Inverter AC: এসি চালিয়েও বিদ্যুতের বিল কমাতে চান? ব্যবহার করুন এইসব ইনভার্টার এয়ার কন্ডিশনার, রইল তালিকা
Inver AC Under 35,000: একাধিক ব্র্যান্ডের এসি রয়েছে এই তালিকায়। আর এই সমস্ত ইনভার্টার এসির দামও ৩৫ হাজার টাকার মধ্যেই রয়েছে।
তীব্র দাবদাহের পর বঙ্গে অবশ্য এখন কালবৈশাখীর দাপটে কিছুটা স্বস্তি পাওয়া গিয়েছে। কিন্তু এরপরেও ভাদ্র মাসের ভ্যাপসা গরমের মরশুম বাকি আছে। তাই এয়ার কন্ডিশনার (Air Conditioner) কেনার পরিকল্পনা বাতিল না করাই ভাল। কারণ যে হারে প্রতি বছরই তাপমাত্রা চড়ছে, এসি (Inverter AC) ছাড়া স্বস্তি নেই। কিন্তু বাড়িতে এয়ার কন্ডিশনার মানেই চড়া ইলেকট্রিক বিল। টাকা গুনতে গুনতে নাজেহাল অবস্থার মধ্যবিত্তের। এসি যাও বা একটা কিনে নিলেন, কিন্তু ইলেকট্রিক বিল দিতেই তো প্রাণ ওষ্ঠাগত হওয়ার জোগাড়। তাই জেনে নিন ঠিক কোন ধরনের এসি কেনা উচিত যার মাধ্যমে আপনার সাশ্রয় করতে পারবেন। অর্থাৎ ইলেকট্রিক বিল সাংঘাতিক হবে না। এসি চালালেও ইলেকট্রিক অর্থাৎ কারেন্ট কনজাম্পশন যাতে কম হয় সেক্ষেত্রে ইনভার্টার এসি বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
সাধারণ এয়ার কন্ডিশনারের তুলনায় ইনভার্টার সমেত এসি চালালে বিদ্যুতের খরচ কিছুটা কম হয়। অর্থাৎ ইনভার্টার এয়ার কন্ডিশনারগুলো এনার্জি এফিসিয়েন্ট ডিভাইস। কারণ এখানে থাকে ভ্যারিয়েবল স্পিড কম্প্রেসর। ফলে ইনভার্টার সমেত এসি কিছুটা কম বিদ্যুৎ বা ইলেকট্রিক খরচ করে। যার ফলে মাসের শেষে আতঙ্ক ধরানোর মতো বিদ্যুতের বিলের হাত থেকে রেহাই পাওয়ার সুযোগ থাকে আপনার কাছে।
এবার দেখে নেওয়া যাক ভারতের বাজারে ৩৫ হাজার টাকার মধ্যে ভাল ইনভার্টার এসি- র কোন কোন মডেল রয়েছে
একাধিক ব্র্যান্ডের এসি রয়েছে এই তালিকায়। আর এই সমস্ত ইনভার্টার এসির দামও ৩৫ হাজার টাকার মধ্যে রয়েছে।
ভোল্টাস ম্যাগনাম ১ টন ৩ স্টার ইনভার্টার স্প্লিট এসি- এই এয়ার কন্ডিশনারের দাম ৩১,৯৯০ টাকা। এই এসির সাহায্যে মোটামুটি ১৩০ বর্গফুট এলাকা ঠাণ্ডা হবে। এই এয়ার কন্ডিশনারে রয়েছে BLDC Rotary কম্প্রেসর, ৩৪৪০ ওয়াটের কুলিং ক্যাপাসিটি এবং কপার কন্ডেনসর। ১২ মাসের ওয়ারেন্টি এবং ১০ বছরের কম্প্রেসর ওয়ারেন্টি রয়েছে এই এসিতে।
লয়েড ১.২৫ টন ৩ স্টার ইনভার্টার স্প্লিট এসি- এই এয়ার কন্ডিশনারের দাম ৩২,৯৯০ টাকা। এখানেও রয়েছে rotary কম্প্রেসর এবং ৪৪১০ ওয়াটের কুলিং ক্যাপাসিটি ও কপার কন্ডেনসার। ১৫০ বর্গফুট এলাকা ঠাণ্ডা হওয়ার জন্য এই এসি ঠিকভাবে কাজ করবে। এই এয়ার কন্ডিশনারেও রয়েছে ১২ মাসের ওয়ারেন্টি এবং ১০ বছরের কম্প্রেসর ওয়ারেন্টি।
হায়ার ক্লিন কুল ১ টন ৩ স্টার ইনভার্টার স্প্লিট এসি- এই এসির দাম ৩১,৩৯০ টাকা। ডুয়াল রোটারি কম্প্রেসর, ৩৬০০ ওয়াটের কুলিং ক্যাপাসিটি এবং কপার কন্ডেনসর রয়েছে এই এসিতে। ১৩০ বর্গফুট এলাকা ঠাণ্ডা হবে এই এয়ার কন্ডিশনারে। ১২ মাসের ওয়ারেন্টি এবং ১০ বছরের কম্প্রেসর ওয়ারেন্টি রয়েছে এই এসিতে।
ক্রোমা ১.৫ টন ৩ স্টার ইনভার্টার স্প্লিট এসি- এই এসির দাম ৩১,৯৯০ টাকা। একটি রোটারি ইনভার্টার কম্প্রেসর রয়েছে এই এসিতে। কুলিং ক্যাপাসিটি ৫২৫০ ওয়াটের। এর সঙ্গে রয়েছে কপার কন্ডেনসর। ১৮০ বর্গফুট এলাকা ঠাণ্ডা করতে পারবে এই এসি। ১২ মাসের ওয়ারেন্টি এবং ১০ বছরের কম্প্রেসর ওয়ারেন্টি রয়েছে এই এসিতে।
প্যানাসোনিক ১ টন ৩ স্টার ইনভার্টার স্প্লিট এসি- প্যানাসোনিকের এই এসির দাম ৩৫,৯৯০ টাকা। এখানে রয়েছে রোটারি কম্প্রেসর, ৩৫০০ ওয়াটের কুলিং ক্যাপাসিটি, কপার কন্ডেনসর। ১৩০ বর্গফুট এলাকা ভালভাবেই ঠাণ্ডা হবে এই এসির সাহায্যে। ১২ মাসের ওয়ারেন্টি রয়েছে এই এসিতে।
আরও পড়ুন- AC At 24°C: এই তাপমাত্রায় এসি চালালে বিল বাঁচবে হাজার-হাজার টাকা, শরীরও থাকবে সুস্থ