Viral Video: ১২,৫০০ ফুট উঁচু পাহাড়ে আটকে তুষারচিতা! আইটিবিপি জওয়ানদের চেষ্টায় উদ্ধার

Viral Video: অনুমান, নিজের এলাকায় খাবারের অভাব হওয়ায় খাদ্যের সন্ধানেই অত উঁচুতে উঠে গিয়েছিল চিতাবাঘটি (Leopard)। তারপর কোনওভাবে আটকে পড়েছিল পাহাড়ের খাঁজে।

Viral Video: ১২,৫০০ ফুট উঁচু পাহাড়ে আটকে তুষারচিতা! আইটিবিপি জওয়ানদের চেষ্টায় উদ্ধার
ছবি প্রতীকী।
Follow Us:
| Edited By: | Updated on: Mar 07, 2022 | 11:32 PM

তুষারচিতা, পাহাড়ের রাজা বলা হয় এদের। বরফে মোড়া পাহাড়ি এলাকায় এদের দ্রুত গতির দৌড় দেখলে সত্যিই চমকে যেতে হয়। তবে সচরাচর এই তুষারচিতারা দেখা দেয় না। যদিও সম্প্রতি একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেখানে একটি তুষারচিতাকে দেখা গিয়েছে। সংবাদ সংস্থা এএনআই এই ভিডিয়ো শেয়ার করেছে টুইটারে। ওই ভিডিয়োতে দেখা গিয়েছে, বরফের পাহাড়ের খাঁজে কার্যত হামাগুড়ি দিয়ে সন্তর্পণে এগোচ্ছে একটি তুষারচিতা। হিমাচল প্রদেশের স্পিতি উপত্যকার কাজার কাছে এই তুষারচিতা দেখা গিয়েছে। এক আইটিবিপি জওয়ান নিজের ক্যামেরায় তার ভিডিয়ো তুলেছেন। জানা গিয়েছে, প্রায় ১২,৫০০ ফুট উঁচুতে বরফের পাহাড়ের খাঁজে আটকে পড়েছিল এই তুষারচিতাটি।

দেখুন বরফে মোড়া পাহাড়ের খাঁজে তুষারচিতার আটকে পড়ার ভাইরাল ভিডিয়ো, সৌজন্যে সংবাদ সংস্থা এএনআই 

জানা গিয়েছে, আইটিবিপি জওয়ানের তোলা ওই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে ভাইরাল হওয়ার পরই তুষারচিতাটিকে উদ্ধার করা সম্ভব হয়েছে। আইটিবিপি জওয়ানরাই চিতাবাঘটিকে উদ্ধার করেছেন। ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে আশপাশে পড়ে রয়েছে প্রচুর বরফ। তার মধ্যেই পাহাড়ের খাঁজ দিয়ে সন্তর্পণে হেঁটে চলেছে এই তুষারচিতাটি। সাধারণত পাহাড়ের মধ্যেও তুলনায় নীচু এলাকায় এই চিতাবাঘরা বসবাস করে। বরফে কোনও অসুবিধা না হলেও সাধারণত খুব উচ্চতায় এই তুষারচিতাদের সচরাচর দেখা যায় না। তবে এই তুষারচিতাটি ১২,৫০০ ফুট উচ্চতায় পৌঁছে গিয়েছিল। অনুমান, নিজের এলাকায় খাবারের অভাব হওয়ায় খাদ্যের সন্ধানেই অত উঁচুতে উঠে গিয়েছিল চিতাবাঘটি। তারপর কোনওভাবে আটকে পড়েছিল পাহাড়ের খাঁজে।

ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার (IUCN) অনুসারে, হিমালয়- সহ মধ্য এশিয়ার পর্বতশ্রেণীতে পাওয়া তুষার চিতাবাঘের সংখ্যা গত ১৬ বছরে কমপক্ষে ২০ শতাংশ কমেছে। আর এর কারণ হল বসবাসের জন্য তারা সঠিক জায়গা পাচ্ছে না এবং তাদের খাবারেও সমস্যা দেখা দিতে শুরু করেছে। সেই কারণেই নিজের এলাকা ছেড়ে অন্যত্র পাড়ি দেয় তারা। বিশেষজ্ঞদের অনুমান, এই তুষারচিতাটির ক্ষেত্রেও হয়তো একই ঘটনা ঘটেছে। তবে শেষ পর্যন্ত যে এই তুষারচিতাটিকে উদ্ধার করা সম্ভব হয়েছে সেটাই আনন্দের খবর। নেটিজ়েন থেকে শুরু করে বন্যপ্রাণ বিশেষজ্ঞ এবং বন্যপশুপ্রেমী সকলেই এই খবরে স্বস্তি পেয়েছেন। সূত্রের খবর নিরাপদেই উদ্ধার করা হয়েছে বরফে মোড়া পাহাড়ের খাঁজে আটকে পড়া ওই তুষারচিতাটিকে।

আরও পড়ুন- Viral Video: যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে প্রেমের পরশ, ২২ বছরের ভালবাসা পূর্ণতা পেল কিয়েভের সেনা ছাউনিতে

আরও পড়ুন- Viral Video: হেলিকপ্টার থেকে ঝুলন্ত অবস্থায় পুল আপ! গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়লেন আর্মেনিয়ার যুবক

আরও পড়ুন- Viral Video: “হোয়াট আ ওয়ান্ডারফুল ওয়ার্ল্ড!” ভিড়ে ঠাসা লিভিভ স্টেশনের বাইরে পিয়ানোয় মনমুগ্ধকর সুর তুলছেন ইনি