Lightening: মার্কিন যুক্তরাষ্ট্রের তিনটি রাজ্য জুড়ে দেখা গিয়েছে বিদ্যুতের ঝলকানি! প্রসারিত প্রায় ৫০০ মাইল এলাকায়
জানা গিয়েছে, ২০২০ সালের এপ্রিল মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস, লুইসিয়ানা এবং মিসিসিপি--- এই তিন রাজ্য জুড়ে একটি বিদ্যুতের ঝলকানি দেখা গিয়েছিল যা ৪৭৭.২ মাইল লম্বা অর্থাৎ ৭৬৮ কিলোমিটার দৈর্ঘ্য ছিল ওই বিদ্যুতের ঝলকানির।
বিশ্বের সবচেয়ে বড় বিদ্যুতের ঝলকানি (bolt of lightning) এবার দেখা গিয়েছে তিনটি মার্কিন রাজ্য (three US states) জুড়ে। এই বিদ্যুতের ঝলকানি প্রায় (longest flash) ৫০০ প্রায় লম্বা। অর্থাৎ ৫০০ মাইল এলাকা জুড়ে প্রসারিত হয়েছে এই বিদ্যুতের ঝলকানি। আপাতত এই ৫০০ মাইল লম্বা বিদ্যুতের ঝলকানিই বিশ্বের দীর্ঘতম বজ্রপাত। জানা গিয়েছে, ২০২০ সালের এপ্রিল মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস, লুইসিয়ানা এবং মিসিসিপি— এই তিন রাজ্য জুড়ে একটি বিদ্যুতের ঝলকানি দেখা গিয়েছিল যা ৪৭৭.২ মাইল লম্বা অর্থাৎ ৭৬৮ কিলোমিটার দৈর্ঘ্য ছিল ওই বিদ্যুতের ঝলকানির। সম্প্রতি এই তথ্য প্রকাশ করেছে ওয়ার্ল্ড মেটিওরোলজিক্যাল অর্গানাইজেশন। তারও আগে ২০১৮ সালে ব্রাজিলে একটি বিদ্যুতের ঝলকানি দেখা গিয়েছিল যা ৪৪০.৬ মাইল অর্থাৎ প্রায় ৭০৯ কিলোমিটার লম্বা।
এর আগে ২০২০ সালে উরুগুয়ে এবং উত্তর আর্জেন্টিনার উপর একটি বিদ্যুতের ঝলকানি দেখা গিয়েছিল যা স্থায়ী হয়েছিল ১৭.১ সেকেন্ড পর্যন্ত। তার আগের রেকর্ড ছিল ১৬.৭ সেকেন্ডের। অর্থাৎ শুধুমাত্র বিদ্যুতের ঝলকানির বিস্তার নয়, কতক্ষণ তা স্থায়ী হয়েছে তার ভিত্তিতেও রেকর্ড তৈরি হয়। সাধারণত লাইটনিং বা বিদ্যুতের ঝলকানি ১০ মাইলের বেশি প্রসারিত হয় না। আর স্থায়িত্ব হয় এক সেকেন্ডেরও কম সময়। অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির Randall Cerveny একথা জানিয়েছেন। প্রসঙ্গত উল্লেখ্য, এই Randall Cerveny হলেন ওয়ার্ল্ড মেটিওরোলজিক্যাল অর্গানাইজেশনের নথি বিভাগের প্রধান। তিনি জানিয়েছেন, সম্প্রতি যে দুটো বিদ্যুতের ঝলকানির কথা প্রকাশ্যে এসেছে, সেগুলি যে সাধারণ বিদ্যুতের ঝলকানির তুলনায় বেশ কিছুটা আলাদা, সেকথা জানিয়েছেন Randall Cerveny। তবে এই দীর্ঘ সময় ধরে স্থায়ী হওয়া এবং সুবিশাল এলাকা জুড়ে বিদ্যুতের ঝলকানি দেখা গেলেও এর থেকে কারও কোনও ক্ষয়ক্ষতি হয়নি। কারণ ভূপৃষ্ঠ থেকে অনেক উপরে মেঘের মধ্যে এই ঘটনা ঘটেছে। বিদ্যুতের ঝলকানির বিস্তার হয়েছে মেঘের মধ্যেই। তাই কোনও ক্ষয়ক্ষতির সম্ভাবনা দেখা দেয়নি।
এই রেকর্ডগুলি জলবায়ু পরিবর্তনের সাথে যুক্ত নয়। জানা গিয়েছে, বিদ্যুতের ঝলকানির এই নতুন রেকর্ডগুলো নতুন স্যাটেলাইট ট্র্যাকিং প্রযুক্তির সাহায্যেই দেখা গিয়েছে এবং নিশ্চিত করা হয়েছে। Randall Cerveny বলেছেন, সে দুই অঞ্চলে এই অদ্ভুত ধরনের বিদ্যুতের ঝলকানি দেখা গিয়েছে তা বিশ্বের কয়েকটি তীব্র ঝড় সৃষ্টিকারী অঞ্চলের মধ্যে অন্যতম দু’টি এলাকা। এদের বলা হয় ‘মেগাফ্ল্যাশ’।