Realme Narzo 50: ভারতে খুব তাড়াতাড়িই লঞ্চ হবে রিয়েলমি নারজো ৫০ ফোন, দেখুন সম্ভাব্য দাম এবং স্পেসিফিকেশন
ভারতে রিয়েলমি নারজো ৫০ ফোন আসছে এবং তা অ্যামাজন থেকে কেনা যাবে, এই দু'টি তথ্য নিশ্চিতরূপে জানা গিয়েছে।

রিয়েলমি নারজো ৫০ (Realme Narzo 50) ফোন আসতে চলেছে ভারতে। সম্ভবত চলতি মাস মানে ফেব্রুয়ারির শেষে বা এই মাসের পরে রিয়েলমি নারজো ৫০ ফোন দেশে লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে। রিয়েলমি (Realme) সংস্থা অবশ্য এখনও কোনও নির্দিষ্ট দিনক্ষণ জানায়নি। রিয়েলমি নারজো ৫০এ এবং রিয়েলমি নারজো ৫০আই- এর পর এবার তৃতীয় ফোন হিসেবে (Realme Narzo 50 lineup) ভারতে লঞ্চ হতে চলেছে রিয়েলমি নারজো ৫০ ফোন। আগে শোনা গিয়েছিল, গত বছর নভেম্বর মাসে এই ফোন ভারতে লঞ্চ হবে। সেই সঙ্গে রিয়েলমি নারজো ৫০ প্রো ফোন লঞ্চ হওয়ার কথাও বলা হয়েছিল। বর্তমানে রিয়েলমি নারজো ৫০ ফোন লঞ্চের কথা শোনা গেলেও রিয়েলমি নারজো ৫০ প্রো ফোন কবে ভারতে লঞ্চ হবে তা জানা যায়নি।
রিয়েলমির অফিশিয়াল ওয়েবসাইটে একটি মাইক্রোসাইট তৈরি হয়েছে। সেখানেই বলা হয়েছে যে রিয়েলমি নারজো ৫০ ফোন এই মাসের শেষ দিকে বা পরে লঞ্চ হবে। যদিও নির্দিষ্ট দিন জানা যায়নি। তবে রিয়েলমি সংস্থার তরফে একথা বলা হয়েছে যে ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে এই ফোন কেনা যাবে। আর অ্যামাজনের ওয়েবসাইটে ইতিমধ্যেই একটি মাইক্রোসাইটও লাইভ করা হয়েছে। অতএব ভারতে রিয়েলমি নারজো ৫০ ফোন আসছে এবং তা অ্যামাজন থেকে কেনা যাবে, এই দু’টি তথ্য নিশ্চিতরূপে জানা গিয়েছে।
রিয়েলমি নারজো ৫০ আসলে রিয়েলমি নারজো ৫০ সিরিজের ভ্যানিলা মডেল। তবে এই সিরিজের আরও দুটো ফোন রিয়েলমি নারজো ৫০এ এ বং রিয়েলমি নারজো ৫০আই আগেই ভারতে লঞ্চ হয়েছে। ২০২১ সালের সেপ্টেম্বর মাসে এই দুই ফোন ভারতে লঞ্চ হয়েছিল। এবার এই স্মার্টফোন সিরিজের ভ্যানিলা মডেল তৃতীয় ফোন হিসেবে ভারতে লঞ্চ হতে চলেছে। PassionateGeekz- এর একটি রিপোর্টে বলা হয়েছে যে ভারতে রিয়েলমি নারজো ৫০ ফোনের ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম হতে পারে ১৫,৯৯৯ টাকা। এই ফোনেরই ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম হতে পারে ১৭,৯৯০ টাকা। স্পিড ব্ল্যাক এবং স্পিড ব্লু, এই দুই রঙে ভারতে লঞ্চ হতে পারে রিয়েলমি নারজো ৫০ ফোন।
রিয়েলমি নারজো ৫০ ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন
- এই ফোনে একটি ৬.৬ ইঞ্চির ফুল এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে থাকতে পারে।
- এছাড়াও থাকতে পারে একটি মিডিয়াটেক হেলিও জি৯৬ প্রসেসর। তার সঙ্গে ৬ জিবি পর্যন্ত র্যাম যুক্ত থাকতে পারে।
- এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর এবং দুটো ২ মেগাপিক্সেলের ওয়াইড ও ডেপথ সেনসর থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর থাকতে পারে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর।
- এই ফোনের অনবোর্ড স্টোরেজের পরিমাণ হতে পারে ১২৮ জিবি, যার আবার মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব হতে পারে।
- কানেক্টিভিটি অপশন হিসেবে এই ফোনে ৪জি এলটিই পরিষেবা থাকতে পারে। এছাড়াও থাকতে পারে ৫০০০ এমএএইচ ব্যাটারি। আর থাকতে পারে ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট।
আরও পড়ুন- OnePlus Nord CE 2 5G: ভারতে লঞ্চ হয়েছে ওয়ানপ্লাস নর্ড সিই২ ৫জি ফোন, দেখে নিন দাম ও স্পেসিফিকেশন





