ভিভোর এক্স সিরিজের ফোনে তিন বছরের জন্য ‘অ্যানড্রয়েড ওএস’ আপডেট হবে ভারতে, ঘোষণা সংস্থার

গত মাসে অর্থাৎ এপ্রিলে এইচএমডি গ্লোবাল জানিয়েছিল যে নোকিয়ার এক্স সিরিজের ফোনগুলিতে তিন বছরের জন্য অপারেটিং সিস্টেম আপডেট করা হবে। এর আগে গত বছর এমনই ঘোষণা করেছিল স্যামসাংও।

ভিভোর এক্স সিরিজের ফোনে তিন বছরের জন্য 'অ্যানড্রয়েড ওএস' আপডেট হবে ভারতে, ঘোষণা সংস্থার
ছবি প্রতীকী
Follow Us:
| Updated on: May 11, 2021 | 8:49 AM

স্মার্টফোনের বাজারে ক্রমশ জনপ্রিয় হয়েছে ভিভো সংস্থা। এবার তারা ঘোষণা করেছে তিন বছরের জন্য অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমে বিশেষ বদল আনবে। নির্দিষ্ট কিছু ভিভো ফোনে এই আপডেট থাকবে। যদিও কোন কোন ফোনে এই ওএস বা অপারেটিং সিস্টেম আপডেট থাকবে সেই ব্যাপারে কিছু জানায়নি ভিভো। তবে শোনা যাচ্ছে, সম্ভবত এক্স সিরিজের ফোনে তিন বছরের জন্য ওএস আপডেট লঞ্চ করা হবে।

সম্প্রতি একটি প্রেস বিবৃতিতে ভিভো সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, অস্ট্রেলিয়া, ইউরোপ এবং ভারতীয় ভাজারে এই নতুন পলিসি চালু করা হবে। এইচএমডি গ্লোবাল এবং স্যামসাংয়ের পথ অনুসরণ করেই তিন বছরের জন্য অপারেটিং সিস্টেম আপডেটের সিদ্ধান্ত নিয়েছে চিনের সংস্থা ভিভো। সূত্রের খবর, ২০২১ সালের জুলাই মাসের পর তাদের নেকস্ট জেনারেশন ফ্ল্যাগশিপ এক্স সিরিজের যে সমস্ত ফোন লঞ্চ হবে, সেখানে তিন বছরের জন্য অ্যানড্রয়েড ওএস এবং সিকিউরিটি আপডেট থাকবে।

উল্লেখ্য, গত মাসে অর্থাৎ এপ্রিলে এইচএমডি গ্লোবাল জানিয়েছিল যে নোকিয়ার এক্স সিরিজের ফোনগুলিতে তিন বছরের জন্য অপারেটিং সিস্টেম আপডেট করা হবে। এর আগে গত বছর এমনই ঘোষণা করেছিল স্যামসাংও। তাদের তরফেও জানানো হয়েছিল নিজস্ব ডিভাইসে তিন বছরের জন্য ওএস আপডেট করবে স্যামসাং। দক্ষিণ কোরিয়ার এই সংস্থার তিন বছরের জন্য অপারেটিং সিস্টেম আপডেটের এই তালিকায় অন্তত ৪০টি ডিভাইস আছে বলে শোনা গিয়েছে।

আরও পড়ুন- লঞ্চ হতে চলেছে রিয়েলমির নতুন ফোন ‘ন্যাজরো ৩০’, দেখে নিন এই মডেলের সম্ভাব্য কিছু ফিচার

তবে অন্যদিকে ভিভো জানিয়েছে, তাদের প্রিমিয়াম এক্স সিরিজের মডেলগুলিতে এই তিন বছরের জন্য ওএস আপডেট থাকবে না। ওই ফোনগুলিতে রেগুলার অ্যানড্রয়েড সিকিউরিটি আপডেতই থাকবে। এদিকে ভিভোর তরফে তাদের নতুন এক্স সিরিজের ফোনের ব্যাপারে এখনও কোনও তথ্য প্রকাশ করেনি। তবে শোনা যাচ্ছে, ভিভো এক্স৭০ প্রো প্লাস মডেলই নাকি আগামী দিনে রিলিজ হতে চলেছে। এই ফোনে থাকতে পারে ৪৫০০mAh ব্যাটারি এবং ৬৬W ফাস্ট চার্জিং সাপোর্ট। এছাড়াও থাকতে পারে Qualcomm Snapdragon 888 SoC প্রসেসর।