Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Winter Solstice: আজ বছরের সবচেয়ে ছোট দিন, একটু পরেই হয়ে যাবে অন্ধকার

Latest Science News: উত্তর গোলার্ধে দক্ষিণ অয়নান্ত দিবসকে শীত সংক্রান্তি এবং দক্ষিণ গোলার্ধে দক্ষিণ অয়নান্ত দিবসকে গ্রীষ্ম সংক্রান্তি বলা হয়।

Winter Solstice: আজ বছরের সবচেয়ে ছোট দিন, একটু পরেই হয়ে যাবে অন্ধকার
বছরের সবেচেয়ে ছোট দিন।
Follow Us:
| Edited By: | Updated on: Dec 22, 2022 | 4:04 PM

Year’s Shortest Day: বড়দিন আসতে হাতে গোনা আর কয়েকটা দিন বাকি। কিন্তু আপনি কি জানেন আজ অর্থাৎ 22 ডিসেম্বর বছরের সবথেকে ছোট দিন (Smallest Day)। মাত্র 10 ঘণ্টা 41 মিনিট দিন থাকবে, আর রাত 13 ঘণ্টা 19 মিনিট। যদিও দিন এবং রাতের সময় নির্ভর করবে আপনি কোথায় থাকেন তার উপর। আজ ভারতের বিভিন্ন রাজ্যে দিন-রাত্রির সময় বিভিন্ন হবে। কারণ আজকের দিনটিকে উইন্টার সলস্টিস বলা হয়।

উইন্টার সলস্টিস (Winter Solstice) কী?

প্রত্যেক বছর 20 থেকে 22 ডিসেম্বরের মধ্যে এই দিবস পালন করা হয়। এই সময় বছরের সবেচেয়ে ছোট দিন দেখা যায়। দিন ছোট হওয়ায় দক্ষিণ অয়নান্ত দিবসে রাত লম্বা হয়। বছরের সবচেয়ে বড় রাত দেখা যায় এই সময়। উত্তর গোলার্ধে দক্ষিণ অয়নান্ত দিবসকে শীত সংক্রান্তি এবং দক্ষিণ গোলার্ধে দক্ষিণ অয়নান্ত দিবসকে গ্রীষ্ম সংক্রান্তি বলা হয়। এই সময় উত্তর গোলার্ধে সূর্যালোক কম সময় থাকে। আর দক্ষিণ গোলার্ধে বেশি সময় থাকে, তাই এখানে দিন দীর্ঘ হয়। আজ থেকে (22 ডিসেম্বর) অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মতো দেশে গ্রীষ্ম শুরু হতে চলেছে।

উইন্টার সলস্টিস (Winter Solstice) এর অর্থ:

“solstice” শব্দটির উৎপত্তি ল্যাটিন শব্দ solstitium থেকে। লাতিন শব্দ ‘sol’ মানে সূর্য, ‘stice’ মানে স্থির । এই দু’টি শব্দের সমন্বয়ে অয়নায়ন শব্দটি তৈরি হয়েছে, যার অর্থ “সূর্য স্থির।”

আজ অর্থাৎ 22 ডিসেম্বর গ্রহের মতো পৃথিবীও 23.5 ডিগ্রিতে হেলে আছে। বাঁকানো অক্ষে পৃথিবীর ঘোরার কারণে সূর্যের রশ্মি এক জায়গায় বেশি এবং অন্য জায়গায় কম পড়ে৷ যদিও শীত পড়ার পর থেকে প্রত্যেক দিন যেমন ছোট হয়, তেমনি রাতও লম্বা হয়। দক্ষিণ অয়নান্ত দিবসের পর থেকে একটু একটু করে বাড়তে শুরু করে দিনের দৈর্ঘ্য়। দক্ষিণ অয়নান্ত দিবসে সূর্যের আলো মকরক্রান্তি রেখার উপর লম্বালম্বিভাবে পড়ে। ফলে এইদিনে দক্ষিণ গোলার্ধে সূর্য কিরণ সর্বাধিক পড়ে।