WhatsApp Secret Code: চ্যাটের নিরাপত্তায় ‘গোপন কোড’ নিয়ে আসছে WhatsApp, কীভাবে কাজ করবে?
WhatsApp Latest Feature: খুব দ্রুততার সাহায্যে এই ফিচারের দ্বারা যে কোনও চ্যাট লক করে রাখা যাবে। তারপরে আপনি সার্চ বার থেকে জাস্ট সিক্রেট কোডটি টাইপ করবেন, তাহলেই বেরিয়ে আসবে গোপন কোড দ্বারা সুরক্ষিত কথোপকথনটি। এই পাসওয়ার্ড আপনি একটা শব্দ বা একটি ইমোজি দিয়েই কাস্টমাইজ় করে রাখতে পারেন।
WhatsApp তার ব্যবহারকারীদের চ্যাট আরও সুরক্ষিত রাখতে একটি নতুন ফিচার নিয়ে আসছে। সেই নতুন ফিচারের নাম ‘সিক্রেট কোড’। এই ফিচারের মাধ্যমে আপনি আপনার হোয়াটসঅ্যাপ চ্যাট লক করে রাখতে পারবেন এবং সেই লক খোলার জন্য থাকবে একটি সিক্রেট কোডও। চ্যাট সুরক্ষিত রাখতে ইতিমধ্যেই একটি জরুরি ফিচার তার ব্যবহারকারীদের অফার করে হোয়াটসঅ্যাপ। সেটি হল হাইড চ্যাট বা চ্যাট লুকিয়ে রাখার বিশেষ বৈশিষ্ট্য। আপাতত ফিচারটি ডেভেলপমেন্টের পর্যায়ে রয়েছে। শীঘ্রই তা বিটা পরীক্ষকদের জন্য নিয়ে আসা হবে।
WhatsApp Secret Code: কী অর্থ এই ফিচারের
এই নতুন হোয়াটসঅ্যাপ ফিচার তার ব্যবহারকারীদের লক করে রাখা চ্যাটের জন্য একটা কাস্টম পাসওয়ার্ড সেট করতে দেবে। সিক্রেট কোড ফিচারটি সর্বপ্রথম শনাক্ত করে WABetaInfo। খুব দ্রুততার সাহায্যে এই ফিচারের দ্বারা যে কোনও চ্যাট লক করে রাখা যাবে। তারপরে আপনি সার্চ বার থেকে জাস্ট সিক্রেট কোডটি টাইপ করবেন, তাহলেই বেরিয়ে আসবে গোপন কোড দ্বারা সুরক্ষিত কথোপকথনটি। পাশাপাশি কম্প্যানিয়ন ডিভাইস থেকেও এই চ্যাটগুলি অ্যাক্সেস করা যাবে। এই পাসওয়ার্ড আপনি একটা শব্দ বা একটি ইমোজি দিয়েই কাস্টমাইজ় করে রাখতে পারেন।
WhatsApp তার ব্যবহারকারীদের ইতিমধ্যেই একাধিক এমন ফিচার্স অফার করছে। ফিঙ্গারপ্রিন্ট রিকগনিশনের মাধ্যমে অ্যাপ লকের সুবিধা রয়েছে। তেমনই আবার ফেস আনলক বা PIN কোডের মতো ফিচারও রয়েছে। এখন সিক্রেট কোডের এই ফিচারটি যে শুধুই আপনার হোয়য়াটসঅ্যাপ চ্যাটের সিকিওরিটি বাড়াচ্ছে তাই নয়, সেই সঙ্গেই আবার লক করে রাখা চ্যাট খুঁজে বের করা এবং তা অ্যাক্সেস করার কাজটিও সহজ করে দিয়েছে।
চ্যাট লক ফিচার আসার পরেই তা সহজে খুঁজে বের করা এবং অ্যাক্সেস করার জন্যও একটা সিক্রেট কোডেরও প্রয়োজনীয়তা ব্যাপক ভাবে উদ্ভুত হয়। সংস্থাটি এই মুহূর্তে কম্প্যানিয়ন ডিভাইসের সঙ্গেও চ্যাট লক ইন্টিগ্রেট করার কাজ করছে। সিক্রেট কোড ফিচারটি এখন যেহেতেু ডেভেলপমেন্টের পর্যায়ে রয়েছে, বিটা পরীক্ষকদের জন্য তা খুব শীঘ্রই নিয়ে আসা হবে। সেই সঙ্গেই বিশ্বের বিভিন্ন প্রান্তের WhatsApp ব্যবহারকারীদের জন্যও Secret Code ফিচারটি দ্রুত রোল আউট করা হবে বলে জানা গিয়েছে।
WhatsApp Chat Lock
যাঁরা এই বিষয়ে এখনও অবগত নন, তাঁদের জেনে রাখা দরকার যে WhatsApp-এর কাছে একটি চ্যাট লকিং ফাংশনও রয়েছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা তাঁদের চ্যাট লিস্ট থেকে একটা নির্দিষ্ট কথোপকথন নিরাপদ এবং গোপন করে রাখতে পারেন। ফিচারটি সক্রিয় করে রাখতে আপনাকে যেতে হবে চ্যাট ইনফো অপশনে। সেখান থেকে স্ক্রল ডাউন করতে হবে ‘Chat Lock’ অপশনে। তারপরই ফিচারটি সক্রিয় করতে পারবেন। বাই ডিফল্ট এই ফিচারটি নির্দিষ্ট কিছু চ্যাটের জন্য ফিঙ্গারপ্রিন্ট লক করে রাখে। আপনি যখনই এটিকে সক্রিয় করবেন, তখনই সেটি চ্যাট লিস্টের ঠিক উপরে একটি ডেডিকেটেড ফোল্ডারে দৃশ্যমান হবে।