Samsung Fab Grab Fest: হাফ দামে এসি, ফোন, টিভি, ল্যাপটপ! স্যামসাং ফ্যাব গ্র্যাব ফেস্ট সম্পর্কে ৬ পয়েন্টে যাবতীয় তথ্য

Deals And Offers: ১ মে থেকে শুরু হয়েছে স্যামসাং ফ্যাব গ্র্যাব ফেস্ট। এক সপ্তাহ ব্যাপী এই সেলে আপনি স্মার্টফোন থেকে টিভি, এসি, ল্যাপটপ-সহ একাধি ডিভাইসে পেয়ে যাবেন আকর্ষণীয় ছাড়। অফারগুলি সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিন।

Samsung Fab Grab Fest: হাফ দামে এসি, ফোন, টিভি, ল্যাপটপ! স্যামসাং ফ্যাব গ্র্যাব ফেস্ট সম্পর্কে ৬ পয়েন্টে যাবতীয় তথ্য
স্যামসাং ফ্যাব গ্র্যাব ফেস্ট।
Follow Us:
| Edited By: | Updated on: May 02, 2022 | 5:43 PM

স্যামসাং (Samsung) তার ফ্যাব গ্র্যাব ফেস্ট সেল নিয়ে হাজির হয়েছে। ১ মে থেকে শুরু হয়ে এই স্যামসাং ফ্যাব গ্র্যাব ফেস্ট সেল (Fab Grab Fest Sale) চলবে ৮ মে পর্যন্ত। এক সপ্তাহের এই সেলে স্মার্টফোন থেকে শুরু করে ল্যাপটপ, ট্যাবলেট, অ্যাক্সেসারিজ়, উইয়্যারেবল-সহ স্যামসাংয়ের হরেক ডিজিটাল অ্যাপ্লায়েন্সে একদিকে যেমন আকর্ষণীয় ছাড় থাকছে। আর একদিকে যেমনই আবার রয়েছে ক্যাশব্যাক অফারও। স্যামসাংয়ের অফিসিয়াল ওয়েবসাইট এবং সংস্থাটির এক্সক্লুসিভ স্টোরগুলিতে মিলবে ফ্যাব গ্র্যাব ফেস্টের যাবতীয় অফার। এই সেল সম্পর্কে ৬ পয়েন্টে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেওয়া যাক।

১) স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার

ফ্যাব গ্র্যাব ফেস্টের জন্য একাধিক নামজাদা ব্যাঙ্কের সঙ্গে গাঁটছড়া বেঁধেছে স্যামসাং। এইচডিএফসি ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক এবং স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কাস্টমাররা স্যামসাং ফ্যাব গ্র্যাব ফেস্টে কেনাকাটি করলে পেয়ে যাহেন ২০ শতাংশ ক্যাশব্যাক। ক্রেডিট এবং ডেবিট দুই কার্ডের ক্ষেত্রেই লাগু হবে অফারটি। এক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখতে হবে যে, অফারগুলি আপনি তখনই পাবেন, যখন স্যামসাংয়ের অফিসিয়াল ওয়েবসাইট বা স্যামসাং স্টোর থেকে কেনাকাটি করবেন।

২) স্যামসাংয়ের লাইভ কমার্স ইভেন্ট

এই সেল উপলক্ষে একটি লাইভ কমার্স ইভেন্টেরও আয়োজন করেছে স্যামসাং। সেই লাইভ ইভেন্টে আবার ৩ মে থেকে শুরু হয়ে ৬ মে পর্যন্ত চলবে। যে সব কাস্টমাররা স্যামসাং লাইভ ইভেন্টের সময় বিভিন্ন ডিভাইস কিনবেন, তাঁরা পেয়ে যাবেন অতিরিক্ত লিমিটেড-টাইম অফার। সেই সঙ্গেই আবার তাঁরা পেয়ে যাবেন দুর্ধর্ষ কিছু প্রাইজ় এবং ভাউচার্সও। এসবিআই, এইচডিএফসি এবং আইসিআইসিআই ব্যাঙ্কের কার্ড ব্যবহারকারীরাও পেয়ে যাবেন ডিসকাউন্ট।

৩) ২-৩ দিনের মধ্যেই ডেলিভারি

এই সেল চলাকালীন স্যামসাং ডট কম থেকে যদি কাস্টমাররা কেনাকাটি করেন, তাহলে মাত্র ২ থেকে ৩ দিনের মধ্যে ডেলিভারি হয়ে যাবে স্যামসাংয়ের বিভিন্ন প্রডাক্ট। সংস্থার তরফ থেক জানানো হয়েছে, দেশের ১৬,০০০ পিন কোডে এই এত দ্রুত সময়ে প্রডাক্ট ডেলিভারি করা হবে।

৪) স্যামসাং শপ অ্যাপ

স্যামসাং শপ অ্যাপ থেকে যে সব কাস্টমাররা কেনাকাটি করবেন তাঁরা পেয়ে যাবেন ৪,৫০০ টাকা ডিসকাউন্ট।

৫) স্যামসাং টিভি

স্যামসাংয়ের টিভি যে সব কাস্টমাররা ক্রয় করবেন, তাঁরা অন্তত ৬০ শতাংশ সাশ্রয় করতে পারবেন। বিশেষ করে নিও কিউলেড এবং ক্রিস্টাল ফোরকে ইউএইচডি টিভির ক্ষেত্রে এই ৬০ শতাংশই ছাড় মিলবে। স্যামসাং ডিজিটাল অ্যাপ্লায়েন্স যেমন, প্রিমিয়াম স্যামসাং উইন্ডফ্রি এসি, টুইন কুলিং প্লাস ডাবল ডোর রেফ্রিজারেটর, কার্ড মায়েস্ত্রো ডাবল ডোর রেফ্রিজারেটর এবং এআই ইকোবাবল ওয়াশিং মেশিনের ক্ষেত্রে ৫৭ শতাংশ পর্যন্ত ছাড় পেয়ে যাবেন কাস্টমাররা।

৬) ফোনের অফার

স্যামসাং গ্যালাক্সি এস২২, গ্যালাক্সি এস২০ এফই ৫জি, গ্যালাক্সি এম৩২ এবং সদ্য লঞ্চ হওয়া গ্যালাক্সি এস৫৩ ৫জি এবং গ্যালাক্সি এম৩৩ ৫জি ফোনগুলি পাওয়া যাবে ৫০ শতাংশ পর্যন্ত ছাড়ে। স্যামসাং গ্যালাক্সি বুক২ ল্যাপটপটি এই সেলে ১৬ শতাংশ ছাড়ে পাবেন গ্রাহকরা।

আরও পড়ুন: এই তাপমাত্রায় এসি চালালে বিল বাঁচবে হাজার-হাজার টাকা, শরীরও থাকবে সুস্থ

আরও পড়ুন: এবার আপনার বন্ধুর ছবিতে ক্লিক করলেই তাঁর স্টেটাস আপডেট দেখাবে হোয়াটসঅ্যাপ

আরও পড়ুন: নাম, ফোন নম্বর, ঠিকানা, গুগলের কাছে থাকা আপনার সব তথ্য এবার সরাতে পারবেন, কীভাবে?