Viral Video: বিয়ের মণ্ডপে কনের সামনে বরকে জড়িয়ে ধরল এক মহিলা, বোরখা সরাতেই ধামাকা!
Bride Reaction Viral Video: বর্তমানে একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যা বেশ অন্য়রকম। সেখানে বোরখা পরে একজন বিয়েতে উপস্থিত হয়েছেন। শুধুই যে উপস্থিত হয়েছেন, তা কিন্তু নয়। তিনি সোজা পৌঁছে গেলেন বর-বউ যেখানে দাঁড়িয়ে ছিলেন সেখানে। আর গিয়েই সটাং জড়িয়ে ধরলেন বরকে।
![Viral Video: বিয়ের মণ্ডপে কনের সামনে বরকে জড়িয়ে ধরল এক মহিলা, বোরখা সরাতেই ধামাকা! Viral Video: বিয়ের মণ্ডপে কনের সামনে বরকে জড়িয়ে ধরল এক মহিলা, বোরখা সরাতেই ধামাকা!](https://images.tv9bangla.com/wp-content/uploads/2023/03/groom-and-bride.jpg?w=1280)
Latest Viral Video: অনেক ভিডিয়ো সোশ্য়াল মিডিয়ায় (Social Media) ভাইরাল হয়, যেখানে বিয়েতে বন্ধুরা অনেক অভিনব কাজ করে থাকে। কখনও লাইন দিয়ে দাঁড়িয়ে একের পর এক উপহার দেয়, আবার কখনও বরের কোনও বন্ধু বিদেশ থেকে এসে চমকে দেয়। কিন্তু বর্তমানে এমন একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যা বেশ অন্য়রকম। সেখানে একজন মহিলা বোরখা পরে বিয়েতে উপস্থিত হয়েছেন। শুধুই যে উপস্থিত হয়েছেন, তা কিন্তু নয়। তিনি সোজা পৌঁছে গিয়েছেন বর-বউ (Groom And Bride) যেখানে দাঁড়িয়ে ছিলেন সেখানে। আর গিয়েই সটাং জড়িয়ে ধরেন বরকে। বর বাবাজিও চমকে ওঠেন। কিন্তু তবু সেই মহিলা তাকে ছাড়তে রাজি নন। ততক্ষণে বউও বুঝতে পারছেন না, এসব কী হচ্ছে। কিন্তু শেষে সেই মহিলার মুখ থেকে বোরখা সরাতেই বর যা দেখলেন, তাতে বর সহ সবাই অবাক হয়েছেন। ভিডিয়োটি সোশ্য়াল মিডিয়ায় ঝরের বেগে ভাইরাল (Viral) হয়েছে, যা দেখলে আপনিও হাসি চেপে রাখতে পারবেন না।
हर एक फ्रेंड कमीना होता है ??#FriendshipGoals #friend #TejRan #AmritpalSingh #NawazuddinSiddiqui #BB16 #KCCSeason3 #Holi pic.twitter.com/s9rRRZu5im
— Pallavi Priya (@P24Pallavi) February 24, 2023
ভিডিয়োয় দেখা যাচ্ছে, বর-কনে বিয়ের মঞ্চে দাঁড়িয়ে আছেন। একই সঙ্গে একের পর এক মানুষ মঞ্চে আসছেন তাদের অভিনন্দন জানাতে। এদিকে, বোরখা পরা এক মহিলা প্রবেশ করলেন। আর তারপর মঞ্চে উঠে গিয়ে, জড়িয়ে ধরল বরকে। তা দেখে সেখানে উপস্থিত স্বজন ও অতিথিরা হতবাক হয়ে গেলেন। এদিকে কনের প্রতিক্রিয়াও দেখার মতো হয়েছে। বরও বুঝে উঠতে পারছেন না যে, ঠিক কী হচ্ছে। তারপরে তার মুখ থেকে বোরখাটা সরাতেই বর দেখেন, তার পুরুষ বন্ধুই বোরখা পরে সেখানে উপস্থিত হয়েছেন। এই কাণ্ড দেখে সেখানের সবাই হেসে উঠলেন।
ভাইরাল হওয়া 1 মিনিটের এই ভিডিয়োটি সোশ্য়াল মিডিয়ায় অধিকাংশ নেটিজেনের নজর কেড়েছে। ক্লিপটি এখনও পর্যন্ত প্রায় 40 হাজার ভিউ হয়েছে এবং শতাধিক মানুষ এটি লাইক করেছেন।
![পেঁয়াজ ও রসুন একসঙ্গে খান? শরীরে ভিতর যা ঘটছে, জানলে... পেঁয়াজ ও রসুন একসঙ্গে খান? শরীরে ভিতর যা ঘটছে, জানলে...](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/What-happens-if-people-eat-Onion-and-Garlic-know-from-expert.jpg?w=670&ar=16:9)
![পিরিয়ড ক্র্যাম্প কমাতে ট্রাই করুন ৫ স্মুদি পিরিয়ড ক্র্যাম্প কমাতে ট্রাই করুন ৫ স্মুদি](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/Here-are-5-smoothie-detox-to-ease-period-cramps-naturally.jpg?w=670&ar=16:9)
![রাতে তুলসী গাছ ঢেকে রাখেন? জানেন কী হয়? রাতে তুলসী গাছ ঢেকে রাখেন? জানেন কী হয়?](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/What-does-mean-of-covering-the-tulsi-plant-at-night.jpg?w=670&ar=16:9)
![স্বামী-স্ত্রীর বয়সের ফারাক কত হলে দাম্পত্য জীবন হবে সুখের? স্বামী-স্ত্রীর বয়সের ফারাক কত হলে দাম্পত্য জীবন হবে সুখের?](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/According-to-Chanakya-Niti-know-the-ideal-age-gap-between-husband-and-wife-to-achieve-happy-married-life.jpg?w=670&ar=16:9)
![পিরিয়ডসের সময় মহিলাদের রান্না করা উচিত? প্রেমানন্দ মহারাজ বললেন... পিরিয়ডসের সময় মহিলাদের রান্না করা উচিত? প্রেমানন্দ মহারাজ বললেন...](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/Premanand-Maharaj-says-when-women-not-to-enter-at-kitchen.jpg?w=670&ar=16:9)
![বছরে ১.৬০ লক্ষ টন, জানেন কোন দেশে ভারতীয় গরুর মাংসের চাহিদা সবচেয়ে বেশি? বছরে ১.৬০ লক্ষ টন, জানেন কোন দেশে ভারতীয় গরুর মাংসের চাহিদা সবচেয়ে বেশি?](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/Beef.jpg?w=670&ar=16:9)