Viral Video: বিরাট অ্যানাকন্ডার লেজ ধরে টানলেন মৎস্যজীবী, তারপর কী কাণ্ডটা ঘটল, দেখুন একবার
Viral Video Today: ভিডিয়োতে দেখা গিয়েছে, একটা বোটে কিছু মানুষ যাত্রা করছিলেন। বোটটি কিছু দূর যাওয়ার পরেই তাঁরা একটি বড় সাপ দেখতে পারেন। তাদের মধ্যেই একজন বেশ কিছুক্ষণ চেষ্টার পরে ওই অ্যানাকন্ডার লেজ ধরে টানতে থাকেন।
Latest Viral Video: জলে বিরাট অ্যানাকন্ডা। বোট থেকে সেই অ্যানাকন্ডারই (Anaconda) লেজ ধরে হ্যাঁচকা টান মারলেন এক ব্যক্তি। সাপটি কিছু করল না ঠিকই। কিন্তু অকুতোভয় লোকটার এমন কাণ্ডজ্ঞানহীনতায় নেটিজ়েনদের ঘুম উড়ে গিয়েছে। সাপটাও ভারী অদ্ভুত বটে। তার লেজ ধরে লোকটা এমন বেপরোয়া ভাবে টানার পরে দেখা গেল অ্যানাকন্ডাটা লেজ (Tail) গুটিয়ে পালিয়ে গেল। ভিডিয়োর কমেন্ট সেকশনে লোকজন জানতে চেয়েছেন, কেন ওই সাপটি কিছু না করেই এভাবে পালিয়ে গেল? গত 12 জানুয়ারি ভিডিয়োটি টুইটারে শেয়ার করা হয়েছিল। সম্প্রতি তা নতুন করে ভাইরাল হয়েছে। প্রায় 10 মিলিয়নেরও বেশি ভিউ হয়েছে ভিডিয়োটির। ক্যাপশনে লেখা হয়েছে, “মৎস্যজীবী একটি বিরাট অ্যানাকন্ডা দেখতে পেয়েছিলেন নদীতে।”
ভিডিয়োতে দেখা গিয়েছে, একটা বোটে কিছু মানুষ যাত্রা করছিলেন। বোটটি কিছু দূর যাওয়ার পরেই তাঁরা একটি বড় সাপ দেখতে পারেন। তাদের মধ্যেই একজন বেশ কিছুক্ষণ চেষ্টার পরে ওই অ্যানাকন্ডার লেজ ধরে টানতে থাকেন। ভিডিয়োর মধ্যে সবথেকে নজরকাড়ার মতো বিষয়টি হল, সাপটিকে ওই ভাবে লেজ ধরে টানার পরেও সে পাল্টা ওই লোকটিকে আক্রমণ করেনি।
Fishermen finds huge anaconda. pic.twitter.com/cBkTwotyXD
— Fascinating Footage (@FascinateFlix) January 12, 2023
স্বাভাবিক ভাবেই অ্যানাকন্ডার এহেন আচরণ দেখে নেটিজ়েনরা অবাক হয়েছেন। একজন লিখেছেন, “ওটা একটা টাইটানা বোয়া, অ্যানাকন্ডা নয়।” আর একজন যোগ করেছেন, “বড় অ্যানাকন্ডারা 20 ফুটেরও হতে পারে, তাই এটি কোন দিক থেকেই টাইটানা বোয়া হতে পারে না।” তৃতীয় জনের বক্তব্য, “কী হত, যদি ওই সাপটা তার লেজ দিয়ে আপনাদের পেঁচিয়ে ধরত? তারপর জলে টেনে নিয়ে যেত।”
আর একজন টুইটার ব্যবহারকারী যোগ করেছেন, “ভিডিয়োর ক্যাপশনটা বদলে করে দিন, বিরাট অ্যানাকন্ডা একটা মৎস্যজীবী খুঁজে পেয়েছে।” অন্যজনের বক্তব্য, “এটা আসলে একটা গ্রিন অ্যানাকন্ডা। এরা ততটাও বিপজ্জনক হয় না। তবে হ্যাঁ, ছেড়ে দেওয়ার পাত্রও নয় ওরা। যে মৎস্যজীবী এই কাণ্ডটা ঘটিয়েছেন, তিনি আজকে সাপটার ভাল লাঞ্চ হতে পারতেন।”