Viral Video: Kit Kat দিয়ে ধোসা বানিয়ে তাক লাগালেন এই ব্যক্তি, লা জবাব রেসিপি শিখবেন নাকি!
Latest Viral Video: সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে thegreatindianfoodie নামের আইডি থেকে শেয়ার করা হয়েছে। ভিডিয়োটি এখনও পর্যন্ত 2.8 মিলিয়ন ভিউ হয়েছে। আর 36 হাজারেরও বেশি মানুষ ভিডিয়োটি লাইক করেছেন। অনেকে অনেক কমেন্টও করেছেন।
Viral Video Today: দেশের বিভিন্ন জায়গায় খাবারের স্বাদও বিভিন্ন। উত্তরপ্রদেশে গেলে সেখানকার খাবার ও স্বাদ আলাদা, পাঞ্জাবে গেলে সেখানকার খাবারের স্বাদ আলাদা। দক্ষিণ ভারতে একরকম, আবার উত্তর ভারতে আর এক রকম। দক্ষিণ ভারতে, লোকেরা প্রায়শই মসলা ধোসা, ইডলি-সম্ভারের মতো জিনিস খেতে পছন্দ করে। তবে সারা ভারত জুড়েই এখন সব খাবার পাওয়া যায়। ভাইরাল হওয়ার জন্য আবার বর্তমানে বিভিন্ন পরিক্ষা-নিরীক্ষাও করা হয়। ম্যাঙ্গো পিৎজা থেকে শুরু করে, বিরিয়ানি সিঙারা, আরও কত কী। তেমনই একটি অদ্ভুত খাবারের ভিডিয়ো ভাইরাল হয়েছে, তা হল চকলেট ধোসা। ভাবছেন ধোসা, তাও আবার চকলেট? একেবারেই ঠিক। বাজারে বর্তমানে এই কিটক্যাট ধোসা বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।
ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, এক ব্যক্তি প্রথমে ধোসার মিশ্রনটি দিয়ে ধোসা বানাচ্ছেন। কিছুক্ষণ পরেই দেখতে পাবেন, তাতে চকলেট সিরাপ মিলিয়ে দিচ্ছেন। এমনকি সেটিকে ভাল করে ভেজে, তারপরে তাতে কিটক্যাট চকলেট রাখছেন। আর সেগুলিকে মুরিয়ে নিয়ে নামিয়ে নিচ্ছেন। একটি প্লেটে নামানোর পরে, তার উপর আবার চিজ় ছড়িয়ে দিলেন। মশলা ধোসা, চিকেন ধোসা তো অনেক খেয়েছেন। একবার এই নতুন ধরনের ধোসা খেয়ে দেখবেন নাকি? আপনি আগে কখনও এমন চকলেট ধোসা খেয়েছেন কি?
View this post on Instagram
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে thegreatindianfoodie নামের আইডি থেকে শেয়ার করা হয়েছে। ভিডিয়োটি এখনও পর্যন্ত 2.8 মিলিয়ন ভিউ হয়েছে। আর 36 হাজারেরও বেশি মানুষ ভিডিয়োটি লাইক করেছেন। অনেকে অনেক কমেন্টও করেছেন। কেউ বলেছেন,”এমন ধোসা দেখার পরে খাওয়ার ইচ্ছেটাই চলে গেল।” আর এক ব্যক্তি কমেন্টে লিখেছেন, “ভাইরাল হওয়ার জন্য যে মানুষ আর কী কী খাবার বানাবে, সেটাই দেখার।”