Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

USHA লঞ্চ করল Onio Series ফ্যান, রিমোট দিয়ে চালানো যাবে ঘরের কোণ থেকেও

USHA Onio Series Ceiling Fans:উষা ইন্টারন্যাশনাল (Usha International) ভারতের অন্যতম প্রধান টেকসই ব্র্যান্ডগুলির মধ্য়ে একটি। ভারতীয় বাজারে কোম্পানির বেশ জনপ্রিয়তা রয়েছে। এরই মধ্য়ে Usha তার Onio সিরিজ চালু করেছে।

USHA লঞ্চ করল Onio Series ফ্যান, রিমোট দিয়ে চালানো যাবে ঘরের কোণ থেকেও
Follow Us:
| Edited By: | Updated on: Feb 22, 2023 | 11:35 AM

New Onio Series: শীতের মরশুম শেষ হয়ে এবার ধীরে ধীরে গরম আসছে। অনেকে তো এখনই ফ্য়ান চালানো শুরুও করে দিয়েছেন। হাতে গোনা আর কয়েকটি দিন তারপরেই ফ্য়ান ছাড়া ভাবা যাবে না একটি মুহূর্তও। তাই ইলেকট্রনিক্স কোম্পানিগুলি এবার বাজারে তাদের নতুন নতুন পন্য় আনতে শুরু করেছে। উষা ইন্টারন্যাশনাল (Usha International) ভারতের অন্যতম প্রধান টেকসই ব্র্যান্ডগুলির মধ্য়ে একটি। ভারতীয় বাজারে কোম্পানির বেশ জনপ্রিয়তা রয়েছে। অনেক বাজেট থেকে শুরু করে কম বাজেটের, সব ধরনেরই ইলেকট্রনিক্স বাজারে রয়েছে। এরই মধ্য়ে Usha তার Onio সিরিজ চালু করেছে। ফ্য়ানের এই সিরিজ়ের মধ্যে রয়েছে Lambda, Phi, Upsilon, Pae, Kappa এবং Rho। এই সিরিজে মোট 54টি সিলিং ফ্যান চালু করা হয়েছে এবং এটি গত এক দশকে কোম্পানির জন্য সবচেয়ে বড় লঞ্চ বলে কোম্পানি জানিয়েছে।

লঞ্চের সময় উষা ইন্টারন্যাশনাল-এর সিইও (CEO) দীনেশ ছাবরা বলেন, “আজকের গ্রাহকরা খুবই বিচক্ষণ। এই প্রতিযোগিতার বাজারে সবাই জিনিস ভাল করে দেখে বুঝে তবেই কেনে। তাই আমরা গ্রাহকদের কথা মাথায় রেখে এই Onio সিরিজ চালু করেছি। এই সিরিজের 54টি সিলিং ফ্যান দেখতে যেমন আকর্ষণীয় এবং সুন্দর, তেমন বিদ্যুৎও সাশ্রয় করে। আর প্রত্য়েকটি ফ্য়ানেই 28 ওয়াট পর্যন্ত কম শক্তি খরচকারী মোটর দেওয়া হয়েছে। হাই স্পিড ডেকোরেটিভ সিলিং ফ্যানের ফ্যানও পাওয়া যাবে এগুলির মধ্যে। সব থেকে বড় ব্যাপার হল, এই সিলিং ফ্যানগুলি ইনভার্টারেও দীর্ঘস্থায়ী হয়।”

এই ফ্য়ানগুলি উচ্চ টর্ক, 100% কপার BLDC মোটর দিয়ে তৈরি। এই ফ্যানগুলি প্রতি মিনিটে 230-240 ঘনমিটার গতিতে হাওয়া দেয়। এই ফ্যান চালানোর সময় কোন শব্দ হয় না। নিরাপত্তার জন্য এতে অতিরিক্ত নিরাপত্তা তার দেওয়া হয়েছে। এই ফ্য়ানগুলি হোয়াইট, সেপিয়া ব্রাউন, বেইজ, সিল্ক গ্রে, অয়েস্টার হোয়াইট, ব্ল্যাক রেড এবং স্লেট গ্রে সহ ডুয়াল-টোন কালার ভেরিয়েন্টে পাওয়া যায়। ওনিও সিরিজের ফ্যানগুলিতে দুই বছরের জন্য বিনামূল্যে হোম সার্ভিস দেওয়া হচ্ছে এবং এর মোটরে 2 বছরের ওয়ারেন্টিও পাওয়া যাচ্ছে। এছাড়াও এই ফ্য়ানগুলির সঙ্গে রিমোট কন্ট্রোল সিস্টেমও রয়েছে। আপনি বিছানায় শুয়েও এটি সহজেই নিয়ন্ত্রণ করতে পারেন। এতে উপস্থিত 28 ওয়াটের মোটর আপনার বিদ্যুৎ বিল 1500 টাকা পর্যন্ত বাঁচাতে পারে। এতে ইনভার্টার স্টেবিলাইজেশন টেকনোলজি দেওয়া হয়েছে, যার সাহায্যে এটি ইনভার্টারেও দীর্ঘ সময় এক গতিতে চলে। এটি 1 ঘন্টায় 230 কিউবিক মিটার হাওয়া দেয়। এই সিরিজ়ের ফ্যানগুলি বেডরুম থেকে লিভিং রুমে যে কোনও জায়গায় ব্যবহার করতে পারেন। প্রচণ্ড হাওয়া দেওয়ার জন্য এতে পাতলা ব্লেড ব্যবহার করা হয়েছে, যা দেখতেও বেশ আকর্ষণীয়।