Viral Video: ট্যাবের স্ক্রিনে ‘টম অ্যান্ড জেরি’ দেখতে দেখতে জেরিকে অ্যাটাক পোষ্য বিড়ালের, ভিডিয়ো ভাইরাল
Latest Viral Video: বিড়ালের এই কিউট ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। এই ভিডিয়ো দেখে অধিকাংশ নেটিজেন চোখ সরাতে পারেননি। ভিডিয়োটিতে এখনও প্রর্যন্ত প্রচুর মানুষ লাইক আর শেয়ার করেছেন। অনেকে অনেক কমেন্টও করেছেন।
শিনচ্যান, ডোরেমন এবং টম অ্যান্ড জেরির মতো কার্টুনগুলো না দেখে খেতে চায় না বাড়ির ছোট সদস্যরা। ফলে বাড়ির বড়দের কাছেও এই ধরনের কার্টুনগুলো জনপ্রিয়। আপনি যদি মনে করেন, বাড়ির ছোটদের কাছেই এই কার্টুন পরিচিত। তাহলে ভুল মনে করছেন। সোশ্যাল মিডিয়ায় এমন একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে একটি বিড়ালকে খুব আগ্রহ নিয়ে টম অ্যান্ড জেরি কার্টুন দেখতে দেখা যাচ্ছে। আর জেরিকে দেখলেই বিড়ালটি যা করছে, তা আপনার নজর কাড়তে বাধ্য। প্রায় অনেকেই ভিডিয়োই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, তার মধ্যে এমন কিছু থাকে, যা দেখে হাসি চেপে রাখা যায় না। এটিও তেমনই একটি ভাইরাল ভিডিয়ো।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি বিড়াল ট্যাবে টম অ্যান্ড জেরি দেখছে। রীতিমতো মন দিয়েই দেখছে। আর যখনই জেরিকে (একটি ইঁদুর) স্ক্রিনে দেখাচ্ছে, সে সঙ্গে সঙ্গে তাকে ধরতে যাচ্ছে। টমকে (একটি বিড়াল) দেখা মাত্রই সে থেমে যাচ্ছে। আর এমন কাণ্ড দেখে আপনার মুখে হাসি আসতে বাধ্য।
Poor Jerry has to run away from two cats. 😂pic.twitter.com/TDu9wJj7xW
— Figen (@TheFigen_) November 6, 2023
বিড়ালের এই কিউট ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। এই ভিডিয়ো দেখে অধিকাংশ নেটিজেন চোখ সরাতে পারেননি। ভিডিয়োটিতে এখনও প্রর্যন্ত প্রচুর মানুষ লাইক আর শেয়ার করেছেন। অনেকে অনেক কমেন্টও করেছেন। কেউ বলেছেন, “ফলে একথা বলাই যায়, জেরিকে একটি নয়, দুটি বিড়াল থেকে বাঁচতে হচ্ছে একই সঙ্গে।” আরও এক ব্যক্তি কমেন্টে লিখেছেন, “বিড়ালটি বোধহয় কার্টুন দেখতে ভালবাসে।” অন্য একজন বলেছেন, “আমি আমার বাড়ির বিড়াল পোষ্যটির সঙ্গেও এমনটা করতে চাই। সবচেয়ে অবাক করা বিষয় হল, বিড়ালটি বুঝতে পারছে যে জেরি একটি ইঁদুর।”