Jio AirFiber: সস্তার ছোট্ট Wifi ডিভাইসই Jio-র ‘আশ্চর্য প্রদীপ’! দ্রুত গতির 5G ডেটা দেবে AirFiber

Jio AirFiber হল খুবই ছোট্ট একটি ডিভাইস, যা Wi-Fi কানেক্টিভিটি ডেলিভার করবে। বিরাট একটা অঞ্চল জুড়ে ওয়াই-ফাই কানেক্টিভিটি অফার করতে সক্ষম হবে ডিভাইসটি। জানা গিয়েছে, সিঙ্গেল ফ্লোরে 1000 স্কোয়্যার ফুট জায়গা-জুড়ে কাজ করবে জিও এয়ারফাইবার।

Jio AirFiber: সস্তার ছোট্ট Wifi ডিভাইসই Jio-র 'আশ্চর্য প্রদীপ'! দ্রুত গতির 5G ডেটা দেবে AirFiber
ইন্টারনেটের যুগান্তকারী প্রডাক্ট Jio AirFiber।
Follow Us:
| Edited By: | Updated on: Apr 26, 2023 | 12:19 PM

Jio AirFiber Launch News: দেশে 5G রোলআউটের আগেও বড় কিছুর ঘোষণা করেছিল Reliance Jio। জানেন, কী সেই জিনিস? মুম্বইয়ের টেলিকম জায়ান্টটি জানিয়েছিল যে, তারা 5G ফিক্সড ওয়্যারলেস অ্যাক্সেস ডিভাইস নিয়ে হাজির হবে। কিন্তু 5G আগে লঞ্চ করে গিয়েছে। আর সেই ফিক্সড ওয়্যারলেস অ্যাক্সেস ডিভাইস বা 5G FWA এবার বাজারে আসতে চলেছে, যার নাম Jio AirFiber। ব্রডব্যান্ডের ক্ষেত্রে আমরা যেমন ইন্টারনেট স্পিড উপভোগ করি, জিও এয়ারফাইবারও সেই একই স্পিড দেবে। তফাতটা হল, Jio AirFiber 5G নেটওয়ার্ক সাপোর্ট করবে। ইন্টারনেটের গতি যে কোন জায়গায় পৌঁছবে, তার আন্দাজ করতে পারছেন নিশ্চয়ই? ছোট্ট একটা ডিভাইস, যা সঙ্গে রাখলে আপনি দুরন্ত ইন্টারনেট স্পিড উপভোগ করতে পারবেন। ইন্ডিয়ান মোবাইল কংগ্রেস 2022 শীর্ষক ইভেন্টে এই ছোট্ট ডিভাইসটি প্রথমবার দেখায় Jio। সেখানে প্রডাক্টটির কোনও ডেমো না দেখানো হলেও, তা যে কীরকম দেখতে হতে চলেছে, তার আঁচ পেয়েছিলেন ব্যবহারকারীরা।

Jio AirFiber: ইন্টারনেটের খেলাটা বদলে দেবে

Jio-র AirFiber যেন সত্যিই ইন্টারনেটের একটি যুগান্তকারী প্রডাক্ট হতে চলেছে। এখন দেখার বিষয় হল, টেলিকম জায়ান্টটি এর মার্কেট কীভাবে করে। সংবাদমাধ্যম ইকোনমিক টাইমসের একটি রিপোর্টে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ় লিমিটেডের প্রেসিডেন্ট কিরণ থমাসকে উদ্ধৃত করে বলা হয়েছে, জিও এয়ারফাইবার খুব শিগগিরই মানুষের ব্যবহারযোগ্য হতে চলেছে। এর অর্থ হল, 2023 শেষ হওয়ার আগেই Jio AirFiber ভারতীয়দের বাড়িতে প্রবেশ করে যাবে। 5G নেটওয়ার্কের উপরে ডিভাইসটি কাজ করবে, যে কারণে Jio এই মুহূর্তে 5G রোলআউট করছে আরও দ্রুততার সঙ্গে।

Jio AirFiber: কত দাম হতে পারে

Jio AirFiber-এর কমার্শিয়াল প্ল্যান সম্পর্কে সংস্থাটি কিছুই জানায়নি। অর্থাৎ ডিভাইসটি কত দামে লঞ্চ হতে পারে, সে সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। তবে Reliance Jio-র বেশির ভাগ ডিভাইসের দামই যেহেতু কম, সেই দিক থেকে মনে করা হচ্ছে, AirFiber-ও লঞ্চ করা হতে পারে বেশ কম দামেই। এদিকে দেশের একটা বড় অংশের মানুষ যেহেতু JioFiber ব্যবহার করেন, তাই Jio AirFiber এসে গেলে যে দুইয়ের মধ্যেই বড় টক্কর হবে তা-ও একদম পরিষ্কার।

Jio AirFiber: ছোট্ট ডিভাইস, বিরাট বৈশিষ্ট্য

Jio AirFiber হল খুবই ছোট্ট একটি ডিভাইস, যা Wi-Fi কানেক্টিভিটি ডেলিভার করবে। বিরাট একটা অঞ্চল জুড়ে ওয়াই-ফাই কানেক্টিভিটি অফার করতে সক্ষম হবে ডিভাইসটি। জানা গিয়েছে, সিঙ্গেল ফ্লোরে 1000 স্কোয়্যার ফুট জায়গা-জুড়ে কাজ করবে জিও এয়ারফাইবার। বিগত বেশ কিছু মাস ধরে এই ডিভাইস নিয়ে একাধিক জল্পনা ভেসে এসেছে। এখন দেখার কবে এই ডিভাইস লঞ্চ করে এবং তা কীভাবে ভারতীয়দের মন জয় করতে সক্ষম হয়।