এত কম টাকায় 600GB ডেটা! বাজার ধরতে দুর্দান্ত রিচার্জ প্ল্যান আনল BSNL

BSNL Prepaid Plan: BSNL-এর 1,999 টাকার প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলিং, প্রতিদিন 100 SMS এবং 600GB ডেটা দেওয়া হয়। তবে এর আরও একটি নজরে রাখার মতো বিষয় আছে। তা হল 600GB ডেটা খরচ করার পরে গতি 40 Kbps-এ নেমে আসে।

এত কম টাকায় 600GB ডেটা! বাজার ধরতে দুর্দান্ত রিচার্জ প্ল্যান আনল BSNL
Follow Us:
| Edited By: | Updated on: Sep 29, 2023 | 8:00 AM

টেলিকম কোম্পানিগুলি বর্তমানে ‘ইঁদুর দৌড়ে’ ব্য়স্ত। কে কত ভাল ইন্টারনেট পরিষেবা দিতে পারবে, কে কম দামে বেশি সুবিধা দেবে, সেই নিয়ে প্রতিযোগিতা লেগেই আছে। তার উপর যেদিন থেকে 5G ইন্টারনেট ব্যবস্থা চালু হয়েছে, সেদিন থেকেই নতুন অনেক প্ল্যান বাজারে নিয়ে আসতে ব্যস্ত টেলিকম কোম্পানিগুলি। তবে এখনও 5G ইন্টারনেটের তালিকায় নিজের নাম লেখাতে পারেনি ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL)। তবে তাদের এমন কিছু প্ল্যান আছে, যাতে আপনি অনেক কম দামে প্রচুর সুবিধা পাবেন। কোম্পানির এমন একটি প্রিপেইড প্ল্যান রয়েছে, যেখানে কোম্পানি 600GB ডেটা এবং Eros Now এর সুবিধা দেয়। এই প্ল্যানের বৈধতাও অনেক বেশি। কিন্তু দাম অনেক কম। চলুন জেনে নেওয়া যাক এই প্ল্যান সম্পর্কে।

BSNL-এর 1,999 টাকার প্ল্যান:

BSNL-এর 1,999 টাকার প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলিং, প্রতিদিন 100 SMS এবং 600GB ডেটা দেওয়া হয়। তবে এর আরও একটি নজরে রাখার মতো বিষয় আছে। তা হল 600GB ডেটা খরচ করার পরে গতি 40 Kbps-এ নেমে আসে। এই প্ল্যানে ইরোস নাও এন্টারটেইনমেন্ট পরিষেবাও গ্রাহকদের বিনামূল্যে দেওয়া হচ্ছে। কিন্তু, Eros Now এর সুবিধাগুলি আপনি শুধুমাত্র 30 দিনের জন্যই পাবেন। এখানেই শেষ নয়, এই প্ল্যানে প্রথম 30 দিনের জন্য গ্রাহকদের PRBT অপশনও দেওয়া হয়।

BSNL-এর এই 1,999 টাকার প্ল্যানটিতে আপনি 365 দিনের বৈধতা পেয়ে যাবেন। অর্থাৎ এই প্ল্যানে সম্পূর্ণ এক বছরের বৈধতা দেওয়া হয়। এত কম দামে অন্য কোনও এক বছরের প্ল্যান পাবেন না। যদিও তাতে ডেটা অনেক বেশি থাকে। তবে যদি প্রতি মাসে রিচার্জ করার ঝামেলা থেকে মুক্তি পেতে চান, তাহলে এই রিচার্জ প্ল্যানটি আপনার জন্য উপযুক্ত।