Viral Video: দর্শকপূর্ণ স্টেডিয়ামে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব! কী জবাব দিলেন তরুণী? দেখুন ভিডিয়ো

বিয়ের প্রস্তাব দেওয়ার পর, এ কী হল! সটান মাথা নেড়ে 'না' বলে স্টেজ থেকে নেমেই পড়লেন তরুণী। এমন প্রত্যাখ্যানে ওই যুবক এতটাই চমকে গিয়েছেন যে তরুণী নেমে যাওয়ার পরও হাঁটু মুড়েই বসেছিলেন তিনি।

Viral Video: দর্শকপূর্ণ স্টেডিয়ামে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব! কী জবাব দিলেন তরুণী? দেখুন ভিডিয়ো
ছবি প্রতীকী
Follow Us:
| Edited By: | Updated on: Jul 20, 2021 | 8:13 AM

প্রেমিকাকে শখ করে বিয়ের প্রস্তাব দিতে গিয়েছিলেন প্রেমিক। তাও আবার একদম জমজমাট সারপ্রাইজের সঙ্গে। বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য বেছে নিয়েছিলেন কানায় কানায় পূর্ণ বেসবল স্টেডিয়াম। হাঁটু মুড়ে বসে একদম ফিল্মি কায়দায় বিয়ের প্রস্তাব দিয়েওছিলেন প্রেমিকাকে। কিন্তু তারপর যা হল, সেজন্য মোটেই প্রস্তুত ছিলেন না ওই যুবক। কোথায় বিয়ের প্রস্তাব পেয়ে প্রেমিকা এসে তাঁকে জড়িয়ে ধরবেন, তা নয়, ভয়ে কেঁপে সটান স্টেজ থেকে নেমে প্রায় দৌড়ে পালিয়ে গেলেন তরুণ। হাতে আংটি, হাঁটু মুড়ে বসে সিনেমার পোজ, বিয়ের প্রস্তাব… সব ঘেঁটে গিয়ে যুবক তখন হতভম্ব হয়ে গিয়েছেন। অবাক হওয়ার ঘোর কাটতে বেশ কিছুটা সময়ও লেগেছে।

সোশ্যাল মিডিয়ায় আবার ভাইরাল হয়েছে এই গোটা ঘটনার ভিডিয়ো। যুবকের করুণ পরিস্থিতি এবং আরও করুণ অভিব্যক্তি দেখে বেশ দুঃখ পেয়েছেন নেটিজ়েনদের একাংশ। অনেকে আবার এ ঘটনায় দেদার মজা খুঁজে পেয়েছেন। তাই একচোট হেসেও নিয়েছেন তাঁরা। ইনস্টাগ্রামের ‘What the World’ নামের একটি পেজ থেকে এই ভিডিয়ো শেয়ার করা হয়েছে। সেখানে দেখা গিয়েছে, মাঠের ধারে একটি স্টেজের উপর হাঁটু মুড়ে বসে বান্ধবীকে বিয়ের প্রস্তাব দিচ্ছেন এক যুবক। বান্ধবীর সঙ্গেই ওই স্টেডিয়ামের বেসবল ম্যাচ দেখতে এসেছিলেন তিনি। এদিকে তখন আশপাশ থেকে অনেকেই উৎসাহ দিতে শুরু করেছেন ওই যুগলকে।

দেখুন সেই ভিডিয়ো

কিন্তু বিয়ের প্রস্তাব দেওয়ার পর, এ কী হল! সটান মাথা নেড়ে ‘না’ বলে স্টেজ থেকে নেমেই পড়লেন তরুণী। এমন প্রত্যাখ্যানে ওই যুবক এতটাই চমকে গিয়েছেন যে তরুণী নেমে যাওয়ার পরও হাঁটু মুড়েই বসেছিলেন তিনি। এদিকে ‘না’ বলার পর তরুণীও যেন কেমন অস্বস্তিতে পড়ে গিয়েছেন। কোনওমতে হাত-পা কাঁপা থামিয়ে স্টেজের সামনের লোকজনকে সরিয়ে নেমে দৌরে পালিয়ে গিয়েছেন তিনি। নেটিজ়েনদের অনেকে বলছেন, হয়তো আচমকা এমন বিয়ের প্রস্তাব পেয়ে ঘাবড়ে গিয়েই না বলে দিয়েছেন তরুণী। কেউ বা বলছেন, হয়তো তরুণীর অন্য কাউকে পছন্দ। কিংবা এখনই বিয়ে করতে রাজি নন। তবে নেটিজ়েনদের বেশির ভাগই ওই যুবকের করুণ পরিণতি দেখে বেশ দুঃখ প্রকাশ করেছেন।

আরও পড়ুন- Viral Video: সিঁদুরদানের ঠিক আগেই পাত্রীকে দেখে মণ্ডপ ছেড়ে পালালেন বর! দেখুন ভিডিয়ো