Android Satellite Connectivity: বিন্দুমাত্র নেটওয়ার্ক ছাড়াই এবার অ্যান্ড্রয়েড থেকে কল, সস্তার ফোনে iPhone 14-র মতো জরুরি ফিচার

Qualcomm’s Flagship Snapdragon: iPhone 14 Series-এর মতোই এই স্যাটেলাইট কানেক্টিভিটি ফিচার এবার অ্যান্ড্রয়েড ফোনেও আসতে চলেছে। সৌজন্যে বিশ্বের নামজাদা টিপসেট মেকার কোয়ালকম।

Android Satellite Connectivity: বিন্দুমাত্র নেটওয়ার্ক ছাড়াই এবার অ্যান্ড্রয়েড থেকে কল, সস্তার ফোনে iPhone 14-র মতো জরুরি ফিচার
Follow Us:
| Edited By: | Updated on: Jan 07, 2023 | 5:38 PM

Satellite Feature: বড় শখ করে আন্টার্কটিকা বেড়াতে গিয়েছিলেন এক ব্যক্তি। কিন্তু সেখানে গিয়েই পড়েছিলেন ভয়ঙ্কর বিপদে। মোবাইল ছিল ঠিকই, কিন্তু কল করার কোনও জো ছিল না। আর থাকবেই বা কী করে! সামান্য মোবাইল নেটওয়ার্কটুকুও ছিল না সেখানে। তবে তার পকেটে যে ফোনটি ছিল, তা যে নেটওয়ার্কের ধার ধারে না। ছিল iPhone 14 সিরিজ়ের ফোন, যা স্যাটেলাইট নেটওয়ার্কের সাহায্য নেয়। আর সেই স্যাটেলাইট নেটওয়ার্ক ব্যবহার করেই জরুরি পরিষেবায় কল করেছিলেন ওই ব্যক্তি। কয়েক মিনিটের মধ্যেই তাঁর কাছে চলে এসেছিল উদ্ধারকারী দল। iPhone 14 Series-এর মতোই এই স্যাটেলাইট কানেক্টিভিটি ফিচার এবার অ্যান্ড্রয়েড ফোনেও আসতে চলেছে। সৌজন্যে বিশ্বের নামজাদা টিপসেট মেকার কোয়ালকম। কারণ কোয়ালকম (Qualcomm) ঘোষণা করেছে যে তার নতুন প্রসেসর এবং মডেমগুলিতে স্ন্যাপড্রাগন স্যাটেলাইট নামে একটি ফিচার যোগ করতে চলেছে। ফলে কোনও নেটওয়ার্ক না থাকলে সেই পরিস্থিতিতে জরুরী পরিষেবায় যোগাযোগ করতে সহায়তা করবে। এটি অ্যাপলের ইমার্জেন্সি এসওএস ফিচারের চেয়েও বেশি শক্তিশালী বলে সংশ্লিষ্ট সংস্থার দাবী।

কোয়ালকম স্ন্যাপড্রাগন স্যাটেলাইট প্রসঙ্গে জানিয়েছে, এটি বিশ্বের প্রথম দ্বি-মুখী (টু-ওয়ে) স্যাটেলাইট ভিত্তিক সলিউশন হবে। এটি সেলুলার সংযোগ ছাড়াই মেসেজ করার সুবিধা দেবে। এই ফিচারটি মূলত প্রত্যন্ত অঞ্চলে মোবাইল টাওয়ার না থাকা সত্ত্বেও জরুরী পরিস্থিতিতে মেসেজ পাঠানোর জন্য সরাসরি মোবাইল নেটওয়ার্কের সঙ্গে সংযোগ স্থাপন করবে।

Qualcomm-এর বিবৃতি অনুসারে, স্ন্যাপড্রাগন স্যাটেলাইট কানেক্টিভিটির সাহায্যে জরুরী পরিস্থিতিতে মেসেজ পাঠানোর পাশাপাশি এসএমএসও (SMS) করা যাবে। আবার, রিমোর্ট লোকেশন বা সেলুলার সংযোগের অনুপস্থিতিতে অন্যান্য ম্যাসেনজিং অ্যাপ্লিকেশন ব্যবহার করার সুবিধাও উপলব্ধ থাকছে। অর্থাৎ এই নয়া ফিচারের সাহায্যে সিম কার্ড ছাড়াই সারা বিশ্বের প্রত্যেকটি অ্যান্ড্রয়েড ফোনকে পরস্পরের সঙ্গে কানেক্ট করা যাবে। এই স্যাটেলাইট ভিত্তিক এই নয়া প্রযুক্তিটিতে 5G নন-টেরেস্ট্রিয়াল নেটওয়ার্ক থাকবে। এর জন্য় সংস্থাটি এনটিএন (NTN) স্যাটেলাইট ইনফ্রাস্ট্রাকচার ব্যবহার করেছে, যা অত্যন্ত ভাল সংযোগ প্রদান করবে।