Flipkart Big Saving Days Sale: ফ্লিপকার্টের বিগ সেভিং ডেজ সেলে কোন কোন স্মার্ট টিভির দাম কত কমেছে দেখে নিন

Flipkart Big Saving Days Sale: এসবিআই- এর ক্রেডিট কার্ড বা ইএমআই অপশনে কেনাকাটা করলে ১০ শতাংশ ছাড় পাবেন ক্রেতারা।

Flipkart Big Saving Days Sale: ফ্লিপকার্টের বিগ সেভিং ডেজ সেলে কোন কোন স্মার্ট টিভির দাম কত কমেছে দেখে নিন
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: May 03, 2022 | 9:45 AM

ফ্লিপকার্টের বিগ সেভিং ডেজ সেল (Flipkart Big Saving Days Sale) শুরু হচ্ছে আজ অর্থাৎ ৩ মে থেকে। ৮ মে পর্যন্ত চলবে এই সেল। স্মার্টফোনের (Smartphones) পাশাপাশি অন্যান্য ইলেকট্রনিক্স গ্যাজেট, ডিভাইস ও অ্যাকসেসরিজের ক্ষেত্রেও থাকছে ছাড়। ফ্লিপকার্টের প্লাস মেম্বাররা ৩ মে রাত ১২টা থেকে কেনাকাটা করার সুযোগ পাবেন। বাকিদের জন্য সেল শুরু হবে ৪ মে থেকে। জানা গিয়েছে, ফ্লিপকার্টের এই সেলে রেডমি নোট ১০টি ৫জি, স্যামসাং গ্যালাক্সি এফ২২, ভিভো ওয়াই৫৩এস, রিয়েলমি ৯আই, মোটো জি৩১ ফোনের দামে থাকবে ছাড়। এছাড়াও স্মার্ট টিভি, অ্যাকসেসরিজ এবং অন্যান্য ইলেকট্রনিক্সের উপরেও থাকবে ছাড়। এসবিআই- এর ক্রেডিট কার্ড বা ইএমআই অপশনে কেনাকাটা করলে ১০ শতাংশ ছাড় পাবেন ক্রেতারা। এবার দেখে নেওয়া যাক কোন কোন স্মার্টফোন এবং অন্যান্য গ্যাজেটে ছাড় রয়েছে।

মোটো জি৬০- এই ফোনের আসল দাম ২১,৯৯৯ টাকা। ফ্লিপকার্টে এই ফোন পাওয়া যাবে ১৫,৯৯৯ টাকা। এছাড়াও এই ফোন কেনার ক্ষেত্রে ক্রেতারা ১৩ হাজার টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার পাবেন। এই ফোনে একটি স্ন্যাপড্রাগন ৭৩২ প্রসেসর এবং তার সঙ্গে ৬ জিবি পর্যন্ত র‍্যাম যুক্ত রয়েছে। এছাড়াও এই ফোনে একটি ৬.৮ ইঞ্চির এলসিডি ডিসপ্লে, ১০৮ মেগাপিক্সেলের মেন ক্যামেরা সেনসর, ট্রিপল রেয়ার ক্যামেতা এবং ৩২ মেগাওউজসেকের সেলফি ক্যামেরা রয়েছে।

রিয়েলমি ৯আই- এই ফোনের আসল দাম ১৫,৯৯৯ টাকা। তবে ফ্লিপকার্টে এই ফোন পাওয়া যাবে ১২,৯৯৯ টাকায়। ফ্লিপকার্টের তরফে এই ফোন কেনার ক্ষেত্রে এক্সচেঞ্জ অফার হিসেবে ১১,৫৫০ টাকা দেওয়া হবে। এই ফোনে রয়েছে অ্যান্ড্রয়েড ১ সাপোর্ট এবং স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর। এর সঙ্গে ৬ জিবি পর্যন্ত র‍্যাম যুক্ত রয়েছে। এই ফোনে একটি ৬.৬ ইঞ্চির এলইডি ডিসপ্লে, ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর এবং ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

শাওমি এমআই টিভি ৫এক্স- এই স্মার্ট টিভির আসল দাম ৫৯,৯৯৯ টাকা। কিন্তু ফ্লিপকার্টের সেলে এই টিভি কেনা যাবে ৩৯,৯৯৯ টাকায়। এক্ষেত্রে রয়েছে এক্সচেঞ্জ অফার। ক্রেতারা এই স্মার্ট টিভি কেনার ক্ষেত্রে ১১ হাজার টাকা এক্সচেঞ্জ অফার হিসেবে পাবেন। এই স্মার্ট টিভিতে ৫০ ইঞ্চির ৪কে এলইডি ডিসপ্লে রয়েছে। এছাড়াও এই স্মার্ট টিভিতে একটি কোয়াড কোর চিপসেট এবং তার সঙ্গে ২ জিবি র‍্যাম ও ১৬ জিবি ইনবিল্ট স্টোরেজ যুক্ত রয়েছে। অ্যান্ড্রয়েড টিভি ১০- এর সাহায্যে পরিচালিত হয় এই স্মার্ট টিভি। এই স্মার্ট টিভিতে গুগল প্লে স্টোরের সাপোর্ট রয়েছে।

রিয়েলমি স্মার্ট টিভি- ৩২ ইঞ্চির এই স্মার্ট টিভির আসল দাম ১৭,৯৯৯ টাকা। ফ্লিপকার্টের বিগ সেভিং ডেজ সেলে কেনা যাবে ১৪,৯৯৯ টাকাউ। এখানেও ১১ হাজার টাকা পর্যন্ত এক্সচেঞ্জ পেতে পারেন ক্রেতারা। এলইডি ডিসপ্লে রয়েছে এই স্মার্ট টিভিতে। একটি কোয়াড কোর মিডিয়াটেক এমএসডি৬৬৮৩ প্রসেসর রয়েছে এখানে। তার সঙ্গে ১ জিবি র‍্যাম ও ৮ জিবি ইনবিল্ট স্টোরেজ যুক্ত রয়েছে। তাছাড়াও রয়েছে কোয়াড ২৪ ওয়াটের স্পিকার।

আরও পড়ুন- Amazon Summer Sale 2022: অ্যামাজনের সামার সেল, আইফোন ১৩- সহ একগুচ্ছ ফোনে দারুণ অফার, দেখে নিন