Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Tips To Boost 5G Data: 5G-র পরেও ইন্টারনেটে গরুর গাড়ির গতি! যে 6 কাজে আলোর থেকেও জোরে ছুটবে মোবাইল ডেটা

5G Data Boosting Tips: পঞ্চম প্রজন্মের এই মোবাইল নেটওয়ার্ক বা 5G পরিষেবা তার পূর্ববর্তী প্রজন্ম অর্থাৎ 4G LTE-র থেকেও 20-30 গুণ দ্রুত গতির ইন্টারনেট অ্যাক্সেস দিতে পারে। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে, ব্যবহারকারীরা ইন্টারনেটের সেরকম দ্রুত গতি উপভোগ করতে পারছেন না। কী করলে মোবাইল ডেটার গতি বাড়বে, জেনে নিন।

Tips To Boost 5G Data: 5G-র পরেও ইন্টারনেটে গরুর গাড়ির গতি! যে 6 কাজে আলোর থেকেও জোরে ছুটবে মোবাইল ডেটা
মোবাইল ডেটার গতি বাড়ানোর দমদম দাওয়াই!
Follow Us:
| Edited By: | Updated on: May 15, 2023 | 9:45 AM

5G Data Boost: দেশের বেশির ভাগ শহরেই 5G ইন্টারনেট চালু করেছে Reliance Jio ও Airtel। এখন এই 5G-র মাধ্যমে ব্যবহারকারীরা আরও দ্রুত গতির ইন্টারনেট পরিষেবার আশা করছেন। কিন্তু আদৌ কি তা পাচ্ছেন? পঞ্চম প্রজন্মের এই মোবাইল নেটওয়ার্ক বা 5G পরিষেবা তার পূর্ববর্তী প্রজন্ম অর্থাৎ 4G LTE-র থেকেও 20-30 গুণ দ্রুত গতির ইন্টারনেট অ্যাক্সেস দিতে পারে। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে, ব্যবহারকারীরা ইন্টারনেটের সেরকম দ্রুত গতি উপভোগ করতে পারছেন না। এখন আপনার 5G নেটওয়ার্ক যদি মন্থর গতির মনে হয়, তাহলে কয়েকটা কাজ চটপট করে নিন। তাতেই আপনি 5G ইন্টারনেটের সঠিক স্পিড উপভোগ করতে পারবেন, তা সে Reliance Jio হোক বা Airtel হোক।

1) নেটওয়ার্ক কানেকশন চেক করে নিন

প্রথমেই আপনাকে নিশ্চিত করতে হবে ফোনটা যেন 5G নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত থাকে। তার জন্য ফোনের সেটিংস অ্যাপে গিয়ে, সেলুলার অপশনটি বাছতে হবে। সেলুলার ডেটা অপশনে আপনি একাধিক নেটওয়ার্ক দেখতে পাবেন। সেখান থেকে 5G অপশনটি বেছে নিন।

2) ফোনটা একবার রিস্টার্ট করে নিন

ফোনটা জাস্ট একবার রিস্টার্ট করে নিলেই তার একাধিক সমস্যার সমাধান হয়ে যায়। তার মধ্যেই অন্যতম হল মন্থর গতির ইন্টারনেট স্পিড। ফোন রিস্টার্ট করতে হলে পাওয়ার বাটনটি কিছুক্ষণ ধরে রাখুন, তাহলেই পাওয়ার অফ স্লাইডারটি দেখতে পাবেন। এবার সেই স্লাইডারটিকে ডান দিরে একবার স্লাইড করুন। তারপর কিছুক্ষণ অপেক্ষা করে ফোনটা অন করুন।

3) অ্যাপগুলি ফোর্স ক্লোজ় করে নিন

আপনার ফোনের ব্যাকগ্রাউন্ডে যদি একাধিক অ্যাপ খোলা থাকে, তাহলে ফোনের ডেটা খতম করে ইন্টারনেট স্লো করে দিতে পারে। তাই, ব্যাকগ্রাউন্ডের অ্যাপগুলিকে ফোর্স ক্লোস করা দরকার। তার জন্য কী করবেন? অ্যাপ সুইচার অন করে নিন। আইফোনের ক্ষেত্রে এই অপশনটি হোম বাটনে ডাবল ক্লিক করলেই চলে আশবে এবং অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে স্ক্রিনের নিচের দিক থেকে একবার সোয়াইপ করলেই অপশনটি পেয়ে যাবেন। এবার যে অ্যাপটি ক্লোজ় করতে চান, সেটি সোয়াইপ করে নিন।

4) ক্যাশে ক্লিয়ার করে নিন

যে সব অ্যাপ বা ওয়েবসাইট আপনি সম্প্রতি ভিজ়িট করেছেন, আপনার ফোনের ক্যাশে সেগুলির ডেটা স্টোর করে রেখে দেয়। এর ফলে লোডিং টাইমের স্পিড যেমন বেড়ে যায়, তেমনই আবার ফোনের অনেকটাই জায়গা কেড়ে নেয় এবং ফোনটাকে আখেরে স্লো করে দেয়। ক্যাশে ক্লিয়ার করতে পারবেন ফোনের সেটিংস অপশন থেকেই। আবার আলাদা করে এক-একটা অ্যাপের ক্যাশে ক্লিয়ার করতে হলে সেই অ্যাপে ট্যাপ করে তারপরে ক্লিয়ার ক্যাশে অপশনে ক্লিক করুন।

5) সফটওয়্যার আপডেট করুন

আপনার ফোন প্রতিটা মুহূর্তে সফটওয়্যার আপডেট পাচ্ছে। তার ফলে একাধিক নতুন ফিচার যুক্ত হচ্ছে, বাগও ফিক্স করছে কোম্পানি। এখন আপনি যদি ফোনের লেটেস্ট সফটওয়্যার ভার্সন ব্যবহার না করেন, সেক্ষেত্রে ইন্টারনেট স্লো হয়ে যেতে পারে। তাই, ফোনের সেটিংস অপশন থেকে দেখে নিন, সেটি লেটেস্ট সফটওয়্যার আপডেট পাওয়ার যোগ্য কি না। তা যদি হয়, তাহলে দ্রুত সফটওয়্যার আপডেট করুন।

6) এয়ারপ্লেন মোড সুইচ অন ও অফ করুন

ফোনের এয়ারপ্লেন মোডটি একবার টার্ন অন করে আবার অফ করে দিন। এর ফলে আপনার নেটওয়ার্ক কানেকশন রিসেট হয়ে যায় এবং আপনার ইন্টারনেট স্পিডও আগের থেকে অনেকটাই দ্রুত হয়ে যায়।