Malware Attack: করোনা ভাইরাসের সঙ্গে বেড়ে উঠছে ম্যালওয়্যার ভাইরাস, হ্যাকারদের হাতে নতুন অস্ত্র?
Hackers Attack: প্রথমে আপনার কাছে মেইল আসবে। মেইলে হয়তো লেখা থাকবে যে নতুন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ছে নানাদিকে। বলা হবে: স্বেচ্ছাসেবী সংস্থা হিসাবে আপনার থেকে আর্থিক সাহায্য চাওয়া হচ্ছে...
বিএফ.৭ সাব-ভ্যারিয়েন্টের (BF.7 Sub Variant) জেরে ফের বিশ্বজুড়ে ত্রাহি ত্রাহি রব। বেশ কিছু মাস ধরে ঘাপটি মেরে পড়ে থাকার পর ফের সক্রিয় করোনা (Coronavirus), অভিযোজনের জেরে আগের চেয়েও মারাত্মক রূপ নিয়ে হাজির হয়েছে কোভিড (Covid-19), মত বিশেষজ্ঞদের একাংশের। আপাতত এদেশে চার জনের দেহে খোঁজ মিলেছে এই নয়া ভ্যারিয়েন্টের, খবর কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে। এমতাবস্থায় মারণ ভাইরাসের আতঙ্ককে আবারও কাজে লাগাতে প্ৰস্তুত হ্যাকাররা (Hackers)। জনসাধারণকে নয়া উপায়ে লুটে নেওয়ার জন্য কম্পিউটার জিনিয়াসদের মাথায় এবার নতুন কৌশল, নতুন ছক।
প্রতিবেশী দেশ চিনে বেলাগাম আক্রমণে করোনা। এমতাবস্থায় ভারতে ইতিমধ্যেই প্রবেশ করেছে নতুন সাব-ভ্যারিয়েন্ট। আক্রান্তদের মধ্যে ২জন গুজরাটের বাসিন্দা, বাকি ২জন ওড়িশার বাসিন্দা বলে খবর। এরই মধ্যে নতুন করে আক্রমণে নেমেছে হ্যাকাররাও। করোনা সংক্রান্ত নানাবিধ মেসেজ অফলাইন মাধ্যম ও ইমেইলে (Email) পাঠিয়ে ইতিমধ্যেই টার্গেট জনতার ডিভাইসে ম্যালওয়্যার ছড়িয়ে দেওয়ার কাজ শুরু করে দিয়েছে সাইবার ডাকাতরা (Cyber Attack)। সূত্রের খবর, চিন-জাপানের পাশাপাশি অন্যান্য দেশে এই আক্রমণের প্রকোপ বেশ বেড়েছে গত কয়েক সপ্তাহে। গত দু’বছরে ইউপিআই বিপ্লবের জেরে ভারতও যে হ্যাকারদের নজরে, তা জানিয়েছে মার্কিন প্রযুক্তি সংস্থা প্রুফপয়েন্ট (Proofpoint)।
কীভাবে ইমেইলের মাধ্যমে ছড়াতে পারে ম্যালওয়্যার?
প্রুফপয়েন্ট-এর সাইবার নিরাপত্তা কমিটির এক বিশেষজ্ঞ বিশদে সে কথা জানিয়েছেন। প্রথমে আপনার কাছে মেইল আসবে। মেইলে হয়তো লেখা থাকবে যে নতুন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ছে নানাদিকে। বলা হবে: স্বেচ্ছাসেবী সংস্থা হিসাবে আপনার থেকে আর্থিক সাহায্য চাওয়া হচ্ছে। এরপর মেইলের সঙ্গে যুক্ত অ্যাটাচমেন্টে ক্লিক করলেই কেল্লা ফতে! বিশ্ব তথা নিজের দেশের করোনা আক্রান্তদের কথা পড়ে হয়তো আপনার চোখ ভিজে উঠল। ভাবলেন আর্থিক সাহায্য করবেন। পেমেন্টের (Payment) অপশনে ক্লিক করতেই আপনি পড়লেন সাইবার ফাঁদে। এমন ঘটনা ঘটছে আকছার। প্রুফপয়েন্টের মতে, অ্যাটাচমেন্টে ক্লিক করলে কম্পিউটার বা ফোনে ‘ইমোলেট’ (Emolet) নামক ম্যালওয়্যার ঢুকে পড়ে সহজেই।
করোনা মহামারীর আগে পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গের আন্দোলনে একজোট হয় জাপান, অস্ট্রেলিয়া, জার্মানি, হংকংমালয়েশিয়া, স্পেন, সুইজারল্যান্ডের মতো একাধিক দেশ। সেই অনলাইন ক্যাম্পেনকে নিশানা করে চারিদিকে মেইল পাঠিয়েছিল হ্যাকাররা। আর সেই ফাঁদে পা দিয়ে লক্ষ লক্ষ টাকা খুইয়েছেন নেটিজেনদের একাংশ (Netizen)। তাই অযথা ভয় না পেয়ে অনলাইন মাধ্যমে প্রতিটি পদক্ষেপ করার আগে বারবার ভাবার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। TA542 নামক ম্যালওয়্যার যে ফের আক্রমণ চালাতে পারে করোনা বিধ্বস্ত দেশগুলোতে, তা আগাম জানিয়ে দিয়েছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা। তাই ওটিপি (OTP) এবং নিজ ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিষয়ে বাড়তি সতর্কতা অবলম্বনে পরামর্শ দিচ্ছে প্রুফপয়েন্ট।