Valentine Day Offer: প্রেম দিবসের আগেই বাজারে Oppo Reno 8T 5G ফোন, 25 হাজার টাকা পর্যন্ত ছাড়
Oppo Reno 8T 5G Discount Offer: Oppo সম্প্রতি তার ফ্ল্যাগশিপ Reno 8T 5G সিরিজ লঞ্চ করেছে। 10 ফেব্রুয়ারি দুপুর 12টা থেকে এই দুটি ডিভাইসের বিক্রি শুরু করেছে কোম্পানি। তবে Flipkart-এ Reno 8T 5G অনেক কম দামে কিনতে পারবেন।
Oppo Reno 8T 5G Smartphone: Oppo সম্প্রতি তার ফ্ল্যাগশিপ Reno 8T 5G সিরিজ লঞ্চ করেছে। 10 ফেব্রুয়ারি দুপুর 12টা থেকে এই দুটি ডিভাইসের বিক্রি শুরু করেছে কোম্পানি। তবে Flipkart-এ Reno 8T 5G অনেক কম দামে কিনতে পারবেন। কারণ Flipkart এটি বিশাল ডিসকাউন্ট সহ বিক্রি করছে। তবে আপনি যটি এই নতুন ফ্ল্যাগশিপ ফোনটি কিনতে চান তবে Flipkart-এর এি অফারটি আপনার জন্য় সেরা। এতে বিভিন্ন ব্যাংক অফারও দেওয়া হচ্ছে। তবে চলুন দেখে নেওয়া যাক আপনি এই নতুন ফোনটি Flipkart-এ কীভাবে কম দামে কিনবেন।
Oppo Reno 8T 5G-এ উপলব্ধ অফার:
Oppo Reno8 T 5G-এর 8GB RAM এবং 128GB স্টোরেজ ভেরিয়েন্টটি 29,999 টাকায় লঞ্চ করা হয়েছে। Kotak Bank, HDFC, Yes Bank এবং SBI ক্রেডিট কার্ডের মাধ্যমে Reno 8 T 5G-তে 10% পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে। এতে 6 মাস পর্যন্ত নো-কস্ট ইএমআই রয়েছে। সব থেকে ভাল ব্য়াপার হল, যারা Reno8 T 5G কিনবেন তারা Enco Air3-এ 500 টাকা ছাড় পাবেন। এই অফারটি ICICI ব্যাঙ্ক, SBI কার্ড, Kotak Mahindra Bank, Yes Bank, IDFC First Bank, One Card, AU Small Finance Bank, IndusInd Bank, Bajaj Finserv, ICICI ব্যাঙ্ক, TVS ক্রেডিট, IDFC ফার্স্ট ব্যাঙ্কের মতো ব্যাঙ্ক কার্ড ব্যবহার করে পে করলে ছাড়ের পরিমান আরও বেড়ে যাবে। এছাড়াও এই ফোনে একটি এক্সচেঞ্জ অফারও দেওয়া হচ্ছে। এই অফারে পুরনো ফোনের বিনিময়ে এই ফোনটি কিনলে 25,000 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে। কিন্তু এই এক্সচেঞ্জ বোনাসের পরিমান নির্ভর করবে আপনার ফোনের অবস্থা কেমন আছে তার উপর। ফলে তখন আপনি ফোনটি মাত্র 4,000 টাকায় বাড়ি নিয়ে আসতে পারবেন। এই অফারটি 16 ফেব্রুয়ারি পর্যন্ত পাবেন।
Oppo Reno 8T 5G ফিচার ও স্পেসিফিকেশন:
Reno 8T 5G একটি 6.57-ইঞ্চি কার্ভড OLED ডিসপ্লে রয়েছে। যা 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। ফোনটির ওজন 171 গ্রাম। স্মার্টফোনটি 8GB LPDDR4X RAM এবং 128/256GB UFS 2.2 স্টোরেজ সহ কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 প্রসেসর দ্বারা চালিত।
ক্যামেরার প্রসঙ্গে বললে, ফোনের পিছনে একটি ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে। যার মধ্যে একটি 108MP প্রাথমিক ক্যামেরা। একটি 2MP গভীরতা সেন্সর এবং একটি 2MP মাইক্রোস্কোপ লেন্স রয়েছে। সেলফি এবং ভিডিয়ো কলিংয়ের জন্য এটিতে একটি 32MP সেলফি ক্যামেরা রয়েছে। স্মার্টফোনটিতে একটি 4,800mAh ব্যাটারি রয়েছে যা 67W VOOC চার্জিং সাপোর্ট করে। Reno 8T 5G Android 13 OS সহ ColorOS 13 এ কাজ করে।