Viral Video: বন্যায় জলের তোড়ে ভেসে যাচ্ছে কুকুর, দেবদূত হয়ে হাজির এক ব্যক্তি; ভাইরাল সেই উদ্ধারের ভিডিয়ো

Latest Viral Video: ভিডিয়োটি পোস্ট করার সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ঝড়ের বেগে ভাইরাল হয়েছে। এখনও পর্যন্ত অনেক লাইক আর শেয়ার হয়েছে। অনেকে অনেক কমেন্টও করেছেন। কেউ কেউ ভিডিয়োটির কমেন্টে লিখেছেন, "কুকুরটির অবস্থা দেখে ভয় পেয়ে গিয়েছিলাম।"

Viral Video: বন্যায় জলের তোড়ে ভেসে যাচ্ছে কুকুর, দেবদূত হয়ে হাজির এক ব্যক্তি; ভাইরাল সেই উদ্ধারের ভিডিয়ো
Follow Us:
| Edited By: | Updated on: Aug 04, 2023 | 6:52 PM

Viral Video Today: বর্তমানে অনেক জায়গাতেই বন্যার জন্য ভয়ানক অবস্থা তৈরি হয়েছে। যারা বন্যার কবলে পড়েছে, তারাই বোধ হয় জানে, এর ভয়াবহতা। সোশ্যাল মিডিয়ায় অনেক ভিডিয়োই ভাইরাল হয়। সেখানে এমন অনেক ভিডিয়ো থাকে, যা দেখে আপনার মুখে হাসি আসতে বাধ্য। আবার অনেক ভিডিয়ো দেখে শিউরে ওঠা ছাড়া কোনও উপায় থাকে না। তেমনই একটি বন্যার ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে একটি কুকুরকে বন্যার জলের স্রোতে ভেসে যেতে দেখা যাচ্ছে। সে প্রাণ বাঁচানোর জন্য সব রকম চেষ্টা করছে। কিন্তু সেই মুহূর্তেই সেখানে এসে হাজির হয় এক ব্যক্তি। আর তিনি সেই কুকুরটির সঙ্গে এমন কিছু করেন, যা দেখলে আপনার চোখে জল আসতে বাধ্য।

ভাইরায় হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, প্রবল বেগে জল বয়ে চলেছে। সেখানেই একটি কুকুর পড়ে গিয়েছে। আর ওঠার চেষ্টা করেও বার বার ব্যর্থ হচ্ছে। কোনওভাবেই উঠতে পারছে না। একটা সময় পরে সে হাবুডুবু থেকে শুরু করে। অনেকক্ষণ এভাবে থাকার পরে সে পারের দিকে চলে যায় ভাসতে ভাসতে। তখনও হাল ছাড়েনি। প্রাণপনে চেষ্টা চালিয়ে চলেছে। অনেকবার চেষ্টা করেও উঠতে পারল না। সেই সময় সেখানে এক ব্যক্তির চোখ কুকুরটির দিকে পড়ে। আর কুকুরটিকে একটি দড়ি দিয়ে তুলে নেন।

ভিডিয়োটি পোস্ট করার সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ঝড়ের বেগে ভাইরাল হয়েছে। এখনও পর্যন্ত অনেক লাইক আর শেয়ার হয়েছে। অনেকে অনেক কমেন্টও করেছেন। কেউ কেউ ভিডিয়োটির কমেন্টে লিখেছেন, “কুকুরটির অবস্থা দেখে ভয় পেয়ে গিয়েছিলাম।” আরও এক ব্যক্তি বলেছেন, “কুকুরটি বহুক্ষণ চেষ্টা চালিয়েছে। সেখানে যদি ওই ব্যক্তি সঠিক সময়ে না আসত, তাহলে কুকুরটি ভেসেই যেত হয়তো।”