AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Google Play Store-এ কোনও অ্যাপ আসল না ভুয়ো, তা চিনতে নজর দিন এসব বিষয়ে..

Identify Fake App: কীভাবে বুঝবেন যে, আপনি একটি সঠিক অ্যাপ ইন্সটল করছেন? এই সমস্যা থেকে আপনি আজই মুক্তি পাবেন। ডাউনলোড করার আগে কিছু বিশেষ দিকে নজর রাখলেই আপনি কোনও প্রতারণার শিকার হবেন না।

Google Play Store-এ কোনও অ্যাপ আসল না ভুয়ো, তা চিনতে নজর দিন এসব বিষয়ে..
| Edited By: | Updated on: Jul 29, 2023 | 1:19 PM
Share

App Downloading Tips: আপনি কি অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন? তাহলে নিশ্চয়ই গুগল প্লে স্টোর থেকে নিজের পছন্দ মতো অ্যাপ ডাউনলোড করেন। অনলাইন শপিং করা থেকে শুরু করে, ফটো, ভিডিয়ো এডিটিং, সব কিছুর জন্য আলাদা আলাদা অ্যাপ থাকে। কিন্তু আপনি যে সব অ্যাপ ডাউনলোড করছেন, তার সব ক’টিই কি ঠিক অ্যাপ? কোনও অ্যাপ জাল নয় তো? এমনও হতে পারে, আপনার ফোনে এমন একটি অ্যাপ আছে, যার মাধ্যমে হ্যাকাররা খুব সহজেই ফোনটিকে হ্যাক করে নিতে পারবে। কীভাবে বুঝবেন যে, আপনি একটি সঠিক অ্যাপ ইন্সটল করছেন? এই সমস্যা থেকে আপনি আজই মুক্তি পাবেন। ডাউনলোড করার আগে কিছু বিশেষ দিকে নজর রাখলেই আপনি কোনও প্রতারণার শিকার হবেন না। এমনকী জাল অ্যাপ দেখেই বুঝে যাবেন। চলুন জেনে নেওয়া যাক।

ডাউনলোড করার আগে কী-কী দেখবেন?

  • গুগল প্লে স্টোরে অ্যাপটির বিষয়ে সমস্ত কিছু পড়ে ও জেনে নিন। অ্যাপটির ডেভেলপার সম্পর্কেও জানুন।
  • অ্যাপ রিভিউ এবং রেটিং পড়ুন। যে কোনও বৈধ অ্যাপে সাধারণত ভাল রিভিউ এবং বেশি রেটিং থাকে। কোনও অ্যাপের খুব কম রিভিউ থাকলে, বা রিভিউগুলো সন্দেহজনক মনে হলে সতর্ক থাকুন। সেই অ্যাপ ডাউনলোড করবেন না।
  • ডাউনলোডের সংখ্যা দেখেও আপনি অ্যাপটির জনপ্রিয়তা সম্পর্কে বুঝতে পারবেন। যদি একটি অ্যাপ প্রচুর পরিমাণে ডাউনলোড করা হয়ে থাকে, তবে তা ভুয়ো অ্যাপ হওয়ার সম্ভাবনা কম।
  • গুগল প্লে স্টোরে দেওয়া অ্যাপটির বর্ণনা এবং স্ক্রিনশট দেখে নিন। যে কোনও বানান ভুলও একটি জাল অ্যাপের লক্ষণ হতে পারে।
  • আপনি যখন একটি অ্যাপ ইনস্টল করেন, তখন এটি আপনার ডিভাইসে কিছু ফিচার অ্যাক্সেস করার জন্য নির্দিষ্ট অনুমতি চাইবে। যদি কোনও দরকারী বা ব্যক্তিগত ডেটার অ্যাক্সেস চায়, সেক্ষেত্রে সতর্ক হোন।
  • অ্যাপটির অফিসিয়াল ওয়েবসাইট বা অ্যাপ স্টোরের বাইরে ওয়েব ভার্সন আছে কি না তা দেখে নিন। যে কোনও বৈধ অ্যাপে প্রায়ই অ্যাপ এবং ডেভেলপার সম্পর্কে অতিরিক্ত ডেটা ও অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া থাকে।
  • কিছু জনপ্রিয় অ্যাপের নকল বা ক্লোন ভার্সন থাকতে পারে। তাই ডাউনলোড করার আগে দেখে নিন যে, আপনি অফিসিয়াল ডেভেলপার থেকে অ্যাপটি ডাউনলোড করছেন কি না।
  • শুধুমাত্র গুগল প্লে স্টোর থেকে সরাসরি অ্যাপ ডাউনলোড করুন। অজানা উত্স থেকে APK ফাইলগুলি ডাউনলোড করবেন না। এতে অ্যাপটি ভুয়ো হওয়ার সম্ভাবনা বেশি থাকে।