Buffalo And Lion: শিং দিয়ে সিংহকে নিয়ে ফুটবলের মতো খেলছে মহিষের পাল, হতবাক করার মতো ভিডিয়ো

Buffalo Herd Playing With Lion Cub: শিং নেই, তবু নাম তার সিংহ...। এত দূর পর্যন্ত ঠিকই ছিল। কিন্তু মহিষের যে শিং রয়েছে। আর সেই শিং দিয়েই মহিষের দলটি যা খেল দেখাল, তা দেখে সত্যিই তাজ্জব হয়ে যেতে হয়।

Buffalo And Lion: শিং দিয়ে সিংহকে নিয়ে ফুটবলের মতো খেলছে মহিষের পাল, হতবাক করার মতো ভিডিয়ো
এমন কাণ্ড কখনও দেখেছেন?
Follow Us:
| Edited By: | Updated on: Oct 19, 2022 | 8:40 PM

Viral Video Today: সিংহের অন্যতম প্রিয় খাবার হল মহিষ। শরীর তাদের বিরাট বড়, একটা মহিষ আক্রমণ করলে এক সপ্তাহ নিশ্চিন্তে থাকতে পারে সিংহরা। পাঁচ দিন শিকারের সন্ধানে তাদের বেরোতে হয় না। তবে একটা সিংহের জন্য একটা মহিষকে আক্রমণ করার কাজটাও সহজ নয়। সিংহীদের পক্ষে তো আরও দুষ্কর। তবে এবার এক বিরলতম ঘটনা ঘটে গেল। এক দল মহিষকে দেখা গেল একটি সিংহকে নিয়ে রীতিমতো ফুটবলের মতো খেলতে।

শিং নেই, তবু নাম তার সিংহ…। এত দূর পর্যন্ত ঠিকই ছিল। কিন্তু মহিষের যে শিং রয়েছে। আর সেই শিং দিয়েই মহিষের দলটি যা খেল দেখাল, তা দেখে সত্যিই তাজ্জব হয়ে যেতে হয়। তবে সিংহ শাবক হওয়ার কারণেই এই ভাবে তাকে নিয়ে ছেলেখেলা করে মহিষের পাল।

View this post on Instagram

A post shared by Earth Reels (@earth.reel)

সিংহ শাবকটি যতই ছোট হোক না কেন, সে আক্রমণ করতে এসেছিল একটি মহিষকে। কিন্তু সেখানে এসেই মহিষদের ঘেরাটোপে পড়ে যায় সিংহ শাবকটি। মহিষের পাল তাকে ঘিরে ফেলে এবং বিপজ্জনক পরিস্থিতির সম্মুখীন হয় সে। বাচ্চা সিংহটিকে শিং দিয়ে ধাক্কা মেরে ফুটবলের মতো বাতাসে ছুড়তে থাকে মহিষের পাল। বেশ কয়েক বার নিষ্ঠুর ভাবে সিংহ শাবকটিকে মাটিতে ছুড়ে ফেলতে থাকে মহিষের দল।

ইনস্টাগ্রামে এই ভিডিয়োটি আর্থ রিল নামক একটি পেজ থেকে শেয়ার করা হয়েছে। খুব স্বাভাবিক ভাবেই এই ভিডিয়ো দেখে নেটিজ়েনরা অবাক হয়েছেন। কেউ কেউ ঘটনাটিকে ‘কর্মের ফল’ আখ্যা দিয়েছেন।

একজন ব্যবহারকারী জিজ্ঞেস করলেন, “তারা কি ফুটবল খেলছে?” অন্য একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, “প্রতিশোধ।” তৃতীয় একজন ব্যবহারকারী যোগ করলেন, “এটি একটি প্রাকৃতিক প্রক্রিয়া, যাকে কর্ম বলে।”