Electric Hanger: বর্ষায় রোদের দেখা না মিললেও নো টেনশন, ভিজে জামা শুকিয়ে দেবে এই বৈদ্যুতিক হ্যাঙার

Electric Clothes Dryer Hanger: আপনি খুব সহজেই বর্ষাকালে জামা কাপড় শুকিয়ে ফেলতে পারবেন। তার জন্য আপনাকে প্রচুর টাকাও খরচা করতে হবে না। কম খরচেই একটি বৈদ্যুতিক হ্যাঙ্গার কিনে ফেলতে পারবেন।

Electric Hanger: বর্ষায় রোদের দেখা না মিললেও নো টেনশন, ভিজে জামা শুকিয়ে দেবে এই বৈদ্যুতিক হ্যাঙার
Follow Us:
| Edited By: | Updated on: Sep 12, 2023 | 3:05 PM

Electric Hanger Price: বর্ষাকাল মানেই স্যাঁতসেঁতে পরিবেশ। আর তার সঙ্গে সবচেয়ে বড় সমস্যা জামা কাপড় শুকানো। সারাদিন মেঘলা হয়ে থাকে। একটু রোদ উঠলেও তাতে ঠিক করে জামা কাপড় শুকতে চায় না। আর পাখার হাওয়ায় শোকালে একটা গন্ধ থেকেই যায় জামা কাপড়ে। এবার আপনাকে এই সমস্যার সমাধান জানানো হবে। আপনি খুব সহজেই বর্ষাকালে জামা কাপড় শুকিয়ে ফেলতে পারবেন। তার জন্য আপনাকে প্রচুর টাকাও খরচা করতে হবে না। কম খরচেই একটি বৈদ্যুতিক হ্যাঙ্গার কিনে ফেলতে পারবেন। আর দরকারী জামা কাপড়গুলো সেই বৈদ্যুতিক হ্যাঙ্গারে টাঙিয়ে দিলেই কয়েক সেকেন্ডে একদম ভালভাবে শুকিয়ে যাবে।

বৈদ্যুতিক হ্যাঙ্গার কী?

আপনি এই বৈদ্যুতিক হ্যাঙ্গার যে কোনও ই-কমার্স সাইটে সার্চ করলেই পেয়ে যাবেন। পোর্টেবল ইলেকট্রিক ক্লোথস ড্রায়ার হ্যাঙ্গার বিদ্যুতে চলে এবং জামাকাপড় ঝুলানোর সঙ্গে সঙ্গে তা চালু করতে হয়। একবার চালু হলে, এই হ্যাঙ্গার এক নিমিষেই কাপড় শুকিয়ে ফেলতে পারে। আপনি এই হ্যাঙ্গারটি ই-কমার্স সাইট বা বাজার থেকে প্রায় 500 টাকায় কিনতে পারেন। এতে আর জামা কাপড়ের স্যাঁতসেঁতে গন্ধ নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না।

এটি কীভাবে কাজ করে?

এটি একটি সাধারণ হ্যাঙ্গার মত। আপনাকে হ্যাঙ্গারটিকে কোথাও ঝুলিয়ে রাখতে হবে। প্রথমে এটিতে আপনার জামা ফিট করতে হবে এবং প্লাগ করতে হবে। এর পর কাজ শুরু হবে। বৈদ্যুতিক হ্যাঙ্গার সম্পূর্ণ প্লাস্টিকের হয়। তাই তাতে ভিজে জামা কাপড় দিলে কোনও রকম সমস্যা হয় না। এমনকি গরমে গলে যাবে না। কারণ এতে ব্যবহার করা হয়েছে শক্ত প্লাস্টিক। এটি 5 কেজি লোড তুলতে পারে। মাঝখানে একটি বোতাম আছে, যা টিপে অন করা যায়। শুকানোর পরে, এটি একই বোতাম টিপে বন্ধ করা যেতে পারে। তবে খেয়াল রাখবেন যে জামাই শোকাবেন তাতে যেন প্রচুর জল না থাকে। এতে মেশিনটি খারাপ হয়ে যেতে পারে।