55 ইঞ্চির টিভির থেকেও বড় ডিসপ্লে! তৈরি হল বিশ্বের সবথেকে বড় iPhone, রয়েছে সব iOS ফিচার্স
8 Feet iPhone: এমনই একটা iPhone তৈরি হয়েছে, যার উচ্চতা 8 ফুট। ইউটিউবার ম্যাথিউ বিম এবং তাঁর দল সেই 8 ফুটের বিশালাকার iPhone তৈরি করেছেন। সেই ফোনটিকেই এখন বিশ্বের সবথেকে বড় iPhone-এর তকমা দেওয়া হয়েছে। ইয়াব্বড় ফোনটিকে আপনি 'চলমান সিনেমা'-ও বলতে পারেন।
World’s Largest iPhone: তৈরি হল বিশ্বের সবথেকে বড় স্মার্টফোন। তার আকার শুনলে আপনি এখনই কুপোকাত হয়ে যাবেন! আপনার থেকেও বড় সেই ফোন, আর সেটি একটি iPhone। শুনতে অবাক লাগলেও এমনই একটা iPhone তৈরি হয়েছে, যার উচ্চতা 8 ফুট। ইউটিউবার ম্যাথিউ বিম এবং তাঁর দল সেই 8 ফুটের বিশালাকার iPhone তৈরি করেছেন। সেই ফোনটিকেই এখন বিশ্বের সবথেকে বড় iPhone-এর তকমা দেওয়া হয়েছে। ইয়াব্বড় ফোনটিকে আপনি ‘চলমান সিনেমা’-ও বলতে পারেন। ফোনটির বিশেষত্ব হল, এতে রয়েছে একটি বড় স্ক্রিন। এখন আপনার মনে হতে পারে, এটি হয়তো একটি ডেমো। তা কিন্তু নয়। এক্কেবারে ভুল ভাবছেন আপনি। কারণ, এই বড় ফোনটি হুবহু iPhone-এর মতোই কাজ করবে।
Mini iPhone-এর চ্যাপ্টার ক্লোজ়
আইফোনের যে লেটেস্ট সিরিজ় বাজারে রয়েছে, তা হল iPhone 14 Series। এই সিরিজ়ে অ্যাপল কোনও ‘Mini’ মডেল দেয়নি। এই সিরিজ়েই রয়েছে iPhone-এর সবথেকে বড় মডেলটি- iPhone 14 Pro Max। এই হ্যান্ডসেটের স্ক্রিন সাইজ় 6.7 ইঞ্চি। পাশাপাশি এই সিরিজ়েই অ্যাপল ওই iPhone 14 Pro Max-এর অনুরূপ আকারেরই একটি iPhone 14 Plus মডেল দিয়েছে, তার সাইজ়ও নেহাত কম নয়। তবে এই প্রথম যে এত্তবড় iPhone তৈরি হল এমন নয়। এর আগেও 2020 সালে আর একটি iPhone তৈরি করেছিল ZHC নামের আর এক ইউটিউবার, যা প্রায় 6 ফুটের। সেই রেকর্ডই এখন ভেঙে দিলেন ম্যাথিউ বিম নামের আর এক ইউটিউবার।
সবথেকে বড় iPhone তৈরি হল কীভাবে
ম্যাথিউ বিম যে বড় আইফোনটি তৈরি করেছেন, তাতে iPhone-এর সব প্রযুক্তিই রয়েছে। ফোনটির মাধ্যমে আপনি যেমন ছবি তুলতে পারবেন, তেমনই আবার পেমেন্টস, Apple Pay-সহ অন্যান্য আরও অ্যাপ সাপোর্ট করে। ম্যাথিউ বিম সম্প্রতি তাঁর ইউটিউব চ্যানেল থেকে একটি ভিডিয়ো শেয়ার করেছেন। সেখানেই দেখা মিলেছে বিশ্বের সবথেকে বড় আইফোনের। ফোনটি তৈরি করার পর নিউইয়র্কের রাস্তাতেও সেটি নামিয়েছিলেন ম্যাথিউ বিম।
ইউটিউব ভিডিয়োতে বিম দেখিয়েছেন, কীভাবে তিনি তাঁর 8 ফুটের iPhoneটি স্ক্র্যাচ থেকে তৈরি করেছেন। প্রথমে তিনি ফোনটির একটি মেটাল ফ্রেম তৈরি করেছিলেন। তারপরে iPhone-এর ডিজ়াইনটি কপি করেন এবং নিশ্চিত করেন, ফোনের সারফেসটি যেন ম্যাট লুকের, রিফ্লেক্টিভ হয় এবং তাতে যেন বাটন থাকে। লক বাটন, ভলিউম বাটন এবং মিউট বাটন রয়েছে। সেলফির জন্য রয়েছে ফ্রন্ট ফেসিং ক্যামেরা। এমনকি, Facetime-ও রয়েছে সুবিশাল ফোনটিতে।
ফোনটির ডিসপ্লের জন্য বিম এবং তাঁর টিম একটি বিশালাকার স্ক্রিন ইনস্টল করেন। সেই স্ক্রিনে রয়েছে টাচ প্যানেল, যা সাধারণত টিভিতে দেখা যায়। ডিসপ্লের অন্যান্য যে সব ফাংশন রয়েছে, সেগুলির সবই হুবহু iPhone-এর মতো। পরবর্তীতে স্ক্রিনে একটি লেজ়ার বসিয়ে দেওয়া হয়, যাতে ফোন ব্যবহারের অভিজ্ঞতা সিমলেস হয়। তারপর সেই বড় টেলিভিশন ডিসপ্লেটি কানেক্ট করা হয় Mac Mini-র সঙ্গে। এর দ্বারা iPhone-এ যে সব অ্যাপ চলে, এই বড় ফোনটিতেও সেই সব অ্যাপই চলবে।