Optical Illusion: এখানে এমন একটা নম্বর রয়েছে যা 899 নয়, খুঁজে বের করুন তো দেখি
Viral Optical Illusion: এখান থেকেই আপনার পর্যবেক্ষণ দক্ষতার পরীক্ষা নেওয়া হবে। ঠিক কী করতে হবে? এত নম্বরের 899 নম্বরের ভিড়ে আপনাকে এখান থেকেই একটা বিজোড় সংখ্যা খুঁজে বের করতে হবে।
Latest Optical Illusion: কাজ নেই, খালি বসে থাকলে মোবাইল খুলে সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করাটা আমাদের অভ্যাসে পরিণত হয়েছে। কিন্তু শুধু কী সময় কাটানো? এই সোশ্যাল মিডিয়াতেই স্ক্রল করে আমরা কত কী জানতে পারি বলুন তো, কত কী শিখতে পারি! এখন ভাবুন তো, এরকম স্ক্রল করার সময় এমন কিছু আপনার নজরে এল, যা আইকিউ লেভেলের পরীক্ষা নিতে পারে। কেমন হয় তাহলে? মন্দ কী, তাই না? আপনার বুদ্ধিমত্তার পরীক্ষা নিতে পারে অপটিক্যাল ইলিউশন রয়েছে এমন একটা ছবি। ঠিক সেরকমই একটা ছবি আপনাদের জন্য নিয়ে এসেছি আমরা।
তবে এই ছবি থেকে আপনাকে কোনও বস্তু খুঁজে বের করতে হবে না। এই ছবিতে যে এত নম্বর দেখছেন, তা আসলে একটাই নম্বর– 899। আপনি আগেও হয়তো এই ধরনের ধাঁধার সমাধান করে দেখেছেন। কখনও এই ছবিগুলি খুব সহজ, কখনও আবার খুব কঠিন বলে প্রমাণিত হয়। সর্বোপরি এখান থেকেই আপনার পর্যবেক্ষণ দক্ষতার পরীক্ষা নেওয়া হবে। ঠিক কী করতে হবে? এত নম্বরের 899 নম্বরের ভিড়ে আপনাকে এখান থেকেই একটা বিজোড় সংখ্যা খুঁজে বের করতে হবে।
অর্থাৎ এখানে এমন একটা নম্বর রয়েছে, যা 899 নয়। আপনাকে সেই নম্বরটাই খুঁজে বের করতে হবে কয়েক সেকেন্ডের মধ্যে। ছবিটি শেয়ার করা হয়েছে ফ্রেশার্স লাইভ থেকে। এখন তা অন্যান্য বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে ঘোরাফেরা করছে। নীল ব্যাকগ্রাউন্ডে কালো দিয়ে একটাই সংখ্যা অর্থাৎ 899 বারবার লেখা হয়েছে। বিভিন্ন কলামে নম্বরটি এতবার লেখা হয়েছে যে, আপনি বিভ্রান্ত হতে পারেন। এখান থেকে সত্যিই এমন একটা নম্বর খুঁজে বের করা কঠিন, যা 899 নয়।
নম্বরটা কিন্তু আপনার চোখের সামনেই রয়েছে। কিন্তু আপনি একটা নম্বরের মধ্যেই এতটা বুঁদ হয়ে গিয়েছেন যে, আর কিছু আপনার নজরে আসছে না। এত 899 নম্বরের ভিড়ে যদি আপনি অন্য আর একটি নম্বর খুঁজে না পান, তাহলে বলি সেই নম্বরটি হল 869। যদি আপনি সংখ্যাটি দেখতে না পান, তাহলে নিচের এই ছবিটি দেখে নিন।