Moto Watch 100: এসে গেল মোটোরোলার নতুন স্মার্টওয়াচ! সার্কুলার ডিসপ্লে, একবার চার্জে ১৪ দিনের ব্যাটারি-জীবন

Moto Watch 100 Price, Specifications: বাজারে নতুন স্মার্টওয়াচ নিয়ে এল মোটোরোলা। এই হাতঘড়িতে রয়েছে চমৎকার কিছু ফিচার্স। দাম-সহ সেই সব তথ্য এক নজরে দেখে নিন।

Moto Watch 100: এসে গেল মোটোরোলার নতুন স্মার্টওয়াচ! সার্কুলার ডিসপ্লে, একবার চার্জে ১৪ দিনের ব্যাটারি-জীবন
এক চার্জেই ১৪ দিন ব্যাকআপ!
Follow Us:
| Edited By: | Updated on: Nov 17, 2021 | 12:39 PM

অপেক্ষার অবসান ঘটিয়ে লঞ্চ করে গেল মোটো ওয়াচ ১০০। বিগত কিছু দিন ধরেই এই হাতঘড়ি নিয়ে একাধিক জল্পনা শোনা গিয়েছে। একাধিক ফিচার্স ও স্পেসিফিকেশনও সামনে এসেছে। লেনোভো-র সংস্থার মোটোরোলার এই নতুন স্মার্টওয়াচে সার্কুলার ডিজাইন রয়েছে। উল্লেখযোগ্য ফিচারের মধ্যে রয়েছে, হার্ট রেট ট্র্যাকিং এবং ব্লাড অক্সিজেন (SpO2) মনিটরিং।

এই Moto Watch 100 আসলে কোম্পানির প্রথম স্মার্টওয়াচ, যা সফ্টওয়্যারের দিক থেকে মোটোরোলার নিজস্ব অপারেটিং সিস্টেমের সাহায্যে। কোম্পানির তরফ থেকে দাবি করা হচ্ছে, এই কাস্টম অপারেটিং সিস্টেম তৈরি করা হয়েছে হেলথের উপরে ফোকাস করে এবং নাটকীয় ভাবে তা ডিজাইন করা হয়েছে স্মার্টওয়াচের ব্যাটারি লাইফের উপরে ভিত্তি করে। একবার চার্জ দিলেই লাগাতার ১৪ দিনের ব্যাটারি-জীবন দিতে পারবে এই মোটো ওয়াচ ১০০।

মোটো ওয়াচ ১০০ দাম ও উপলব্ধতা –

আপাতত মোটোরোলার এই স্মার্টওয়াচ উপলব্ধ হতে চলেছে আমেরিকার মার্কেটে। সে দেশে মোটো ওয়াচ ১০০ মডেলের দাম রাখা হয়েছে $৯৯.৯৯, যা ভারতীয় মূল্যে প্রায় ৭,৪০০ টাকা। আমেরিকায় মোটোরোলার অফিসিয়াল ওয়েবসাইটে গ্লেসিয়ার সিলভার এবং ফ্যান্টম ব্ল্যাক – এই দুটি কালার ভ্যারিয়েন্টে হাজির হয়েছে হাতঘড়িটি। প্রি-অর্ডারও শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে। ১০ ডিসেম্বর থেকে মোটো ওয়াচ ১০০-র ডেলিভারি শুরু হবে।

মোটো ওয়চ ১০০ স্পেসিফিকেশন, ফিচার্স –

  • সফ্টওয়্যারের দিক থেকে এই মোটো ওয়চ ১০০ দৌড়বে মোটো ওএস-এর সাহায্যে। একটি ১.৩ ইঞ্চির সার্কুলার LCD ডিসপ্লে রয়েছে এই ঘড়িতে, যার রেজোলিউশন ৩৬০ X ৩৬০ পিক্সেলস এবং ‘অলওয়েজ় অন’ ফিচার রয়েছে।
  • একাধিক সেন্সর রয়েছে এই হাতঘড়িতে। তার মধ্যে উল্লেখযোগ্য হল, অ্যাক্সিলারোমিটার, জাইরোস্কোপ, হার্ট রেট মনিটর এবং SpO2। এই সেন্সরগুলি এক দিকে যেমন ফিটনেস রেজাল্ট দিতে পারে আর এক দিকে ঠিক তেমনই হার্ট রেট, স্লিপ ট্র্যাকিং, ওয়েট ট্র্যাকিং এবং ব্লাড অক্সিজেন লেভেলেরও পুঙ্খানুপুঙ্খ স্ট্যাট এবং ডেটা দিতে পারবে।
  • এই Moto Watch 100 হাতঘড়িটি প্যাক করা রয়েছে অ্যালুমিনিয়াম কেসে, যার ওয়াটার রেজিস্ট্যান্স ৫এটিএম।
  • মোট ২৬টি স্পোর্ট মোডস প্রিলোডেড রয়েছে এই স্মার্টওয়াচে। বাস্কেটবল, ব্যাডমিন্টন, বাইক ইনডোর, ক্রিকেট, স্নোবোর্ড, টেনিস এবং যোগা-র মতো একাধিক অ্যাক্টিভিটি ট্র্যাক রেজাল্ট পাওয়া যাবে স্পোর্ট মোডে। এছাড়াও এই মোটো ওয়াচ ১০০ ঘড়িতে আপনার স্মার্টফোন কানেক্ট করে ফিটনেস ট্র্যাকিংও করতে পারবেন ইউজাররা। এই স্মার্টওয়াচে রয়েছে ব্লুটুথ ভি৫.০ এবং জিপিএস কানেক্টিভিটি সাপোর্ট।
  • কম্প্যাটিবিলিটির দিক থেকে Moto Watch 100 ডিভাইস দৌড়বে লেটেস্ট অ্যান্ড্রয়েড ৫.০ বা আইওএস ১০.০-র সাহায্যে। এই স্মার্টওয়াচে রয়েছে ২০ মিলিমিটার রিপ্লেসেবল রিস্ট স্ট্র্যাপ, যাতে কুইক রিলিজ লিভার রয়েছে।
  • বেশ মজবুত একটি ৩৫৫এমএএইচ ব্যাটারি রয়েছে মোটো ওয়াচ ১০০ হাতঘড়িতে। কোম্পানির তরফ থেকে দাবি করা হচ্ছে, এক বার চার্জ দিলে টানা দু’সপ্তাহ ব্যাকআপ দিতে পারবে এই জম্পেশ ব্যাটারি। সম্পূর্ণ চার্জ হতে এই স্মার্টওয়াচ ৬০ মিনিট সময় নেয়। একটি ম্যাগনেটিক চার্জিং কেবেল দেওয়া হয়েছে এই স্মার্টওয়াচের সঙ্গে। তার সাহায্যেই চার্জ করা যাবে এই হাতঘড়ি। Moto Watch 100-এর আয়তন ৪২X৪৬X১১.৯ মিলিমিটার এবং ওজন মাত্র ২৯ গ্রাম।

আরও পড়ুন: Moto G71: প্রকাশ্যে এই ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন, থাকতে পারে ট্রিপল রেয়ার ক্যামেরা এবং স্ন্যাপড্রাগন ৬৯৫ ৫জি প্রসেসর

আরও পড়ুন: Motorola: ডিসেম্বরে দুটো নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে মোটোরোলা, থাকতে পারে স্ন্যাপড্রাগন প্রসেসর

আরও পড়ুন: Moto Tab G70: নতুন প্রিমিয়াম রেঞ্জের ট্যাব লঞ্চের পরিকল্পনা রয়েছে মোটরোলার, কী কী ফিচার থাকতে পারে?