Viral Video: 20টা সিংহের ভয়ঙ্কর হানা! তুড়ি মেরে বেরিয়ে গেল সাহসী জিরাফ
Lions Attack Giraffe: জিরাফটি আরাম করে তার তৃষ্ণা নিবারণের জন্য এসেছিল। প্রথমে জিরাফটি ওই সিংহগুলিকে একপ্রকার পাত্তাই দিচ্ছিল না। কিন্তু বিষয়টি হাতের বাইরে বেরিয়ে যেতেই নড়েচড়ে বসে জিরাফটি। সমগ্র ঘটনাটি অত্যন্ত নিপুণ ভাবে ফ্রেমবন্দি করেছেন 28 বছর বয়সী ডেভিড শের নামের এক ব্যক্তি। ওই ডেভিড শের কাছাকাছিই ক্যাম্পিং করছিলেন। অল্প সময়ের মধ্যেই ভিডিয়োটি ব্যাপক ভাইরাল হয়েছে।
জঙ্গলের এমন অনেক ঘটনা থাকে, যা আমাদের নজরেই আসে না। সামান্য কিছু ভিডিয়ো যা আমরা ইন্টারনেটের দৌলতে দেখতে পাই, তাতেই শিহরিত হই আমরা। সেরকমই একটা ঘটনা সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ঘটনাটি বতসোয়ানার জঙ্গলের। সেখানে দেখা গিয়েছে, একদল সিংহ এসে একটি জিরাফকে আক্রমণ করার চেষ্টা করছে। কিন্তু সেই জিরাফটি বীরবিক্রমে অত্যন্ত দক্ষতার সঙ্গে ওই একদল সিংহের সঙ্গে লড়াই করে। এমনই পর্যায়ে সে লড়াইটি করে যে, সিংহের দল শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হয়।
জিরাফটি আরাম করে তার তৃষ্ণা নিবারণের জন্য এসেছিল। প্রথমে জিরাফটি ওই সিংহগুলিকে একপ্রকার পাত্তাই দিচ্ছিল না। কিন্তু বিষয়টি হাতের বাইরে বেরিয়ে যেতেই নড়েচড়ে বসে জিরাফটি। সমগ্র ঘটনাটি অত্যন্ত নিপুণ ভাবে ফ্রেমবন্দি করেছেন 28 বছর বয়সী ডেভিড শের নামের এক ব্যক্তি। ওই ডেভিড শের কাছাকাছিই ক্যাম্পিং করছিলেন। অল্প সময়ের মধ্যেই ভিডিয়োটি ব্যাপক ভাইরাল হয়েছে।
এদিকে অত্যন্ত সতর্ক হয়েই চুপিসাড়ে ওই সিংহের দল জিরাফটিকে আক্রমণ করতে এগিয়ে গিয়েছিল। তারাও বুঝতে পেরেছিল, আকারে এতটা লম্বা জিরাফকে আক্রমণ করতে তাদের কিছুটা হিমশিমই খেতে হবে। তা-ও তারা আক্রমণ করতে উদ্যত হয়। দল বেঁধে এগিয়ে যায় ওই জিরাফটিকে আক্রমণ করতে। ঠিক সেই সময়ই জিরাফটি জল পান করছিল। তখনই সিংহের দল জিরাফের এক্কেবারে কাছে পৌঁছে যায়।
প্রথমে জিরাফটি দৌড় দিতে শুরু করে। তারপরই সিংহ দলের আক্রমণের জবাব দেয়। ইউটিউবে Latest Sightings নামক একটি পেজ থেকে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। ব্যাপক ভাইরাল হয়েছে। মাত্র দুই দিন আগেই ভিডিয়োটি ইউটিউবে আপলোড করা হয়েছে। এর মধ্যেই ভিউ 383K হয়ে গিয়েছে।