Viral Video: সিংহকে বোকা বানালো ছোট্ট কচ্ছপ! দেখুন মজার ভাইরাল ভিডিয়ো
Viral Video: যতবারই জলাশয়ে সিংহটি মুখ ডুবিয়ে জল খেতে যাচ্ছে ঠিক জলের নীচ থেকে মাথা উঁচিয়ে পশুরাজের মুখের সামনে হাজির হচ্ছে ওই ছোট্ট কচ্ছপ।
পশুরাজ সিংহ (Lion), দেখতে যেমন রাশভারী, তেমনই দোর্দন্ডোপ্রতাপ। আর সেই সিংহমশাইকেই কিনা বোকা বানিয়েছে এক ছোট্ট কচ্ছপ (Little Turtle)! শুনে বিশ্বাস না হলে বরং দেখেই নিন ভাইরাল ভিডিয়ো (Viral Video)। তাহলে সবটা স্পষ্ট হয়ে যাবে। ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে এক জলাশয়ে জল খেতে এসেছিল একটি সিংহ। আর সেখানেই তাকে একদম নাস্তানাবুদ করে ছেড়েছে ছোট্ট একটা কচ্ছপ। যতবার জলাশয়ে মুখ ডুবিয়ে সিংহ জল খেতে যাচ্ছিল, ততবারই সেখানে হাজির হয়ে যাচ্ছিল ওই কচ্ছপটি। ফলে বারবার এদিক থেকে ওদিক যেতে হচ্ছিল ওই সিংহটিকে। মোটেই শান্তিতে জল খেতে পারছিল না সে। ছোট্ট কচ্ছপের কাছে সিংহকে এভাবে নাকানিচোবানি খেতে দেখে হেসে গড়িয়েছেন নেটিজ়েনরা। প্রায় সকলেই বলেছেন, এভাবে সিংহকে কচ্ছপের কাছে বোকা বনতে কেউই এর আগে দেখেননি।
সিংহকে বোকা বানালো ছোট্ট কচ্ছপ! দেখুন মজার ভাইরাল ভিডিয়ো
View this post on Instagram
ইনস্টাগ্রাম ছাড়াও সোশ্যাল মিডিয়ার অন্যান্য মাধ্যমেও এই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা গিয়েছে, যতবারই জলাশয়ে সিংহটি মুখ ডুবিয়ে জল খেতে যাচ্ছে ঠিক জলের নীচ থেকে মাথা উঁচিয়ে পশুরাজের মুখের সামনে হাজির হচ্ছে ওই ছোট্ট কচ্ছপ। তাকে দেখে সিংহটি জলাশয়ের অন্যদিকে গেলেও পিছু ছাড়েনি কচ্ছপটি। ধাওয়া করে ধীরে ধীরে সেখানেও পৌঁছে গিয়েছে সে। তারপর যেই না সিংহটি জলাশয়ে মুখ ডুবিয়েছে, তখনই তার মুখের সামনে গিয়ে হাজির হয়েছে কচ্ছপটি। পশুপাখিরা যে কখন কী চমৎকার করে দেবে তা সত্যিই আগে থেকে বোঝা সম্ভব নয়। এই ভিডিয়ো দেখে সেটাই আবার প্রমাণ হয়েছে। স্বয়ং পশুরাজকে একদম বোকা বানিয়ে ছেড়েছে কচ্ছপটি। শেষ পর্যান্ত জল খাওয়া থামিয়ে জলাশয় ছেড়ে চলেই গিয়েছেন সিংহটি। দেখেই বোঝা যাচ্ছে যে বেজায় বিরক্ত হয়েছে সে। কিন্তু ছোট্ট কচ্ছপকে কিন্তু একবারও আক্রমণ করেনি সে। আর এতেই অবাক হয়েছেন নেটিজ়েনরা। কেন কচ্ছপটিকে ওই সিংহ আক্রমণ করে সরিয়ে দেয়নি তাই নিয়ে প্রশ্ন তুলেছেন নেটিজ়েনদের অনেকে।
আরও পড়ুন- Viral Video: লেহেঙ্গা গয়নায় সেজে পুশ আপ করছেন কনে, দেখুন ভাইরাল ভিডিয়ো
আরও পড়ুন- Optical Illusion: আপনি আবেগপ্রবণ হলেই এক দেখায় ধরে ফেলবেন শব্দটা, গেস করে দেখুন তো
আরও পড়ুন- Viral Video: ‘ও আমায় মেরে ফেলবে’, পাখির আতঙ্কে ভয়ে সিঁটিয়ে দুই ব্যক্তি, দেখুন ভিডিয়ো