘু হবে। এছাড়াও এই ইলেকট্রিক স্কুটারের ক্ষেত্রে রোড-ফি দিতে হবে না।
ebikeGo Rugged ইলেকট্রিক স্কুটারে রয়েছে একটি ৩kW- এর মোটর। এই ইঞ্জিনের সর্বোচ্চ গতিবেগ ৭০ কিলোমিটার। এই ই-স্কুটারে রয়েছে ডুয়াল ২kWh ব্যাটারি প্যাক। শূন্য থেকে পুরো চার্জ হতে এই ইলেকট্রিক স্কুটারের ৩.৫ ঘণ্টা সময় লাগে। একবার চার্জ দিলে এই Rugged ইলেকট্রিক স্কুটার ১৬০ কিলোমিটার পর্যন্ত সফর করতে পারবে বলে দাবি করেছে মুম্বইয়ের সংস্থা ebikeGo। cradle chassis এবং স্টিল ফ্রেমের উপর ভিত্তি করে এই ইলেকট্রিক স্কুটার তৈরি হয়েছে। এই ই-স্কুটারে রয়েছে প্রায় ৩০ লিটারের স্টোরেজ ক্ষমতা। এছাড়াও ebikeGo Rugged ইলেকট্রিক স্কুটারে রয়েছে ১২ বিল্ট-ইন স্মার্ট সেনসর। এই প্রসঙ্গে উল্লেখ্য, ebikeGo Rugged ই-স্কুটারের নিজস্ব অ্যাপ রয়েছে। সেখানে এইসব স্মার্ট ফিচার সংযুক্ত থাকবে। যার মাধ্যকে ই-স্কুটার লক কিংবা আনলক করার অ্যাকসেস পাওয়া যাবে। অর্থাৎ এইসব স্মার্ট ফিচারের সাহায্যে অ্যাপের মাধ্যমেই ইউজার ইলেকট্রিক স্কুটার লক বা আনলক করতে পারবেন। এর পাশাপাশি সুরক্ষার খাতিরে ebikeGo Rugged ইলেকট্রিক স্কুটারে রয়েছে অ্যান্টি-থেফট ফিচার। এর সাহায্যে কোনও দুর্ঘটনা ঘটলে বা কোনও ইমার্জেন্সি পরিস্থিতি তৈরি হয়, তাহলে আরোহীর সুরক্ষা বজায় থাকবে।
ভারতেই ebikeGo Rugged ইলেকট্রিক স্কুটারের সমস্ত ডিজাইন করা হয়েছে। তার পাশাপাশি এই ই-স্কুটারের ম্যানুফ্যাকচার এবং প্রোডাকশনও হয়েছে এই দেশেই। ebikeGo সংস্থার দাবি, তাদের Rugged ইলেকট্রিক স্কুটার এ যাবৎ ভারতে যত ই-স্কুটার লঞ্চ হয়েছে তার মধ্যে সবচেয়ে শক্তিশালী এবং মোস্ট ডিউরেবেল অর্থাৎ বেশিদিন চলবে বা স্থায়ী হবে এমন কোয়ালিটি নিয়ে তৈরি হয়েছে। ভারতের যেকোনও ধরনের রাস্তায় চালানোর জন্য আদর্শ এই ইলেকট্রিক স্কুটার, এমনটাই দাবি করেছে নির্মাণ সংস্থা। শুধু তাই নয়, ebikeGo Rugged ইলেকট্রিক স্কুটারে ৭ বছরের ওয়ারেন্টিও রয়েছে (on the chassis)। কানাডার সংস্থা Boom Motors সঙ্গে সংযুক্ত হয়ে তামিলনাড়ুর কোয়াম্বাটোরে Rugged ইলেকট্রিক স্কুটারের উৎপাদন করেছে মুম্বইয়ের স্টার্ট আপ ebikeGo। আপাতত নয়টি শহরে এক্সপিরিয়েন্স সেন্টারের মাধ্যমে ব্যবসা বাড়ানো শুরু করেছে এই সংস্থা। আগামী দিনে দেশের বিভিন্ন শহরে তিন হাজারের বেশি চার্জিং স্টেশন তৈরির পরিকল্পনা রয়েছে ebikeGo কোম্পানির। ভারতের সব শহর থেকেই এই সংস্থা Rugged ইলেকট্রিক স্কুটার অনলাইনে বুক করা যাবে।
আরও পড়ুন- 2021 Triumph Speed Twin: ভারতে আসছে ট্রায়াম্ফ মোটরসাইকেলের নতুন বাইক, কবে লঞ্চ?