AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jio Phone Next: ১০ সেপ্টেম্বর গণেশ চতুর্থীতে ভারতে লঞ্চ হচ্ছে জিওফোন নেক্সট

রিলায়েন্স জিও এবং গুগল সংস্থা এই ফোন নির্মাণ করেছে। 'মোস্ট অ্যাফোর্ডেবল' স্মার্টফোন হতে চলেছে জিওফোন নেক্সট, তেমনটাই দাবি সংস্থার।

Jio Phone Next: ১০ সেপ্টেম্বর গণেশ চতুর্থীতে ভারতে লঞ্চ হচ্ছে জিওফোন নেক্সট
জিওফোন নেক্সট।
| Edited By: | Updated on: Sep 06, 2021 | 6:29 PM
Share

গণেশ চতুর্থীর দিন অর্থাৎ আগামী ১০ সেপ্টেম্বর ভারতে লঞ্চ হবে জিওফোন নেক্সট। রিলায়েন্স ইন্ডাস্ট্রির ৪৪তম এজিএম (অ্যানুয়াল জেনারেল মিটিং বা বার্ষিক সাধারণ সভা) অনুষ্ঠিত হয়েছিল গত জুন মাসে। তখনই এই ফোনের কথা ঘোষণা করেছিলেন সংস্থার কর্ণধার মুকেশ আম্বানি। রিলায়েন্স জিও এবং গুগল- এই দুই সংস্থা একত্রিত হয়ে জিওফোন নেক্সট তৈরি করেছে। এখনও অবশ্য জিওফোন নেক্সটের দাম এবং ফিচার রিলায়েন্স জিও- র পক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয়নি। তবে শোনা যাচ্ছে, এই ফোন আলট্রা এফোর্ডেবল ৪জি স্মার্টফোন হতে চলেছে। এছাড়াও জানা গিয়েছে, জিওফোন নেক্সটে থাকবে গুগল প্লে স্টোর অ্যাকসেস। এর পাশাপাশি শোনা গিয়েছে ভয়েস অ্যাসিসট্যান্ট, অটোম্যাটিক রিড অ্যালাউড স্ক্রিন টেক্সট এবং ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশন— এইসব ফিচার থাকার সম্ভাবনা রয়েছে জিওফোন নেক্সটে।

ভারতে জিওফোন নেক্সটের সম্ভাব্য দাম এবং উপলব্ধতা-

জিওফোন নেক্সটের কথা ঘোষণা করার পরই রিলায়েন্স সংগঠনের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর মুকেশ আম্বানি বলেছিলেন, শুধু ভারত নয় সারা বিশ্বের ‘মোস্ট অ্যাফোর্ডেবল’ স্মার্টফোন হতে চলেছে জিওফোন নেক্সট। অর্থাৎ এই ফোনের দাম থাকবে মধ্যবিত্তের সাধ্যের মধ্যেই। প্রথম থেকেই শোনা যাচ্ছে যে এই স্মার্টফোনের দাম চার হাজার টাকারও কম হবে। সম্প্রতি একটি নতুন সূত্রে শোনা গিয়েছে, জিওফোন নেক্সটের দাম হতে পারে ৩৪৯৯ টাকা।

জিওফোন নেক্সটের বিভিন্ন ফিচার-

  • এই ফোনে একটি সিঙ্গল রেয়ার এবং ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকার সম্ভাবনা রয়েছে।
  • এই ফোনে থাকতে পারে অ্যানড্রয়েড ১১ গো এডিশন।
  • জিওফোন নেক্সটে ৫.৫ ইঞ্চির এইচডি ডিসপ্লে থাকতে পারে।
  • এই ফোনে থাকতে পারে Qualcomm QM215 প্রসেসর।
  • ২ জিবি বা ৩ জিবি র‍্যাম নিয়ে লঞ্চ হতে পারে জিওফোন নেক্সট। এর সঙ্গে ১৬ জিবি বা ৩২ জিবির eMMC ৪.৫ ইন্টারনাল স্টোরেজ থাকার সম্ভাবনা রয়েছে।
  • জিওফোন নেক্সটে ফোনের পিছনের অংশে অর্থাৎ ব্যাক প্যানেল বা রেয়ার পোরশনে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা থাকতে পারে। অন্যদিকে ফোনের ফ্রন্ট ডিসপ্লেতে থাকতে পারে ৮ মেগাপিক্সেলের সেলফি সেনসর।
  • ডুয়াল সিমের স্লট থাকবে জিওফোন নেক্সটে। সেই সঙ্গে 4G VoLTE সাপোর্ট থাকতে পারে এই ফোনে।
  • এই ফোনের ব্যাটারি হতে পারে ২৫০০mAh। ডুয়াল সিম সাপোর্ট থাকার সম্ভাবনা রয়েছে এই ফোনে। এছাড়াও এই বাজেট স্মার্টফোনে ব্লুটুথ ভি ৪.২ এবং জিপিএস কানেক্টিভিটি থাকতে পারে। সেই সঙ্গে 1080p ভিডিয়ো রেকর্ডিং ফিচার থাকার সম্ভাবনা রয়েছে।
  • গুগল অ্যাসিসট্যান্ট এবং স্ন্যাপচাটের সাপোর্ট থাকতে পারে জিওফোন নেক্সটে।
  • DuoGo এবং Google Camera Go আগে থেকেই ইনস্টল করা থাকবে জিওফোন নেক্সটে।

আরও পড়ুন- নোকিয়া জি৫০ ফোনে কী কী ফিচার থাকতে পারে? কেমন দেখতে হবে এই ফোন