Viral Video: মহিলার সঙ্গে নাচার বড় সাধ! মঞ্চে যা হল, জীবনেও ভুলতে পারবেন না ব্যক্তি

Latest Viral Video: ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে, একটি মঞ্চে নাচের অনুষ্ঠান চলছে। সেই মঞ্চ মাতাচ্ছেন এক নৃত্যশিল্পী। দর্শকদের মধ্যে থেকেও কয়েকজন নাচতে থাকে সে সময়। তাঁদের মধ্যে থেকেই একজন সোজা স্টেজে উঠে আসেন। 

Viral Video: মহিলার সঙ্গে নাচার বড় সাধ! মঞ্চে যা হল, জীবনেও ভুলতে পারবেন না ব্যক্তি
Follow Us:
| Edited By: | Updated on: Jan 16, 2023 | 12:03 PM

সোশ্যাল মিডিয়ার যুগে কী ভাইরাল হতে পারে আর কী হতে পারে না, তা আমাদের ধারণারও বাইরে। কিছু দৃশ্য এমন হয়, সেগুলি যতবারই দেখবেন হাসি থামাতে পারবেন না! তেমনই একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় দেখা গিয়েছে, যা দেখলে হাসতে হাসতে আপনার পেটে খিল ধরে যাবে! ভিডিয়োটিতে আপনি দেখতে পাবেন, কীভাবে এক ব্যক্তি একটি মেয়ের সঙ্গে নাচার উদগ্র বাসনায় মঞ্চে ওঠে। আর যেই না সেই ব্যক্তি স্টেজে ওঠেন, মহিলা তাকে একপ্রকার বগলদাবা করে ঘুরিয়ে-ঘুরিয়ে নাচাতে থাকে।এমন হাস্যকর কাণ্ড খুব কমই দেখা যায়।

View this post on Instagram

A post shared by SAKHT LOGG ? (@sakhtlogg)

ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে, একটি মঞ্চে নাচের অনুষ্ঠান চলছে। সেই মঞ্চ মাতাচ্ছেন এক নৃত্যশিল্পী। দর্শকদের মধ্যে থেকেও কয়েকজন নাচতে থাকে সে সময়। তাঁদের মধ্যে থেকেই একজন সোজা স্টেজে উঠে আসেন।

তার ঠিক পরের মুহূর্তেই ওই পুরুষকে কোলে তুলে নিয়ে চক্কর দিতে থাকেন মহিলা। তিনি এতটাই ঘোরাতে থাকেন যে ব্যক্তির অবস্থা আরও খারাপ হয়ে যায়। তারপর যখন কোল থেকে নামালেন, তখন ব্যক্তির অবস্থার দফারফা। উঠে দাঁড়াতে পর্যন্ত পারছিলেন তিনি।

ইনস্টাগ্রামে sakhtlogg নামক একটি পেজ থেকে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। ব্যাপক ভাইরাল হয়েছে ভিডিয়োটি।