Viral Video: কী কাণ্ড! ফনা তুলে প্রাণায়ম করছে ভয়ঙ্কর কিং কোবরা, হার মানাতে পারে যোগগুরুদেরও
Snake Performing Yoga: একটি কিং কোবরাকে দেখা গেল প্রাণায়ম করতে। তবে সে প্রাণায়ম করছে নাকি রাগে ফুঁসছে - তা নিয়ে ধন্দ্ব তৈরি হয়েছে নেটিজেনদের মধ্যেই।
নেটদুনিয়ায় কোন ভিডিয়ো যে কখন ভাইরাল হয়, কেউ বলতে পারে না তা। কখনও এমন ভিডিয়ো ভাইরাল (Viral Video) হয়, যা সত্যিই ভয়ের। কখনও আবার এমন ভিডিয়ো ভাইরাল হয়, যা খুবই হাসির। আবার এমন ছবিও ভাইরাল হয়, যাতে সত্যিই আশ্চর্যজনক কিছু একটা থাকে। তেমনই একটা ভিডিয়ো ফের ভাইরাল হল। সেই ভিডিয়ো দেখে আপনি ভয়ও পেতে পারেন, আবার হতবাকও হতে পারেন। ঠিক কী রয়েছে সেই ভিডিয়োতে? একটা সাপকে (Snake) দেখা গেল প্রাণায়ম (Yoga) করতে। আর প্রাণায়ম করার তার এমনই কায়দা, যা দেখে অবাক হতে পারেন যোগগুরুরাও।\
#Cobra Doing Pranayama?! ??
Amazing video capture by expert wildlife photographer Dr S Varaprasad. Received on Whatsapp. pic.twitter.com/pf0Ankb76F
— Meghna Girish ?? (@megirish2001) April 29, 2022
ভিডিয়োতে দেখা গিয়েছে একটি কিং কোবরাকে। আর সেই সাপের প্রাণায়ম করার কায়দা ঘুম কেড়ে নিতে পারে যে কারও। মানুষ যে ভাবে প্রাণায়ামের সময় নিঃশ্বাস নিয়ে তা ধরে রাখে এবং ধীরে ধীরে ছাড়তে থাকে – এই সাপটিও সেই ভাবেই তা করেছে। বরং মানুষের থেকেও অনেক ভাল প্রাণায়ম করেছে ওই কিং কোবরাটি।
এই ভিডিয়ো দেখে অনেকেই দাবি করছেন যে, সাপটি প্রাণায়ম করছে না। আসলে সে রেগে গিয়েছে। তাঁদের দাবি, সাপটি রেগে গিয়েছে বলেই এরকম ফনা তুলে রয়েছে। কেউ কেউ আবার এ-ও বলেছেন যে, সাপটি তার শিকারকে আক্রমণের চেষ্টা করে চলেছে।
আইএফএস অফিসার সুশান্ত নন্দা তাঁর অফিসিয়াল ট্যুইটার অ্যাকাউন্ট থেকে এই ভিডিয়োটি রিট্যুইট করেছেন। মেঘনা গিরিশ নামের এক মহিলা এই ভিডিয়োটি সর্বপ্রথম শেয়ার করেছিলেন। মেঘনা লিখছেন, “এই কোবরাটি কি প্রাণায়ম করছে?” বহু মানুষ এই ভিডিয়ো শেয়ার করেছেন। ২০ হাজারের কাছাকাছি শেয়ার হয়েছে। কমেন্টও করেছেন বহু মানুষ।
আরও পড়ুন: খোলা চুলে মহিলা নাকি প্রশস্ত চোয়াল, কী দেখছেন? যাই দেখুন, আপনার চরিত্রের এই বিশেষ দিকটা জানতে পারবেন
আরও পড়ুন: দুটো পাইথন কাঁধে নিয়ে যুবকের নাচ, ভাইরাল ইনস্টাগ্রাম রিলস
আরও পড়ুন: লগ্ন পেরিয়ে বিয়ে করতে এল মদ্যপ বর, অন্য জনের গলায় মালা পরাল কনে