Viral Video: স্টান্ট দেখাতে গিয়ে চারতলা বিল্ডিং থেকে সোজা নিচে, গাড়ির ভয়ঙ্কর অবস্থা
Viral Video Today: দুটি চারতলা বিল্ডিংয়ের মধ্যে একটি গাড়ি লাফিয়ে একটি স্টান্ট করছিল। সব ঠিক ভাবেই হওয়ার কথা ছিল। কিন্তু মাঝপথে যে এত বড় বিপদ ঘটে যাবে, তা ভাবতে পারেননি গাড়ির চালক। প্রথম বিল্ডিং থেকে দ্বিতীয় বিল্ডিংয়ে যাওয়ার সময় গাড়িটা টপ করে নিচে পড়ে যায়।
Latest Viral Video: গাড়ির স্টান্ট কিছু সময় বিপজ্জনক হতে পারে তাবড় স্টান্টম্যানদের কাছেও। সেরকমই একটা ভিডিয়ো সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। দুটি চারতলা বিল্ডিংয়ের মধ্যে একটি গাড়ি লাফিয়ে একটি স্টান্ট করছিল। সব ঠিক ভাবেই হওয়ার কথা ছিল। কিন্তু মাঝপথে যে এত বড় বিপদ ঘটে যাবে, তা ভাবতে পারেননি গাড়ির চালক। প্রথম বিল্ডিং থেকে দ্বিতীয় বিল্ডিংয়ে যাওয়ার সময় গাড়িটা টপ করে নিচে পড়ে যায়। আর এত বড় বিল্ডিং থেকে একটা গাড়ি নিচে পড়ে গেলে যা হয়, সেকেন্ডের মধ্যে ভেঙে চুরমার হয়ে গেল গাড়িটি।
এই দুর্ঘটনা এতটাই মারাত্মক ছিল যে, চালক গুরুতর আহত হয়েছেন। এমন দুর্ঘটনায় চালক প্রাণও হারাতে পারেন। মাত্র 5 সেকেন্ডে ঘটে যাওয়া এই ভয়াবহ দুর্ঘটনা, ঘটনাস্থলে উপস্থিত লোকজনকে হতবাক করে দেয়। তাঁরা তৎক্ষণাৎ উচ্চতা থেকে পড়ে যাওয়া গাড়িটিকে দেখতে ছুটে যান। এই ভয়াবহ দুর্ঘটনা দেখে তাঁরা চিৎকার করতে করতে ছুটে আসেন, যা ভিডিয়োতে শোনা গিয়েছে। এই ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
View this post on Instagram
ভিডিয়োটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ইনস্টাগ্রাম’-এ @mz_esheza নামের একজন ব্যবহারকারী পোস্ট করেছেন। যার তিনি ক্যাপশন দিয়ে শেয়ার করেছেন ‘এটি হবে কারও স্বপ্নের গাড়ি’। পাঁচ দিন আগে পোস্ট করা এই ভিডিয়োটি এখন পর্যন্ত 2 লাখের বেশি লাইক পেয়েছে। এই সংখ্যা ক্রমাগত বাড়ছে। মানুষজন ভিডিয়োটি নিয়ে অনেক মন্তব্যও করেছেন।
বেশিরভাগ ইনস্টাগ্রাম ব্যবহারকারী দুর্ঘটনার শিকার ড্রাইভারের জন্য উদ্বিগ্ন, কমেন্ট সেকশনে তাঁরা বিষয়টি মন্তব্য করেছেন। তিনি দুর্ঘটনাটিকে ভয়াবহ বলে বর্ণনা করেছেন। একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘এটা ভয়ানক, চালক মারাও যেতে পারতেন’। দ্বিতীয় ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘সত্যিই কি কেউ ওই গাড়িটি চালাচ্ছিল?’ তৃতীয় ব্যবহারকারী পোস্ট করেছেন, ‘এমন স্টান্ট করা বোকামি।’ চতুর্থ ব্যক্তি লিখেছেন, ‘এমন স্টান্ট করতে হলে আপনার গতি বেশি হতে হবে। সেটাই সর্বাগ্রে প্রয়োজনীয়।’