হোয়াটসঅ্যাপের নতুন প্রাইভেসি পলিসি গ্রহণ না করলেও সীমিত হবে না পরিষেবা, ডিলিট হবে না অ্যাকাউন্টও

নতুন প্রাইভেসি পলিসি গ্রহণ না করলে হোয়াটসঅ্যাপের পরিষেবা যেমন সীমিত হবে না, তেমনই ইউজারদের অ্যাকাউন্টও ডিলিট হওয়ার সম্ভাবনা নেই। 

হোয়াটসঅ্যাপের নতুন প্রাইভেসি পলিসি গ্রহণ না করলেও সীমিত হবে না পরিষেবা, ডিলিট হবে না অ্যাকাউন্টও
ছবি প্রতীকী।
Follow Us:
| Updated on: May 29, 2021 | 5:45 PM

নতুন প্রাইভেসি পলিসি গ্রহণ না করলেও, ইউজারদের পরিষেবা সীমিত করবে না হোয়াটসঅ্যাপ। এমনটাই জানিয়েছেন ফেসবুক অধিকৃত মেসেজিং অ্যাপ কর্তৃপক্ষ। যেসব ইউজার এখনও হোয়াটসঅ্যাপের প্রাইভেসি পলিসি গ্রহণ করেননি, তাঁদের জন্য হোয়াটসঅ্যাপের তরফে এই সুখবর প্রকাশ করা হয়েছে। মে মাসে প্রথম দিক পর্যন্ত অবশ্য বলা হয়েছিল, ১৫মে- র মধ্যে নতুন প্রাইভেসি পলিসি না মানলে ইউজারদের আরও ১২০ দিন অতিরিক্ত সময় দেওয়া হবে। কিন্তু এই সময়সীমার মধ্যে সীমিত হবে হোয়াটসঅ্যাপের পরিষেবা। তবে এবার সেই নিয়ম তুলে নিয়েছে হোয়াটসঅ্যাপ।

তবে এর পাশাপাশি হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ জানিয়েছেন, বেশিরভাগই ইউজার ইতিমধ্যেই তাঁদের নতুন প্রাইভেসি পলিসি গ্রহণ করেছেন। তবে যাঁরা নতুন প্রাইভেসি পলিসি গ্রহণ করেননি, সেইসব ইউজারকে নোটিফিকেশন পাঠিয়ে প্রাইভেসি পলিসি আপডেট করার বার্তা পাঠানো হবে। এই নোটিফিকেশনের মাধ্যমে নতুন প্রাইভেসি পলিসির সম্পর্কে বিস্তারত বিবরণ দেওয়া হবে, যার ফলে কোনও ইউজার চাইলে সেটা ভাল ভাবে পর্যবেক্ষণ করে তারপর প্রাইভেসি পলিসি আপডেট করতে পারেন।

নতুন প্রাইভেসি পলিসি গ্রহণ না করলে হোয়াটসঅ্যাপের পরিষেবা যেমন সীমিত হবে না, তেমনই ইউজারদের অ্যাকাউন্টও ডিলিট হওয়ার সম্ভাবনা নেই।

এ যাবৎ হোয়াটসঅ্যাপের নতুন প্রাইভেসি পলিসি সংক্রান্ত কিছু বিতর্ক-

১। জল্পনা শুরু হয়েছিল ২০২০ সালের ডিসেম্বর মাসের শেষ থেকে। সেই সময় বলা হয়েছিল ৮ ফেব্রুয়ারির মধ্যে নতুন প্রাইভেসি পলিসি গ্রহণ না করলে সমস্যায় পড়বেন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা। ডিলিট হবে ইউজারদের অ্যাকাউন্ট।

২। এরপর সময়সীমা বাড়িয়ে ১৫মে করা হয়। সেই সঙ্গে বলা হয়। ১৫মে- র মধ্যে হোয়াটসঅ্যাপের নতুন প্রাইভেসি পলিসি গ্রহণ না করলে, আরও ১২০ দিন অতিরিক্ত সময় দেওয়া হবে। কিন্তু এই ১২০ দিনের মধ্যে পরিষবে আসীমিত করা হবে। ১২০ দিন অতিরিক্ত সময়ের মধ্যেও প্রাইভেসি পলিসি গ্রহণ না করলে অ্যাকাউন্ট ডীলিট হওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়।

আরও পড়ুন- গুজব নয়, এবার সাবস্ক্রিপশন করলেই টুইটারে মিলবে বাড়তি সুবিধা!

৩। এখন অবশ্য হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ জানিয়েছেন, নতুন প্রাইভেসি পলিসি গ্রহণ না করলেও ইউজারদের অ্যাকাউন্ট ডিলিট হবে না। কিংবা পরিষেবাও সীমিত হবে না।