Vivo Y15s: চলতি সপ্তাহেই ভারতে লঞ্চ হতে পারে ভিভো ওয়াই১৫এস ফোন, থাকতে পারে ১৩ মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা

এই ফোনে একটি মিডিয়াটেক হেলিও পি৩৫ প্রসেসর থাকার সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে যুক্ত থাকতে পারে ৩ জিবি র‍্যাম।

Vivo Y15s: চলতি সপ্তাহেই ভারতে লঞ্চ হতে পারে ভিভো ওয়াই১৫এস ফোন, থাকতে পারে ১৩ মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা
ভারতে ভিভো ওয়াই১৫এস ফোন লঞ্চের কথা ভিভো কোম্পানি এখনও আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেনি। Photo Credit: Pricebaba
Follow Us:
| Edited By: | Updated on: Feb 17, 2022 | 11:03 PM

ভারতে লঞ্চ হতে চলেছে ভিভো ওয়াই সিরিজের নতুন ফোন ভিভো ওয়াই১৫এস (২০২১) (Vivo Y15s 2021)। ভিভো সংস্থার অ্যাফোর্ডেবল (Affordable Smartphone) ওয়াই সিরিজের (Vivo Y Series) স্মার্টফোনের মধ্যে ভিভো ওয়াই১৫এস লঞ্চ হতে চলেছে। আসন্ন এই ফোন কয়েকমাস আগে সিঙ্গাপুরে লঞ্চ হয়েছিল। সেই ফোনে ছিল একটি মিডিয়াটেক হেলিও পি৩৫ প্রসেসর। আর তার সঙ্গে যুক্ত ছিল ৩ জিবি র‍্যাম। এছাড়াও ছিল একটি ৬.৫১ ইঞ্চির ডিসপ্লে। ফোনের সাইডে একটি ফিঙ্গারপ্রিন্ট সেনসরও দেখা গিয়েছিল। ওই ফোন অ্যানড্রয়েড ১১ (গো এডিশন)- এর সাহায্যে পরিচালিত হবে। যদিও ভিভো সংস্থা আনুষ্ঠানিক ভাবে এখনও ভিভো ওয়াই১৫এস ফোন লঞ্চের কথা ঘোষণা করেনি।

ভারতে ভিভো ওয়াই১৫এস ফোনের সম্ভাব্য দাম

MySmartPrice- এর রিপোর্ট অনুসারে ভিভো ওয়াই১৫এস ফোনের দাম ভারতে ১০ হাজার থেকে ১২ হাজার টাকার মধ্যে হতে পারে। তবে ভারতে এই ফোন কোন কোন স্টোরেজ ভ্যারিয়েন্ট বা কী কী রঙে লঞ্চ হতে পারে সেই ব্যাপারে এখনও কিছু জানা যায়নি। কিন্তু শোনা যাচ্ছে চলতি সপ্তাহেই ভারতে ভিভো ওয়াই১৫এস ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে।

ভিভো ওয়াই১৫এস ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন

  • এই ফোন পরিচালিত হতে পারে অ্যানড্রয়েড ১১ গো এডিশন এবং Funtouch OS 11.1- এর সাহায্যে।
  • এই ফোনে ৬.৫১ ইঞ্চির এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে থাকতে পারে।
  • এছাড়াও এই ফোনে একটি মিডিয়াটেক হেলিও পি৩৫ প্রসেসর থাকার সম্ভাবনা রয়েছে। যার সঙ্গে যুক্ত থাকতে পারে ৩ জিবি র‍্যাম। সেই সঙ্গে ভার্চুয়াল মেমরি হিসেবে ১ টিবি স্টোরেজ থাকবে যা র‍্যামের পরিমাণ বাড়াতে সাহায্য করতে পারে।
  • ভিভো ওয়াই১৫এস ফোনে একটি ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসরের সঙ্গে ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা সেনসর থাকতে পারে। এছাড়াও একটি ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকার কথা রয়েছে এই ফোনে। আর ভিভো ওয়াই সিরিজের এই ফোনের ইনবিল্ড স্টোরেজের পরিমাণ হতে পারে ৩২ জিবি।
  • কানেক্টিভিটি অপশন হিসেবে এই ফোনে ৪জি এলটিই, ওয়াই-ফাই, ব্লুটুথ ৫.০ সাপোর্ট থাকতে পারে। ফোনের সাইডের অংশে থাকতে পারে একটি ফিঙ্গারপ্রিন্ট সেনসর। এছাড়াও এই ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১০ ওয়াটের চার্জিং সাপোর্ট থাকতে পারে।

আরও পড়ুন- Realme Narzo 50: ভারতে খুব তাড়াতাড়িই লঞ্চ হবে রিয়েলমি নারজো ৫০ ফোন, দেখুন সম্ভাব্য দাম এবং স্পেসিফিকেশন

আরও পড়ুন- OnePlus Nord CE 2 5G: ভারতে লঞ্চ হয়েছে ওয়ানপ্লাস নর্ড সিই২ ৫জি ফোন, দেখে নিন দাম ও স্পেসিফিকেশন

আরও পড়ুন- Realme 9 Pro 5G vs Realme 9Pro+ 5G: একনজরে দেখে নিন রিয়েলমি ৯ প্রো ৫জি এবং রিয়েলমি ৯ প্রো+ ৫জি ফোনের বিভিন্ন স্পেসিফিকেশন