Viral Video: গ্যাস-উনুন কিসসু লাগল না, দিল্লির চাঁদি ফাটা রোদ্দুরেই ডিমের ওমলেট বানালেন যুবক
Man Made Omelette Under Sunlight: সূর্যের প্রখর তাপেই ওমলেট বানিয়ে ফেললেন দিল্লির এক ব্যক্তি। ভাইরাল সেই ভিডিয়ো দেখে নেটিজেনরা বললেন, "এ ভাবে তো গ্যাসের খরচ অনেক টাকাই বাঁচবে।"
কী গরমটাই না পড়েছে বলুন তো। বাংলায় না হয় দু’দিন একটু বৃষ্টি হয়েছে। কিন্তু দেশের অন্যান্য প্রান্তে চলছে চরম তাপপ্রবাহ। রাজধানী দিল্লির (Delhi) অবস্থাটা তো যাচ্ছে তাই। প্যাচপ্যাচে গরম আর রৌদ্রের প্রচণ্ড তাপে মানুষের প্রাণ যায়, প্রাণ যায় অবস্থা। শুধু দিল্লি কেন, সারা উত্তর ভারতেই গ্রীষ্ম তার ভয়াল রূপটা অনেক আগেই দেখিয়ে দিয়েছে। বিকেল পর্যন্ত দিল্লির মানুষকে ঘরের মধ্যেই ঘাপটি মেরে বসে থাকতে হচ্ছে। সেখানে সর্বোচ্চ তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আর দিল্লির এই চরম গরমে অদ্ভুত কাণ্ড ঘটালেন এক ব্যক্তি। গাড়িতে বসার সময় সিট গরম থাকলে আমরা অনেক সময় হেঁয়ালি করে বলে থাকি, এখানে ডিম ফাটিয়ে ফেলে দিলে তা ওমলেট (Omelette) হয়ে যাবে। এবার সত্যিই সেই কাণ্ড ঘটালেন এক ব্যক্তি। আর সেই ভিডিয়ো নেটপাড়ায় ব্যাপক ভাইরাল (Viral Video) হল।
View this post on Instagram
ভিডিয়োতে দেখা গিয়েছে, ডিমের ওমলেট বানাতে সোজা বাড়ির ছাদে চলে এসেছেন এক ব্যক্তি। প্রথমেই একবার তিনি দেখিয়ে দিলেন প্রখর রৌদ্রতাপের ছবিটা। তারপরে ছাদের রেলিংয়ে রাখলেন একটা ফ্রাইং প্যান। তার উপরে সামান্য তেল দিলেন। ব্যস! এবার ডিমটা ফাটিয়ে দিয়ে দিলেন ওই ফ্রাইং প্যানে। পুরোপুরি ওমলেট না হলেও নিমেষে তৈরি হয়ে গেল একটা ডিম পোচ।
যদিও শেষমেশ পোচ থেকে ওমলেটে রূপান্তরিত হয়েছিল কি না, তা ভিডিয়োতে দেখাননি যুবক। জাস্ট পোচ হওয়ার পরই শেষ করে দেন ভিডিয়োটা। আর এই ভিডিয়ো দেখার পরেই নেটপাড়ার লোকজন অবাক হয়ে গিয়েছেন। মজাদার সব কমেন্টও ভেসে এসেছে। একজন বললেন, “গরমকালে দিল্লিতে আর গ্যাস কেনার দরকার নেই। খালি দুপুর বেলাটা একটু কষ্ট করে ছাদে থাকতে হবে। দিনের, রাতের সব বেলার খাবার তৈরি হয়ে যাবে সূর্যের তাপেই।”
ইনস্টাগ্রামে কাডেল টেলস নামক একটি পেজ থেকে শেয়ার করা হয়েছে ভিডিয়োটি। একটি টেক্সটও ব্যবহার করা হয়েছে এই ভিডিয়োতে। সেখানে লেখা হয়েছে, ‘দিল্লি কী গরমি’! ক্যাপশনে এক ব্যক্তি লিখছেন, “রিপোস্ট করতেই হল। কারণ, দিল্লির গরম দিনের পর দিন অসহ্যকর হয়ে উঠছে।” প্রচুর ভিউ হয়েছে এই ভিডিয়োর। প্রায় ৭ লাখ ৬৬ হাজারের কাছাকাছি লাইকও পড়েছে। আর কমেন্টের তো বন্যা বয়ে গিয়েছে।