Hubble Telescope: সহজে মিটবে না টেলিস্কোপের কম্পিউটারের সমস্যা, জানিয়েছে নাসা

Hubble স্পেস টেলিস্কোপের পেলোড কম্পিউটার (মেন এবং ব্যাকআপ) সংক্রান্ত সমস্যা মিটতে সময় লাগবে বলে জানিয়েছে নাসা। 

Hubble Telescope: সহজে মিটবে না টেলিস্কোপের কম্পিউটারের সমস্যা, জানিয়েছে নাসা
নাসার হাব্বল স্পেস টেলিস্কোপ।
Follow Us:
| Edited By: | Updated on: Jul 17, 2021 | 7:42 PM

বিগত প্রায় দু’সপ্তাহ ধরে কাজ করছে না নাসার Hubble স্পেস টেলিস্কোপ। গন্ডগোল সারানোর সবরকম চেষ্টা করেও এখনও সফল হননি নাসার বৈজ্ঞানিকরা। এই সুবিশাল স্পেস টেলিস্কোপে থাকা মূল স্যাটেলাইট পেলোড কম্পিউটারেই যান্ত্রিক ত্রুটি দেখা গিয়েছে বলে শোনা গিয়েছে। আর এর ফলেই মহাকাশ পর্যবেক্ষণের কাজ করতে পারছে না নাসার Hubble স্পেস টেলিস্কোপ। নাসার তরফে জানানো হয়েছে, তারা সমস্যা সমাধানের চেষ্টা করতে গিয়ে আরও বড় সমস্যার সম্মুখীন হয়েছে। ব্যাকআপ পেলোড কম্পিউটার যেটা টেলিস্কোপে যুক্ত ছিল, সেটাও সঠিক ভাবে কাজ করা বন্ধ করে দিয়েছে।

একটি বিবৃতি দিয়ে মার্কিন স্পেস এজেন্সি জানিয়েছে তাদের Hubble স্পেস টেলিস্কোপে দু’টি পেলোড কম্পিউটার রয়েছে। একটি টেলিস্কোপ তৈরির সময় থেকেই রয়েছে। অন্যটি ব্যাকআপ পেলোড কম্পিউটার হিসেবে ২০০৯ সালে লাগানো হয়েছিল। গত ২৩ জুন প্রথমবারের জন্য এই কম্পিউটার চালু করা হয়। মূল ক্যামেরায় কিছু সমস্যা দেখা দেওয়ায় ব্যাকআপ পেলোড কম্পিউটার চালানো হয়েছিল। Hubble স্পেস টেলিস্কোপে ২০০৯ সালে ইনস্টলের পর এই প্রথমবার গত ২৩ জুন প্রথম চালু করা হয় এই ব্যাকআপ পেলোড কম্পিউটার। আর তখন সেই কম্পিউটারেও সমস্যা দেখা দেয়।

জানা গিয়েছে, গত ১৩ জুন প্রথম Hubble স্পেস টেলিস্কোপের পেলোড কম্পিউটারে গন্ডগোল দেখা গিয়েছিল। তবে নাসা সূত্রে একটাই আশার খবর শোনা গিয়েছে যে, এই স্পেস টেলিস্কোপে নিজে এবং তার অন্যান্য বৈজ্ঞানিক যন্ত্রাংশ এখনও পর্যন্ত সঠিক অবস্থায় রয়েছে। কোনওরকম যান্ত্রিক গন্ডগোল দেখা যায়নি এইসব অংশে। ফলে তারা সঠিক ভাবে কাজ করতে পারছে না। তবে পেলোড কম্পিউটার (মেন এবং ব্যাকআপ) সংক্রান্ত সমস্যা মিটতে সময় লাগবে বলে জানিয়েছে নাসা।

১৯৯০ সালে নাসা তার Hubble স্পেস টেলিস্কোপ লঞ্চ করেছিল। জ্যোতির্বিজ্ঞানে বিপ্লব আনতেই এই টেলিস্কোপের উদ্ভাবন হয়েছিল। মহাকাশ, ছায়াপথ, গ্রহ-নক্ষত্র… এইসব প্রসঙ্গে আদি ধারণা পরিবর্তন করে, নতুনভাবে সকলের কৌতূহল নিবারণের জন্যই আবিষ্কার করা হয়েছিল Hubble স্পেস টেলিস্কোপ। মিল্কি ওয়ে বা আকাশগঙ্গা ছাড়াও মহাকাশে যে আরও অসংখ্য ছায়াপথ রয়েছে সেই ধারণা দিয়েছে নাসার এই Hubble স্পেস টেলিস্কোপ। পৃথিবী থেকে ৫৪৭ কিলোমিটার উচ্চতায় অরবিটে থেকে ৩১ বছর পার করে ফেলেছে নাসার এই টেলিস্কোপ।

আরও পড়ুন- Dragon Man: চিনে খুঁজে পাওয়া গিয়েছে এই নতুন প্রজাতির মানুষের খুলি, বলছেন বিজ্ঞানীরা