Viral Video: পরোটা ভাজা হচ্ছে তেলের পুকুরে! বিক্রিও হচ্ছে দেদার; হার্ট অ্যাটাক নিশ্চিত, বলছেন নেটিজেনরা
Latest Viral Video: ভিডিয়োটি পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গেই ঝড়ের বেগে ভাইরাল হয়েছে। এখনও পর্যন্ত অনেক লাইক আর শেয়ার হয়েছে এই ভিডিয়ো। প্রচুর মানুষ এতে কমেন্টও করেছেন। কেউ কমেন্টে মজার ছলে লিখেছেন, "এভাবে পরোটা ভাজতে দেখেই হার্ট অ্যাটাক হয়ে গেল, খেলে কী হবে সেটাই ভাবছি।"
Viral Video Today: সোশ্যাল মিডিয়ায় অনেক খাবারের ভিডিয়োই ভাইরাল হয়। কখনও কখনও আবরা এমন অনেক ভিডিয়ো দেখা যায়, যেখানে ভাইরাল হওয়ার জন্য অদ্ভুত সব খাবার বানানো হয়। বিরিয়ানি সিঙাড়া থেকে শুরু করে, ম্যাঙ্গো পিৎজা, সব কিছুই ভাইরাল হয়েছে। দিল্লি, পাঞ্জাব সহ ভারতের অনেক শহরেই পরোটা বেশ জনপ্রিয়। তেলে ভাল করে ভেজে চানার ঘুগনি দিয়ে গরম গরম পরোটা থেকে অনেকেই ভালবাসেন। কিন্তু সোশ্যাল মিডিয়ায় এমন একটি পরোটার দোকানের ভিডিয়ো ভাইরাল হয়েছে, যা দেখলে আপনার চোখ কপালে উঠবে। তেলে সেঁকে নেওয়ার বদলে এমন কিছু করছে, যা দেখে নেটিজেনদের হুঁশ উড়ে গিয়েছে।
ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি পরোটার দোকানে ক্রেতাদের উপচে পড়া ভিড়। সেই দোকানেই চাটুতে পরোটা দিয়ে তার উপর টিনের তেল ঢালতে শুরু করেন। অনেকেই বেশি করে মাখন দিয়ে পরোটা খেতে ভালবাসেন। কিন্তু কখনও কি এভাবে এত তেল দিয়ে কাউকে পরোটা ভাজতে দেখেছেন? রীতিমতো তেলে ভাল করে ডুবিয়ে তারপরে ভেজে নিলেন পরোটাটি। এইভাবে পরোটা ভাজতে দেখে খাদ্য রসিকের মাথায় হাত পড়েছে।
View this post on Instagram
ভিডিয়োটি পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গেই ঝড়ের বেগে ভাইরাল হয়েছে। এখনও পর্যন্ত অনেক লাইক আর শেয়ার হয়েছে এই ভিডিয়ো। প্রচুর মানুষ এতে কমেন্টও করেছেন। কেউ কমেন্টে মজার ছলে লিখেছেন, “এভাবে পরোটা ভাজতে দেখেই হার্ট অ্যাটাক হয়ে গেল, খেলে কী হবে সেটাই ভাবছি।” একই সঙ্গে আরেক ব্যবহারকারী লিখেছেন “এই সব কিছুই ভাইরাল হওয়ার জন্য।” অন্য এক ব্যক্তি এভাবে পরোটা ভাজতে দেখে জায়গার নাম জিজ্ঞাসা করেছেন। তিনি কমেন্টে লিখেছেন, “আমার জানতে ইচ্ছে করছে এভাবে কোথায় পরোটা ভাজা হয়? সব থেকে অবাক ব্যাপার হল এর পরেও এত মানুষের ভিড় দোকানে।”