Gionee F3 Pro: ফোনের সামনে ও পিছনে ডিসপ্লে, সস্তায় 8GB ব়্যাম দিয়ে লঞ্চ হল Gionee F3 Pro
Gionee F3 Pro Price: চিনা ব্র্য়ান্ড Gionee একটি নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। যা প্রথম নজরে আপনার Apple iPhone বা Xiaomi-এর Mi 11 Ultra-এর মতো মনে হবে।
![Gionee F3 Pro: ফোনের সামনে ও পিছনে ডিসপ্লে, সস্তায় 8GB ব়্যাম দিয়ে লঞ্চ হল Gionee F3 Pro Gionee F3 Pro: ফোনের সামনে ও পিছনে ডিসপ্লে, সস্তায় 8GB ব়্যাম দিয়ে লঞ্চ হল Gionee F3 Pro](https://images.tv9bangla.com/wp-content/uploads/2023/03/geonee.jpg?w=1280)
Gionee F3 Pro Features: ফ্ল্য়াগশিপ ও প্রিমিয়াম ফোনের বাজারে এখনও অনেক কোম্পানি রয়েছে, যারা কম রেঞ্জে দুর্দান্ত সব ফিচার দেয়। সেই কোম্পানিগুনির মধ্য়ে একটি হল Gionee। চিনা ব্র্য়ান্ড হওয়া সত্বেও ভারতীয় বাজারে এককালীন এই কোম্পানির বিশেষ জনপ্রিয়তা ছিল। কিন্তু তারপরে Gionee দীর্ঘদিন ধরে বাজারে তার পোর্টফোলিওতে নতুন ডিভাইস আনেনি। তারমানে যে তাদের জনপ্রিয়তা কমে গিয়েছে, তা একেবারেই নয়। ই-কমার্স সাইটগুলি এখনও বড় কোনও সেলে Gionee-এর স্মার্টফোনের উপর বিরাট অফার দেয়। তবে আগের জনপ্রিয়তাকে ফিরিয়ে আনতে বর্তমানে কোম্পানিটি একটি নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। যা প্রথম নজরে আপনার Apple iPhone বা Xiaomi-এর Mi 11 Ultra-এর মতো মনে হবে। স্মার্টফোনটির সামনে একটি আইফোনের মতো খাঁজ রয়েছে এবং পিছনে একটি বড় ক্যামেরা মডিউলে একটি ছোট সেকেন্ডারি ডিসপ্লে রয়েছে। এই স্মার্টফোনটির নাম Gionee F3 Pro, যাতে রয়েছে Unisoc T610 চিপসেট, 8GB RAM এবং 6.5-ইঞ্চি ডিসপ্লে সহ 3,900mAh ব্যাটারি। MyDrivers অনুযায়ী Gionee চিনে F3 Pro স্মার্টফোন লঞ্চ করেছে, যার দাম CNY 1,399 (প্রায় 16,800 টাকা) একমাত্র 8GB RAM এবং 128GB স্টোরেজ ভ্য়ারিয়েন্টের জন্য।
Gionee F3 Pro-এর ফিচার ও স্পেসিফিকেশন:
Gionee F3 Pro-এর সামনে একটি Apple iPhone 14-এর মতো খাঁজ রয়েছে, যার সামনে ক্যামেরা রয়েছে। এর পিছনে আপনাকে Xiaomi Mi 11 Ultra-এর কথা মনে করিয়ে দেবে। এটিতে একটি বড় ক্যামেরা মডিউল রয়েছে, যাতে ডানদিকে তিনটি ক্যামেরা সেন্সর এবং বাম দিকে একটি ছোট সেকেন্ডারি ডিসপ্লে রয়েছে। এর ফ্রেমও আইফোনের মতোই ফ্ল্যাট। এছাড়াও ক্যামেরা লেআউটটিও Apple iPhone Pro সিরিজের মতো।
স্পেসিফিকেশনের প্রসঙ্গে বলতে গেলে, Gionee F3 Pro-এ রয়েছে 6.5-ইঞ্চি ডিসপ্লে। এতে রয়েছে Unisoc T610 চিপসেট এবং মাল্টিমিডিয়া ডুয়েল স্টেরিও স্পিকার। স্মার্টফোনটিতে 8GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে। পিছনের ক্যামেরা সেটআপে একটি 21-মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার সেন্সর রয়েছে। সামনে, সেলফি এবং ভিডিয়ো কলিংয়ের জন্য একটি 5-মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। বর্তমানে, ভারতে এর লঞ্চের বিষয়ে কোনও আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি। তবে আশা করা হচ্ছে, খুব শীঘ্রই ফোনটি ভারতের বাজারে লঞ্চ হবে।
![জীবনের আসল সত্যি ঠিক কখন জানা যায়? নিম করোলি বাবা বললেন... জীবনের আসল সত্যি ঠিক কখন জানা যায়? নিম করোলি বাবা বললেন...](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/Neem-Karoli-baba-says-when-people-realize-many-truths-of-life.jpg?w=670&ar=16:9)
![ভাগ্যের চাকা ঘোরাতে চান? এই ৭ প্রাণীর দর্শনে হবে কামাল! ভাগ্যের চাকা ঘোরাতে চান? এই ৭ প্রাণীর দর্শনে হবে কামাল!](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/List-of-7-Animals-believed-to-bring-good-luck-.jpg?w=670&ar=16:9)
![পঁচিশের চ্যাম্পিয়ন্স ট্রফির 'মিসিং' একাদশ পঁচিশের চ্যাম্পিয়ন্স ট্রফির 'মিসিং' একাদশ](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/list-of-11-cricketer-who-going-to-miss-ICC-Champions-trophy-2025-.jpg?w=670&ar=16:9)
![কাঁচা অ্যালোভেরা খান? শরীরে কী প্রভাব পড়ছে জানলে চমকে যাবেন কাঁচা অ্যালোভেরা খান? শরীরে কী প্রভাব পড়ছে জানলে চমকে যাবেন](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/Know-the-raw-aloe-vera-benefits-for-health.jpg?w=670&ar=16:9)
![কোন রাজ্যের মেয়েরা সবথেকে বেশি মদ্যপান করে? উত্তরটা অবাক করবে কোন রাজ্যের মেয়েরা সবথেকে বেশি মদ্যপান করে? উত্তরটা অবাক করবে](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/liquor-lead.jpg?w=670&ar=16:9)
![৭০ বছরেও ত্বক থাকবে টানটান, ছুঁতে পারবে না বলিরেখা! রইল ৭ দাওয়াই ৭০ বছরেও ত্বক থাকবে টানটান, ছুঁতে পারবে না বলিরেখা! রইল ৭ দাওয়াই](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/Untitled-design-3.jpg?w=670&ar=16:9)